আহবান ।খ্রীষ্ট সঙ্গীত বই । Free Christian Songs
খ্রীষ্ট সঙ্গীত বই । Free Christian Songs । আহবান (20-28)
যীশু এস আমার অন্তরে,জুড়াব প্রাণ তোমারে হেরে।
১। তোমার মোহন মূরতি হেরে,
যাবে দুঃখ অন্তরে।
২। আমার তাপিত্ প্রাণ শীতল হবে,
পেলে তোমায় অন্তরে।
৩। তোমার বিচ্ছেদে নরক যাতনা,
ভোগে পাপী অন্তরে।
৪। তোমার সহবাসে স্বর্গ- সুখ,
৫। যীশু তুমি যথা স্বর্গ তথা,
এস আমার অন্তরে।
- রামচরণ ঘোষ( ১৮৮৪)
ভকত-রঞ্জন, করি আগমন, আমোদিত কর হৃদয়- কানন,
প্রেমের মূরতি, দেখায়ে অন্তরে, প্রকাশ স্বর্গীয় বিমল কিরণ।
১। হৃদি-উপবনে কুসুমরাশি, প্রেম ভক্তি প্রীতি মধুর হাসি,
তোমার বিহনে ফুটিবে কেমনে, প্রস্ফুটিত কর দিয়ে দরশন।
২। অন্তরের প্রীতি- কুসুম মুকুলে, বহাও প্রেমের বসন্ত অনিলে,
সৌরভে তাহার, মাতুক অন্তর, করুক সবার হৃদয় - তোষণ।
৩। সুললিত মধুমাখা প্রেম- গান, সুমধুর প্রেম- ভ্রমর- গুঞ্জন,
মানস- মোহন, কোকিল- কুজন, শুনাও আসিয়ে ঈশ্বর- নন্দন।
-অমৃতলার সরকার (১৮৯৭)
এস এস প্রাণের যীশু আজ তোমারে পূজিব,
মোহন মূরতি হেরে, প্রেম- রসে মাতিব।
১। ভকতি- পূর্ণ অন্তরে, পূজিব নাথ তোমারে,
রাখিব হৃদি - মাঝারে, প্রাণের আশা মিটাব।
২। রাখি হৃদি- সিংহাসনে, সেবিব তোমায় যতনে,
প্রীতি- পুম্প ও চরণে, দিয়া সদা সাজাব।
৩। তব সহবাসে রব, তোমা বিনা না জানিব,
গুণ গান গেয়ে তব, এ জীবন যাপিব।
- মধুসূদন সরকার ( ১৮৯৬)
.এস মন-মন্দিরে, যীশু হে,
বিদরে হৃদয় প্রভু, তোমায় হৃদয়ে বস,
১। এস এস প্রভু এস, আমার হৃদয়ে বস,
প্রেম ফুলে নয়ন জলে, পূজি তোমারে।
২ । তৃষিত হরিণীপ্রায়, ব্যাকুলিত এ হৃদয়,
দেহ দেখা দয়াময়, আসি সত্বরে।
৩। তুমি মম ত্রাণেশ্বর, ভক্তবৃন্দের মনোহর,
তুমি পরম সুন্দর, দেখে মন হরে।
৪। তব রূপ সদা হেরে, ভাসি তব প্রেম- পাথারে,
ভবভয় যাব ত’রে, তোমার নাম ক’রে।
- রামকৃষ্ণ কবিরাজ ( ১৮৭৬)
হৃদি-নাথ, হৃদে এস, প্রেম-ধনে পূর্ণ কর;
দীনহীনে তোমা বিনে ভালবাসে কেবা আর?
১। স্বর্গ-সুখ ত্যাজ্য করি, পাপ-ভরে এসেছিলে;
প্রাণ দিয়ে ঋণ শুধিয়ে, খুলে দিলে স্বর্গ-দ্বার;
২। কে জানিত কে বুঝিত, কিবা প্রেম বলে কারে;
নিজে ম’রে শিখাইলে ,সত্য প্রেম ক্রশোপর।
৩। স্বার্থশূন্য প্রেমে পূর্ণ, কে আর আছে এ সংসারে,
নিঃস্বার্থতা, পবিত্রতা হৃদয়ে দেহ আমার।
৪। ভবে এসে ভালবেসে, ভালবাসা শিখাইলে;
শিক্ষার তরে তোমার দ্বারে, প্রেমপ্রার্থী অধম নর।
৫। (দেও) হৃদয়পুরে প্রেমের জোরে, যেন জাগাই ভ্রাতৃগণে,
প্রেমের কথা ক্রুশবার্তা, পূর্ণ করি ঘরে ঘর।
৬। প্রেম ভোগে স্বর্গ-সুখ, হয় এই পাপ- সংসারে;
প্রেম ছাড়া জ্যান্তে মরা, প্রেমী কর প্রেমাকর।
- অমৃতলাল সরকার (১৮৯২)
আমি ‘যীশু যীশু’ ব’লে যবে ডাকি তোমায়,
তুমি সাড়া দিও প্রাণে, ওহে দয়াময়।
১। দিও তোমার পাদপদ্ম, হে মম পরমারাধ্য,
(আমার) শুদ্ধ হয় যেন চিত্ত- পদধূলায়।
২। তোমার শ্রীমুখজ্যোতি, দেখিতে দিও শকতি,
(মনের) সন্দেহ ভীতি যেন দূরে পলায়।
৩। বায়ুবিকম্পিত নল, সম এ চিত চঞ্চল,
(প্রভু) দিও প্রাণে বল, তোমার সেবায়।
-প্রিয়নাথ বৈরাগী
তোমারি চরণে আকুল পরাণে
এসেছি সকলে করুণা ভিখারী;
আশীষ প্রদানে পূরাও বাসনা
আমরা তোমারি কুমার- কুমারী।
মলিন মরম দেও গো মুছায়ে
তোমারি পবিত্র শোণিতে ধুইয়ে; হৃদয় বেদনা
দেও গো ভুলায়ে
মাতাও সবারে প্রেমেতে তোমারি। (আজি) হৃদয়ে হৃদয়ে দাও গো ভুলায়ে,
ছুটুক প্রেমের লহরী।
(সবে) আপন ভুলিয়ে প্রেমেতে গলিয়ে
করি গো সাধনা তোমারি।; তোমারি সেবাতে
সঁপিয়ে জীবন;
তোমারি আদেশ করিব পালন; জীবনে মরণে
থাকিব চরণে
দাও গো সবারে শকতি তোমারি। - আলাউদ্দিন খাঁ
27.হৃদে হেরব আর অভয় চরণ পূজব হে,
আজি ভাই ভগ্নী মিলে প্রীতি- পুম্পাঞ্জলি দিব,
তোমার অভয় পদে হে।
১। তোমার দরশনে দীনবন্ধু পাপ- মুক্ত হব,
প্রাণ শীতল হবে হে।
২। তোমার গুণরাশি মনে করি আনন্দে মাতিব,
গুণের সীমা নাহি হে।
৩। তোমার যীশু নাম মধুর নাম সকলে গাইব,
আশা মিটাইব হে।
৪। তোমার পবিত্র- শোণিতে সবে পরিস্কৃত হব,
পাপ - হৃদয় ধুব হে।
৫। তোমার সুমধুর ক্রুশের কথা সবে শুনাইব,
সবে মাতাইব হে।
৬। আমার ধন- মান দেহ- প্রাণ চরণে সঁপিব,
চিরকালের মত হে।
৭। চিরদাস হয়ে চরণ- তলে পড়িয়ে রহিব,
এ জনমের মহ হে।
-কুঞ্জবিহারী দেব (১৮৯৬)