নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন
গানের শিরোনাম
MP3 Dwonload
১৬৩ পিতা পুত্র,আত্মার নামে আজি অবগাহিত হও,
পুরাতন ভাব ছাড়ি, নূতন স্বভাব লও!
১। মরিলে যীশুর সাথে, তুমি আর পাপের নও,
যীশুতে উঠিলে তুমি ,জবিনে যীশুর রও।
২। প্রতিজ্ঞা করিলে যাহা ,রাখিতে তৎপর হও,
বিপদ লাঞ্ছনা দুঃখ ,যীশু তরে সব সও।
৩। প্রার্থনা ও শাস্ত্র পাঠ, ধ্যানে সদা রত রও,
সদালাপে ভ্রাতৃপ্রেম,পরহিতে ব্রতী হও।
৪। বিশ্বাস প্রত্যাশা প্রেম,উৎসাহেতে পূর্ণ হও।
স্বদল বিদল মাঝে ,যীশু প্রেম কথা কও।
--কৈলাসচন্দ্র সরকার
১৬৪ ১। কি শুভ দিন , হে ত্রাণেশ্বর!
যে দিনে মন হইল স্থির ,
বাসনা সব তোমার উপর,
করিনু স্থাপন হইয়া ধীর।
ধূয়া শুভ দিন ! শুভ দিন!
ধুলেন যীশু মোর পাপ যে দিন !
আর শিক্ষা দিলেন জাগিতে,
প্রার্থনায় রত থাকিতে,
শুভ দিন ! শুভ দিন!
ধুলেন যীশু মোর পাপ যে দিন।
২। সে উল্লাসে মোর মন ও প্রাণ,
তদ্দিনের কীর্তি গায় বিস্তর ;
তোমাকে সব করিয়া দান
আহ্লাদে নাচে মোর অন্তর।
৩। কি সুখের যোগ , মোর মারত সব
যদ্বারা মুদ্রাঙ্কিত হয়;
তায় ব্যাপ্ত হোক ,এ হৃদে স্তব
ও সঙ্কীর্তন আনন্দময়।
৪। এ হইল স্থির , যে আমি তাঁর ,
তিনি আমার হলেন নিশ্চয়,
যাবজ্জীবন, বে মন আমার,
বিশ্রান্ত রহ সব সময়।
--নৃপালচন্দ্র বিশ্বাস
১৬৫ ১। কি শুভ সময় , জয় জয় যীশু জয়!
আজ মন্ডলীর মঙ্গল ও সুবৃদ্ধি হয়!
যারা প্রভু যীশু খ্রীষ্টের সুনাম শিরে লয়।
১৬৬ সকলই ত্যজিয়ে আমি গ্রহিনু ক্রুশ তোমার,
নিন্দিত তাড়িত হ’তে নাহি ভাবি কিছু আর।
১। জগত যদি আমারে ঘৃণাভাবে পরিহরে,
যদিও বন্ধু-বান্ধবে, কেহ নাহি হেরে;
তবু তুমি ও স্বরগ রহিলে আর্মা
২। মানবে যত যাতনা, দুঃখ অপবাদ নানা,
দিবে দিতে পারে, তাহে নাহি করি মানা;
বুক পাতি লব নাথ, কারণে তোমার ।
৩। তুমি হে সব আমার, ধন-মান জীবন সার,
আশা-লতা তব পদে, রাখিনু এবার;
নাথ তুমি চিরকাল, রহিলে আমার।
যদুনাথ সোম (১৮৯১)