খ্রীষ্টীয় গানের বই - চেতনা ও অনুতাপ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

৩৩০ পাপের কারণ কর ক্রন্দন (তুমি) আর অচেতন থেক না,

(তোমার ) হৃদয় মাঝে পাপ পুষে, গোপন করে রেখো না,
(শেষে ভাল হবে না)
১। এমন এক দিন আসিবে, হৃদয়- কবাট খুলে যাবে,
(তোমার) গুপ্ত বিষয় ব্যক্ত হবে, চাপা কিছু রবে না,
২। পাপীর সে দিন ভয়স্কর , বলবে গিরি গায়ে পড়,
(বলবে) পর্বতগণ চেপে ধর, যাতনা আর সহে না।
৩। বলেন প্রভু দয়া করে, পাপী যে পাপেতে মরে,
(তাতে) প্রীতি নাহি মোর অন্তরে, পাপীর মরণ চাহি না।
৪। এ সুসময় আর হবে না, কাঁদিলেও আর পাবে না,
(তুমি) পেয়ে অনেক চেতনা, তবু পাপ ছাড়িলে ন্
া৫। নীনবীবাসীর মত, এখন হও, খেদান্বিত,
(হও) চট পরে ভস্মে শায়িত, বল আর পাপ করব না।
মধসূদন সরকার

৩৩১ ১। দয়া কর আমার উপর,

ওহে যীশু দয়াবান;
তুমি নরের নিস্তারকর্তা,
তুমি সর্বশক্তিমান;
শুন যীশু,শুন যীশু,
শুন আমার নিবেদন।
২। আমি বড় অপরাধী,
আমার পাপের বড় ভার;
মর্তে কারো শক্তি নাহি,ৎ
আমায় নিস্তার করিবার;
যীশু ছাড়া কারো নাহি
শক্তি নিস্তার করিবার।
৩। শুনিয়াছি মঙ্গলাখ্যান,
শুনিয়াছি তোমার নাম;
তুমি কত দুঃখ পাইয়া
করিয়াছ পরিত্রাণ;
বিশ্বের রক্ষা করণার্থে
করিয়াছ জীবন দান।
৪। এখন মঙ্গল - সংবাদ শুনি,
সর্ব সৃষ্টি ভরসা পায়;
আমি আইসি, অন্যে বলি,
রক্ষা হয় খ্রীষ্টের কৃপায়;
পাপীজন খ্রীষ্টের নামে
নিবেদেিল রক্ষা পায়।
ডাঃ কেরী

৩৩২ কত দিন রবে রঙ্গে?

(মন রে) বাড়িতেছে বেলা, ভেলা এই বেলা
ধর, যদি বাঁচিতে চাহ তরঙ্গে।
১। নিকটে বিকট বেশেতে শমন,
দাঁড়াইয়া আছে হরিতে জীবন,
(মন রে) মানিবে না কারে, কেশে ধরে তোরে,
লয়ে যাবে সে জন আপন সঙ্গে।
২। পিতা মাতা ভ্রাতা দারা প্রিয় সুত,
সখাগণ যত বন্ধু শত শত,
(মন রে ) যাদের আপনার , বর বারে বার,
হেরিবে না কেহ তখন অপাঙ্গে।
৩। অতএব শুন থাকিতে জীবন,
কর অন্বেষণ পতিত পাবন,
(মন রে) পাপ- বিনাশন, অধম- তারণ,
যে জন বাঁচান পাপ আতস্কে।
অমৃতলাল নাথ

৩৩৩ এক বার বল যীশু, বল বল এ পাপীরে,

ক্ষমিলাম পাপ তব, যাও সুখে নিজ ঘরে।
১। কুষ্ঠরোগে এ অন্তর, হয়েছে হে জর জর,
শুনেছি তব রুধির, হৃদি-ক্ষত সুস্থ করে।
২। হরিতে কলুষরাশি, হইয়াছ যীশু মশী,
নিজ প্রতাপ প্রকাশি, নাশ পাপ অন্ধকারে।
৩। ওহে নাথ দয়াময়, দেহ দীনের আশ্রয়,
নহিলে তো প্রাণ যায়, কে আর পাপীরে তারে?
৪। সুপবিত্র কর মন, প্রদান নব জীবন,
ত্রাণধনে ধনবান, কর যীশু কাঙ্গালেরে।
অমৃতলাল নাথ

৩৩৪ কে যাবে কে যাবে সিয়োনে,

ভেসেছে ত্রাণের তরী পাপীদের কারণে।
১। ছাড় ভাই ধ্বংস দেশ, ত¦রা করি চলে এস,
পাপ ও দুঃখ হবে শেষ, চল যাই সিয়োনে।
২। বিনামূল্যে করেন পার, প্রেমী যীশু কর্ণধার,
কেন কাল বিলম্ব কর, যাবে না কি সিয়োনে?
৩। ত্রাণ তরি চলে গেলে, কাঁদিবে বসিয়া কূলে,
ফিরিবে না আর ডাকিলে, চলে যাবে সিয়োনে।
৪। যখন তোমার পিতা, জিজ্ঞাসিবেন তব কথা,
বলিব কি এ বারতা, আসবে না সে সিয়োনে।
অমৃতলাল নাথ

৩৩৫ মন মানলে না (৩) রে

এত ক’রে বুঝই তোরে, তবু শুনলে না (৩) রে।
১। দিন তো ফুরায়ে গেল, রজনী আগত হইল,
কি উত্তর দিবে বল, ভজন হ’ল না (৩) রে।
২। কালসর্পের মালা গলে, পরিয়াছ কুতূহলে,
জ্বলিছে প্রাণ হলাহলে, ভেবে দেখলে না (৩) রে
৩। ভেবেছ কি এই ভাবে, চিরদিন রবে ভবে,
সে স্বপন মিছা হবে, এ দিন রবে না (৩) রে।
৪। যীশুর চরণ ধর, যীশুতে বিশ্বাস কর,
মরণে দেখে তোমার, ভয় হবে না (৩) রে
অমৃতলাল নাথ

৩৩৬ বল ভ্রাতঃ খ্রীষ্টের মত, চল কি এ জীবনে?

(তুমি) মান কি শাস্ত্রের কথা, রাখিয়া সদা মনে?
১। পুরাতন পুরুষের ভাব, প্রকাশে স্বভাবে তব,
পাপেচ্ছা কি আছে সব, এখনও তোমার প্রাণে?
২। কর কি গান - প্রার্থনা, ভক্তিপূর্ণ উপাসনা,
প্রভুর কথা আলোচনা, প্রেমাবেগে নির্জনে?
৩। যাপ খ্রীষ্টীয় জীবন, কর খ্রীষ্ট-পরিধান,
থাক খ্রীষ্টগত প্রাণ, জীবনে কি মরণে।
ইন্দুনাথ সরকার

৩৩৭ ১। আঘাত করেন, উনি কে-

দিব্য পুরুষ বাহিরে?
উনি পথিক, রাজার মত,
কভু এমন দেখি নাই;
তাঁহার জন্য হৃদি ভবন,
খুলে দিবে নাকি, ভাই?
২। ঐ যে দেখ, যতনে
আঘাত করেন সঘনে;
মন কি তব বদ্ধ রবে?
করিবে না পরিস্কার?
দিবে নাকি তাঁকে তব
হৃদয় রাজ্যের অধিকার?
৩। দারুণ ক্ষতযুক্ত হাত
দ্বারে করিছে আঘাত
পাপীর, উনি মুক্তিদাতা,
সর্ব সুখের মূলাধার;
চির শান্তি চাহ যদি,
শীঘ্র খোল হৃদয় দ্বার।

৩৩৮ ব্যথিতেরে -- কর শান্তিদান

এসে পাপী তোমার দ্বারে, চাহে জুড়াইতে তাপিত পরাণ।
১। পাপ পীড়ায় জর্জরিত,
ভগ্নদেহ, ভগ্নচিত,
ভবভয়ে অভিভূত
পাপী, দিশেহারা হতজ্ঞান।
২। নয়নের জল মুছাইতে,
মনের দুঃখ ঘুঁচাইতে,
কে আর আছে এ জগতে,
মিছে বন্ধু- বান্ধব- ধন ও মান।
৩। তুমি বিনে জগত্রাতা
কে বুঝে ব্যথিতের ব্যথা?
তোমার কোলে রেখে মোচন,
করে তোমার রক্ত সেচন,
তোমার দয়ায় পেয়ে জীবন, পাপী গাবে তোমার গুণগান।

৩৩৯ প্রাণের যীশু জগৎ-ত্রাতা আমারে তুমি ত্যজ না

আমার জনম গেল বৃথা কাজে এ জীবনে সুখ হল না।
যত কিছু ভাবি আপনার আত্ম- বন্ধু, পুত্র-কন্যা সকলই অসার,
তারা সদা প্রাণে দুঃখ হানে অসময়ে কেউ চাহে না।
মিছা মায়ায় আবদ্ধ হয়ে, গেল দিন মিছা কাজে মিছা রে ব’সে,
আমার সোনার দেহ অসার হল আসলেতে ফল হল না।
মনে আমার ছিল বাসনা, সযতনে পূজব চরণ করব সাধনা,
আমার সাধের আশা সব নিরাশা সাথের সাথী কেউ হল না।
কতদিনে পাব শ্রীচরণ, কত দিনে হেরিব ঐ প্রফুল্ল বদন,
তোমার চরণ তলে পড়ে রব পূরিবে মনের বাসনা।
রুবেন সরকার

৩৪০ যীশু পরম ধন,

তাঁরে যতœ কর আমার মন। ১। প্রভু ছাড়িলেন স্বর্গস্থান, আইলেন মর্ত ভুবন,
ও মন, তোমারি কারণ,
তিনি নরের জন্যে নরদেহ, ও মন, করিয়াছেন ধারণ।
২। ও মন তোমার পাপের জন্যে, গেৎশিমানী বাগানে,
কত দুঃখ তাঁর প্রাণে,
ও মন তোমর মহাপাপের জন্যে, তিনি ক্রুশে হলেন সমর্পণ।
৩। প্রভু যতেœর নিধি যতেœর ধন, তাঁরে ভক্তি কর আমার মন,
তবে পাইবে জীবন,
তাঁরে অযতন কৈলে রে মন, হবে নরকে তোমার গমন।
৪। যে জন বিশ্বাসে করে সাধন, সে পেয়েছে খ্রীষ্টধন,
সে ধন অমূল্য রতন,
ঐ ধন অনন্তকাল থাকবে রে মন, তাহার ক্ষয় নাহি হবে কখন।
৫। অতি দীনহীনের এই বচন, শুন ওরে ভোলা মন,
ধর খ্রীষ্টের চরণ,
ও মন মহাসুখে সুখী হবে, তুমি স্বর্গে পাবে সিংহাসন।
যাকোব মন্ডল

৩৪১ বাহির দাঁড়ায়ে ও কে আঘাত করিছে দ্বারে,

ভিজিছে মস্কক-- কেশ তীব্র নিশার শিশিরে।
১। হাতে পায়ে ক্ষত চিহ্ন, প্রেমে মুখ পরিপূর্ণ?
সহ¯্ররে অগ্রগণ্য, বাক্যেতে অমৃত ঝরে।
২। পশিবেন হৃদভূপাল, কেন কবাট নাহি খুল
এ কেমন ভদ্রতা বল, নিদ্রা যাও অকাতরে।
৩। মধুর আহবান তাঁর, তুচ্ছ ক’রে কত বার,
বলেছ মুখের উপর, নাহি সময় যাও ফিরে।
৪। উঠ, খুলে দেহ দ্বার , দূর কর নিদ্রাভার,
পূজ যুগল পদ তাঁর, তনু প্রাণ সহকারে।
৫। যদি তিনি ক্রোধ ক’রে দ্বার হতে যান ফিরে,
তখন পড়িবে ফেবে, কাঁদিলে পাবে না তাঁরে।
অমৃতলাল নাথ

৩৪২ ছাড় ভ্রাতঃ বাক্যব্রত, দেখাও সবে কাজ করে,

বল, কাজ কি বাক্য - আড়স্মরে, কথায় কোথা কাজ করে।
১। কথায় কত কাল গেছে, বল তাহে কি হয়েছে,
(হায় হায়) আসলেতে ভুল পড়েছে, দেখাও সবে কাজ করে।
২। মোদের আদর্শ যিনি, শুন সে যীশুর কাহিনী,
(ছিল) যেমন কার্য তেমন বাণী, দেখাও সবে কাজ করে।
৩। মনে স্থির কর হে সবে, বাক্য মত কাজ করিবে,
(তবে) নিশ্চয় শিক্ষা সিদ্ধ হবে, দেখাও সবে কাজ করে।
কৈলাশ চন্দ্র সরকার

৩৪৩ বল রে বিপথগামিন , আছে কি না আছে মনে,

আমার ক্রুশের তলে, যে কথা ছিল দু’জনে?
১। প্রথম প্রণয় ভুলে, সেবিছ দেখি দ্যাবলে,
হয় না কি কোন কালে, মম প্রেম তব মনে?
২। আমার যত বেদনা, ভুলেও কি মনে পড়ে না,
শুধেছি তোমার দেনা, নিজ দেহ বলিদান।
৩। ঊষার শিশির সম, শুকাইল তব প্রেম,
তবু দেখিছ না ভ্রম, মুদি আঁখি এই ক্ষণে।
৪। কোথা সে নিশার গীত, কোথা সে প্রফুল্ল চিত,
এবে বলি কেন এত, ভ্রমিছ দুখিত মনে?
৫। ফির ফির মূর্খ নর, আসিয়া আঘাত কর,
আমার প্রেমের দ্বার, খুলে দিব সযতনে।
অমৃতলাল নাথ

৩৪৪ ডাক রে মন, যীশু বলে একবার,

তিনি বিনা আর, কে করিবে পার,
এই ভীষণ তরঙ্গপূর্ণ ভব জলধি অপার।
১। ভয়ে শুকায়েছে মুখ, থরহরি কাঁপে বুক,
দুুই চক্ষে বহে নীর অনিবার,
তাই বলি মন, শুন রে বচন,
যীশুর শ্রীচরণ, কর শরণ, তিনি ভব কর্ণধার।
২। আর যত মাঝি দেখ, তারা ভন্ড প্রবঞ্চক,
তাদের উপর করো না মন নির্ভর;
পুণ্য- মান ধন, চাহে সর্বজনে,
কেবল প্রভু যীশু বিনামূল্যে ভব পারে করেন পার।
৩। যীশু কাঙ্গালের মাঝি, বিশ্বাসেতে হন রাজি,
তাঁর ক্রুশতরি অতি চমৎকার;
তোমার মতন পাপী লক্ষ জন,
নিরভয়ে ভবার্ণবে হবে গেছে রে উদ্ধার।
অমৃতলাল সরকার।

৩৪৫ আয় পাপী, আয় সবে, যীশু ডাকছেন সুস্বরে;

(যত) পরিশ্রান্ত ভারাক্রান্ত, বিশ্রাম পাবে অন্তরে।
১। বল, পাপী, পাপ করে, কিবা লাভ হয় সংসারে?
পাপের সুখ কদিন থাকে? অশেষ দুঃখ পায় পরে;
পুড়তে হবে মনস্তাপে নরকে চিরতরে।
২। বল, পাপী, কাহার দায়, ক্রুশে ঝোলে যীশুর কায়?
শত্রু তরে জীবন যায়, দারুণ ব্যথা বলি তায়!
হেন বন্ধুর কাছে আসি, পরিত্রাণ লও সত্বরে।
৩। তাপিত হৃদে কাঁদিয়া, দাও যীশুর পা ধোয়াইয়া
প্রীতি চুলে মুছাইয়া, প্রেম চুম্বন দাও সকলে;
সুবাসিত ভক্তি তেলে, পূজ শ্রীপদ অন্তরে।
৪। পাপী, ফির সুপথে, মরবে কেন পাপেতে?
পাপের ক্ষমা যীশুতে লও, পাবে শান্তি অন্তরে।
শলোমন শান্তিনাথ বিশ্বাস

৩৪৬ প্রভুতে ভ্রাতাভগ্নীগণ, (সদা) জেগে থাক প্রার্থনাতে।

১। শয়তান সিংহের মত, গর্জিছে অবিরত;
জেগে থাক সতত, নাহি পড় পরীক্ষাতে।
২। শাস্ত্রপাঠ আলোচনা, ধর্মগীত ও প্রার্থনা,
করিতে নাম ঘোষণা, ভুলিও না কোন মতে।
৩। শদ্রক অগ্নি ভিতরে, যোনা মৎস্যের উদরে,
নিত্য প্রার্থনা ক’রে, সান্ত¦না পেল মনেতে।
৪। দায়ূদ সৈন্য মাঝারে, প্রেরিত পৌল কারাগারে,
জেগে প্রার্থনা করে, দানিয়েলও সিংহের খাতে
মধুসূদন সরকার

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews