খ্রীষ্টীয় গানের বই - দান সংগ্রহ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

২৩৩ কি উপহার দিব প্রভু তব চরণ-কমলে,

কি দিলে মন তৃপ্ত হবে, (বল)তব প্রেম বদলে।
১।তুমি ত আমার তরে, আসিয়াছ স্বর্গ ছেড়ে,
বাঁচাতে দীন পাপরে, (তুমি) দীন দরিদ্র হ’লে।
২। এমন কিছু নাহি মম, হয় তব প্রেম সম,
তোমার দয়া অসীম, (নাথ) তাই ভবে আসিলে।
৩। স্বর্ণ-রৌপ্য ধন যত, সকলি তব প্রদও,
এতে যদি হও প্রীত, (আমি) দিই পদযুগলে।
৪। প্রেম ভক্তি কৃতজ্ঞতা, হৃদয়ের প্রফল্লতা,
গ্রহণ কর ওহে ত্রাতা, (এখন) দিচ্ছি প্রাণ ঢেলে।
-প্রাণনাথ সিকদার (১৮৯৬)

২৩৫ ১।শুন! পয়সা পড়ে, পয়সা করে গান—

‘আমার যীশুর তরে, সবই তিনি পান’।
ধূয়া-পড়ে, পড়ে ঝন্ ঝন্ করে, শুন পয়সার গান,
‘আমার যীশুর তরে সবই তিনি পান’
২।ছোট হাতে পড়ে, নিত্য করে গান,
প্রভু যীশুর তরে, ছেলে-মেয়ের দান।
৩।আমার শিশু এখন, নহি ধনবান,
বড় হব যখন, করব প্রচুর দান।
৪।যদিও নাই অর্থ, প্রেম আছে দিবার;
নিবেন হেসে, নাথ,মোদের উপহার।

২৩৬ ১।দান করে জলধর, হৃদি-দ¦ার খুলিয়া,

দান করে জলধর, উপচিয়া পড়িয়া,
শুষ্ক ভূমি তায়, তৃণ ভূষিত হয়,
তৃষিত প্রাণ করে পান!
ভাল-মন্দ হোক, যত রকম লোক
বিনামূল্যে পায় সে দান।
ধূয়া-হৃষ্টচিওে কর দান, অর্পি নিজ মন-প্রাণ;
এমন দাতা ঈশ্বর চান-প্রেমের ধর্ম দান।
২। দান করে দিবাকর, কিরণ ছড়ায়ে,
দান করে দিবাকর, নিরানন্দ ঘুঁচায়ে,
স্বর্গ মুকুট দেয়, গিরিকুট মাথায়;
জাগায় বন পক্ষিগণ;
নদীর জল নাচায়, ফুল ফল রাঙ্গায়
খুলে মানবের নয়ম।
৩। দান করেন পরাৎপর, সৃষ্টির সার প্রেম পিতার;
দান করেন পরাৎপর, নিজ তনয়, প্রেম অপার।
মোদের প্রাণ ও ত্রাণ, সবই প্রেমের দান;
লক্ষ্য এই প্রত্যেকেই
যেন প্রেম-জীবন করিয়ে যাপন,
পিতার যোগ্য সন্তান হই।
ডবলিউ কেরী।

২৩৭ ১।প্রভু, আমার এ জীবন তোমায় করি সমর্পণ,

দিন ও দন্ড সর্বক্ষণ, করুক তব সঙ্কীর্তন।
২। আমার হস্ত-পদদ্বয়, গ্রহণ কর দয়াময়,
তব প্রিয় কার্যে তা, রত থাকুক সর্বদা।
৩। লহ মম কণ্ঠস্বর, গাহি স্ততি নিরন্তর,
লহ ওষ্ঠ রসনা, করি মুক্তি ঘোষণা।
৪। স্বর্ণ রৌপ্য নিঃশেষে, সঁপি তোমার উদ্দেশ্যে,
বল-বুদ্ধি যা আমার , কর তুমি ব্যবহার।
৫। লও আমার ইচ্ছা যে, মিশুক তব ইচ্ছাতে,
হৃদয় মাঝে সর্বক্ষণ, কর তোমার সিংহাসন।
৬। প্রীতি ভক্তি সমুদয়, অর্পণ করি তব পায়,
মম দেহ আত্মা প্রাণ, গ্রহণ কর দয়াবান।
অনুবাদ- নৃপালচন্দ্র বিশ্বাস

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews