খ্রীষ্টীয় গানের বই - খ্রীষ্টীয় মন্ডলী



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

১৬০ ওহে ক্ষুদ্র মেষ পাল, ভেবে ব্যাকুল হইও না,

তোমারে রাজ্যটি দিতে , পিতার আছে বাসনা।
১। যেই সব দুঃখ তোমার , তাতে পিতার প্রেম ব্যবহার,
করিতে তোমায় পরিষ্কার , ঘটেছে এসব ঘটনা।
২। জেনো আমি কোণের পাথর , তুমি গাঁথা তাহার উপর
বহুক বন্যা মহা ঝড় তবু তুমি নড়িবে না।
৩। দুষ্টদের যে মন্ত্রণা , পিতার সব আছে জানা
ঘুটক নাকো যে ঘটনা , মঙ্গল বই কিছুই হবে না।
৪। মাতাও ভুলিতে পারে, দুগ্ধপায়ী স্বশিশুরে,
নাম লেখা পিতার করে, তিনি কখনো ভুলেন না।
-মধুসূদন সরকার(১৮৯৬)

১৬১ এখন জয় যীশু জয় যীশু বল সবে বদনে,

যীশু থাকতে মোরা সবে ভাবিব কেনে।
১। মোদের যত পাপ ভার , লয়ে নিজ শিরোপর
মলেন যীশু ক্রুশোপরে ,মোদের কারণে।
২। আমাদের যত দেনা , ছিল ঈশ্বরের পাওনা,
শুধিলেন সে সব দেনা , স্বীয় মরণে।
৩। পাপ তাপ দুরে গেল, স্বর্গ সুখ হৃদে এল,
ভয়ে মৃত্যু পলাইল, হেরি জীবনে।
৪। চল হে খ্রীষ্টীয় ভাই , চল মোরা ত্বরা যাই,
বলি এ শুভ বারতা ,জগত সন্তানে।
রামচরণ ঘোষ

১৬২ তোমার মন্ডলী ,নাথ কর সুবিস্তার

দেশে দেশে তব কীর্তি করাও প্রচার।
১। তুমি মন্ডলীর পতি , সভা তব ভার্যা সতী;
কৃপাদৃষ্টি তার প্রতি , কর নাথ দয়াধার ।
২। নিজ রক্ত করি ব্যয় ,করিয়াছ যারে ক্রুয়,
যেন লোকে অবিরত ,পূজে চরণ তোমার ।
৪। তুমি নাথ সখা যার ,ভাবনা কি আছে তার,
অবাধে সে হয় পার ভব দুঃখ পারাবার।
--যাকোব বিশ্বাস

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews