জগত-তারণ, করণ- কারণ, আইলে এ মর্ত ভুবন।
১। অদ্ভুত মহিমা জগতে প্রকাশিলে;
(তাহা) কে পারে করিতে বর্ণন?
সহ¯্র রসনা করিলেও ঘোষনা,
(তাহা) শেষ না হবে কখন।
২। ভকত-প্রাণ, ভকত-জ্ঞান,
(তুমি) ভক্ততের অমূল্য ধন,
পতিত-পাবন, ভকত-ভূষণ,
(তুমি) ধন্য ঈশ্বর-নন্দ।
গগনচন্দ্র দত্ত (১৮৫৬)
57. আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন,
খ্রীষ্ট যীশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন।
১। চেয়ে দেখ বৈৎলেহমে, গোয়াল ঘরে, মেরীর কোলে,
যাবপাত্রে আছেন শুয়ে, পাপীদের মুক্তির কারণ।
২। স্বর্গদুত নেচে নেচে, সংবাদ দিল রাখালগণে,
তারা দেখে পন্ডিতগণে, আসে করিতে দর্শন।
৩। পাপের সকল দ- নিতে, এলেন যীশু অবনীতে,
যীশুর রক্তে ধৌত হয়ে, কর তাঁহার নাম কীর্তন।
৪। ধন্য যীশু বল সবে, মহোল্লাসে উচ্চরবে,
হাল্লেলূয়া স্তবে পূর্ণ কর ত্রিভুবন।
- সুনীল কুমার সরকার
58. দেখ্ এসে, কি ফুল ফুটেছে।
১। ওরে রাখালরা দেখ্ এসে তোরা,
ত্রাণ-পদ্ম ফুলের তোড়া পাপ-জলে ফুটেছে।
২। স্বর্গবাহিনী করে জয়ধ্বনি,
ঐ শুন প্রতিধ্বনি হৃদয় তারে বাজিছে।
৩। ধন্য মরিয়ম, ধন্য বৈৎলেহম,
সফল তাদের জীবন হাতে চাঁদ পেয়েছে
- বিজয়নাথ সরকার
ধূয়া-উনি যীশু মুক্তিদাতা, উনি যীশু আমার ত্রাতা;
চল সবে শীঘ্র যাই, পূজা করি তাঁহার পায়।
২। ছুতার ঘরে ছেলে কে,ব্যস্ত পিতার কার্যেতে?
৩। গিরি’পরে বসে কে,শিক্ষা দিচ্ছেন সকলকে?
৪। নায়িনদ্বরে উনি কে,বাঁচাইছেন মরাকে?
৫। বুলরূপে উনি কে, ঝুলেন ক্রুশের উপরে
৬। হাতে-পায়ে বিদ্ধ কে, উঠেন কবর হইতে?
৭। পিতার পার্শ্বে উনি কে, বসে আছেন গৌরবে?
৮। আবার আসবেন উনি কে, বিচার করতে সকলকে?
-জে.এ.ডি. ম্যাক্ডোনাল্ড
63.নব জীবনের জয় গান শোনো
ওগো অভিযাত্রীর দল,
আকাশে-বাতাসে বহে মুকতির বাণী
আনন্দে মাতে ধরাতল।
১। দায়ূদ নগর হ’ল উৎসবময়,
বীণার ঝঙ্কার ওঠে সারা নভোময়;
সংশয় পরাজয় আর নাহি রয়,
মন-প্রাণ পুলকে উতল।
২। কাহারে হেরিব সেই পান্থশালায়,
উপহার কিবা দিব শান্তিদাতায়;
তাঁর প্রেম দরশন অন্তর চায়
নমি তাঁর চরণকমল।
-অনিল সরকার
64. তোরা যাবি চল
দায়ূদ নগর প্রেমে টলমল,
দায়ূদ নগর টলমল(টলমল ধরাতল) ২
দায়ূদ নগর...
১। প্রভু যীশু স্বর্গ ছেড়ে আসিলেন এই ধরাতে
আমার মত অধম যত পাপী-তাপী তরাতে,
লভিলে তাঁর চরণ ধূলা (পুণ্য হবে ধরাতল) ২
দায়ূদ নগর...
২। মেষপাল নিয়ে রাখালগণ ছিল মাঠে চৌকিতে-
হেনকালে হয় আকাশে দূতের উদয় মাঠেতে,
ভয় কোর না রাখালগণ (পূর্ণ হবে মনস্কাম) ২
দায়ূদ নগর...
-বিশ্বনাথ গাইন
65 . যীশুর প্রেমের বাজারে
এক মন যার সে যাইতে পারে।
(ভাই রে) চার দশেতে চল্লিশ সেরে মন
রতি-মাশা কম হলে ভাই
মিলবে না ওজন, ভোলা মন...
দাড়ি ধরে করবে ওজন
কেউ ঠকাতে পারবে না।
২। (ভাই রে) কাঠুরিয়া মাণিক চেনে না।
চিনির বস্তা বলদে টানে তাই আস্বাদ জানে, ভোলা মন...
সোনার বদল সোনা নেবে
রাঙ্গা তামা নেবে না।।
66. ও ভাই ভজরে,-যীশুর মত বন্ধু নাই ুভবে(২)
১। যীশু, যীশু বলরে ভাই,যীশু ছাড়া মুক্তি নাই,
প্রাণ সুঁপিলেন, পাপীর তরে—
তাঁর তো প্রেমের সীমা নাই।
২। যীশু বড় দয়াবান, হইলেন তিনি বলিদান,
যীশুর কাছে এস ভাই রে,
পাবে পারিত্রাণ।
৩। এদিক ওদিক খোঁজ কেন ভাই, মুক্তি আছে যীশুর ঠাঁই,
ক্রুশের দিকে তাকিয়ে দেখ,
জীবন আছে ভাই।