খ্রীষ্টীয় গানের বই - বিবাহ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

১৭৯ ওহে কৃপাবান, হযে বিদ্যমান

নব দম্পতিরে কর আশীদান;
তব দয়াগুণে, মিলেছে দু’জনে,
যেন শুভকর হয় এই মিলন।
১। আপদ-বিপদ, পরীক্ষা হইতে,
রক্ষা নাথ, এদের ধরি নিজ হাতে,
করহ কল্যাণ, সদা শান্তি দান,
তুমি প্রভু যীশু শান্তির কারণ।
২। যত দিন এরা, থাকে এই ভবে,
কাটায় যেন কাল( তব) দাসদাসী ভাবে;
প্রেম ভক্তিসহ, পূজে অহরহ,
হয় যেন তব বিশ্বাসভাজন।
-যাকোব কান্তিনাথ বিশ্বাস

১৮০ দোঁহে সুখে থেক, তোমরা ভবে আজীবন,

বিশুদ্ধ প্রণয়-নীরে হইয়া মগন!
১। নিত্য নবীন সোহাগে, প্রেম ভক্তি অনুরোগে,
বিপদে, সম্পদে, রোগে স্বাস্থ্যে সর্বক্ষণ।
২। উভয়েরই শান্তি-জলে, নির্মিয়া প্রেম-কমলে,
নমি যীশু পদতলে, করিও অর্চন।
৩। যীশু নামে গেঁথে হার, দোঁহে গলে দেও দোঁহার,
স্মরি পিতা পরমেশ -শরণ্য চরণ।
৪। মিলিয়াছে মনে-প্রাণে, যথা সোহাগা কাঞ্চনে,
ওহে পিতঃ আশীর্বাদ, করহ এখন।
-লক্ষèীনারায়ণ দাস

১৮১ মিলনোৎসবে তোমারে ডাকি গো চির মঙ্গলময়,

এ শুভ মিলন কর প্রভু-সার্থক, মধুময়।
প্রণয় মাল্য তুমি গেঁথে দাও
সৌরভে দু’টি জীবন ভরাও
স্বরগের বীণা ঝঙ্কৃত করো ওগো আনন্দময়।
তোমায় আশিসে ডুবায়ে রাখিয়ো জীবনের সারা পথ,
সুখ-সুঃখ ল’লে যেন গো উভয়ে স্মরণে রাখে শপথ
অজানা পথের দু’জন যাত্রী
তুমি সাথে থাক দিবস রাত্রি
প্রেমের বাঁধনে বেঁধে রাখ প্রভু নবীন দুটি হৃদয়।
-হেমেন্দ্র মল্লিক

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews