খ্রীষ্টীয় গানের বই - ঈশ্বর - তত্ত্ব



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



ঈশ - তত্ত্ব (39-45)

গানের শিরোনাম
MP3 Dwonload

39.জয় জ্যোতির্ময় জগদাশ্রয় জীবগণ- জীবন,

তুমি পরমেশ্বর, (প্রভু হে) পূর্ণ ব্রহ্ম, আদি-অন্ত কারণ;
মহিমার ইন্দ্র, দয়ার চন্দ্র, ¯েœহে পরাজিত ভূবন,
(কোথা আছ হে কাঙ্গালের সখা)
আমি অধম পাতকী, করজোড়ে ডাকি, দেও মোরে তব চরণ;
প্রেমের পাথার, পূণ্যের আধার, ক্লেশ- কলুষনাশন,
( একবার দেখা দেও হৃদয়-মাঝে)
তুমি দীনশরণ, ভকত - জীবন, লজ্জা- ভয় নিবারণন।
- প্রতাপচন্দ্র মজুমদার

40. ওহে পবিত্র আত্মন, কর তুমি জীবন দান,

আহা পাপাবশে জগজ্জনে হইয়াছে অচেতন।
১। তুমি জগত জীবন, কর প্রভু জীবন দান,
হয়ে সচেতন পাপিগণ যেন পায় পরিত্রাণ।
২। পাপ- বন্ধন মুক্ত করে বাঁচাও সকল নরে,
তব দয়াগুণে তাপিত জনে কর শান্তি বিতরণ।
৩। খ্রীষ্টভক্ত আছে যত, কর সবায় উত্তেজিত,
যেন তব বলে হৃদয় খুলে করে ঈশ্বর পূজন।
৪। যীশুর অমৃত বাণী শুনিয়াছে যত প্রাণী,
তাদের হৃদয় খুলে দেও হে প্রভু যেন পায় পরিত্রাণ।
গগনচন্দ্র দত্ত

41. সেই প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার,

প্রেমের অধম পাপী হয় উদ্ধার।
১। প্রেমে বানিয়ে তরী, দুনিয়া মাঝে দিলেন পাঠায়ে,
পাপীর পাপের লাগিয়ে,
মানুষ চাপলে তাতে, অনাসেতে, স্বর্গেতে পায় পায় অধিকার।
২। সত্য প্রেমের কথা, নয় ত বৃথা, তায় খলতা নাই,
প্রেমে সরলতা চাই,
যীশুর নির্মল প্রেমে, ক্রমে ক্রমে, মনের ময়লা রয় না আর।
৩। সেই সাধুর প্রেমে, মধুর আলাপ, ভাব বোঝা তার ভার,
ব’সে ভাবছি অনিবার,
ভাবে মগ্ন হ’লে পাষাণ গলে, ঝাঁপ দিলে যায় অন্ধকার।
- মধুসূদন সরকার ( ১৮৮৬)

42. অপার মহিমা তব, নাহিক হে তুলনা,

অতুল তোমার প্রেম, কে করে হে বর্ণনা।
১। তুমি নিজ পুত্র দিলে, তারিতে পাতকিদলে,
দিয়াছ সকলি প্রভু, করিয়া ত করুণা।
২। শোক-দুঃখে অভিভূত, ছিলাম যখন পিতঃ
তোমারই প্রেম-বাহুতে, করেছ হে সান্তনা।
৩। তোমার শ্রীমুখ-জ্যোতি, দেখিয়াছি দিবারাতি,
রক্ষিয়াছ নাথ তুমি, হ’তে বিপদ যন্ত্রণা।
৪। যাগ-যজ্ঞে নহ প্রীত, তব যজ্ঞ চূর্ণ চিত,
লহ আজি তাহা পিতঃ পূর্ণ কর কামনা।
তিনকড়ি চট্রোপাধ্যায় ( ১৮৯৪)

43. গানের তরি পূর্ণ ক’রে আকাশে আজ দেও ভাসায়ে।

পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্ত, নয়নের জলে মিশায়ে।
১। কত দয়া কত আশীর্বাদ,
ক’রে তিনি পূর্ণ ক’রলেন মনের কত সাধ
একবার আনন্দে কর ধন্যবাদ- উঠুক সঙ্গীত আকাশ ছেয়ে।।
২। গানের তরী ভাসুক পবনে,
ভেসে যাক সেই অমরপুরে পিতার ভবনে, --
যথায় দয়াল যীশু পাপীর জন্যে নিবেদন করেন বসিয়ে।।
৩। অমরপুরে কত সাধুজন,
আনন্দে প্রদক্ষিণ করে পিতার সিংহাসন,
পিতার নাম সংতীর্তন করে দূতগণ, বীণার সুরে সুর মিশায়ে।।
৪। সেই সুরে আজ কর গান তাঁর নাম,
দেহ-মন লুটায়ে তাঁর পায়ে করহে প্রণাম,
আসুক স্বর্গের সুখ আনন্দ বিশ্রাম, আমার এই আঁধার হৃদয়ে।।
প্রিয়নাথ বৈরাগী

44. কেন রে ভাবনা, কিসের ভাবনা,

পিতা র্সবাধিপ, তাহা কি জান না?
ভ্রাতা তাঁর দক্ষিণে, তোমার কারণে,
করিছেন মিনতি, নাহি রে ভাবনা।
১। তিনি যে সষ্কটে, অতিশয় নিকটে, আসি করেন দূর,
সকল যন্ত্রণা
বিশেষ প্রত্যুষে, দুঃখ-রাত্রি শেষে, আসি নিজ দাসে,
করেন সান্ত¦না।
২। পৃথিবী স্বর্গের,শকতি অপার,
হয়েছে অর্পিত, যাঁহার উপর,
সৃজন – কারণ, ঈশ্বর - নন্দন,
সঙ্গে সেই যীশু, নাহি রে ভাবনা।
মথুরানাথ বসু

45. ১। হে পিতঃ করি

তব প্রশংসা গান
নিজ পুত্রে ভবে
করিলে সম্প্রদান।
ধুয়াঃ হাল্লেলুয়া তোমার গৌরব,
হাল্লেলুয়া আমেন।
হাল্লেলুয়া তোমার গৌরব;
উজ্জীবিত হোক মন।
২। গাই তব সঙ্গীত
পূণ্য আত্মার কারণ,
ত্রাণকর্তায় যিনি
করিলেন প্রদর্শন।
৩। সব গৌরব স্তুতি
হত মেষ শাবকের;
লন যিনি শিরে
সব পাপ তাপ মানবের
৪। উজ্জীবিত হোক মন,
হৃদয় প্রেম পূর্ণ হোক;
প্রেম হুতাশনে
সবে উদ্দীপ্ত হোক।
৫। উজ্জীবিত্ হোক মনে
জাগাও, মৃতজনে;
খ্রীষ্ট চরণতলে
সবে আইসুক এক্ষণে।
অনুবাদক ঃ যাকোব বিশ্বাস

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews