পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্ত, নয়নের জলে মিশায়ে।
১। কত দয়া কত আশীর্বাদ,
ক’রে তিনি পূর্ণ ক’রলেন মনের কত সাধ
একবার আনন্দে কর ধন্যবাদ- উঠুক সঙ্গীত আকাশ ছেয়ে।।
২। গানের তরী ভাসুক পবনে,
ভেসে যাক সেই অমরপুরে পিতার ভবনে, --
যথায় দয়াল যীশু পাপীর জন্যে নিবেদন করেন বসিয়ে।।
৩। অমরপুরে কত সাধুজন,
আনন্দে প্রদক্ষিণ করে পিতার সিংহাসন,
পিতার নাম সংতীর্তন করে দূতগণ, বীণার সুরে সুর মিশায়ে।।
৪। সেই সুরে আজ কর গান তাঁর নাম,
দেহ-মন লুটায়ে তাঁর পায়ে করহে প্রণাম,
আসুক স্বর্গের সুখ আনন্দ বিশ্রাম, আমার এই আঁধার হৃদয়ে।।
প্রিয়নাথ বৈরাগী
44. কেন রে ভাবনা, কিসের ভাবনা,
পিতা র্সবাধিপ, তাহা কি জান না?
ভ্রাতা তাঁর দক্ষিণে, তোমার কারণে,
করিছেন মিনতি, নাহি রে ভাবনা।
১। তিনি যে সষ্কটে, অতিশয় নিকটে, আসি করেন দূর,
সকল যন্ত্রণা
বিশেষ প্রত্যুষে, দুঃখ-রাত্রি শেষে, আসি নিজ দাসে,
করেন সান্ত¦না।
২। পৃথিবী স্বর্গের,শকতি অপার,
হয়েছে অর্পিত, যাঁহার উপর,
সৃজন – কারণ, ঈশ্বর - নন্দন,
সঙ্গে সেই যীশু, নাহি রে ভাবনা।
মথুরানাথ বসু
45. ১। হে পিতঃ করি
তব প্রশংসা গান
নিজ পুত্রে ভবে
করিলে সম্প্রদান।
ধুয়াঃ হাল্লেলুয়া তোমার গৌরব,
হাল্লেলুয়া আমেন।
হাল্লেলুয়া তোমার গৌরব;
উজ্জীবিত হোক মন।
২। গাই তব সঙ্গীত
পূণ্য আত্মার কারণ,
ত্রাণকর্তায় যিনি
করিলেন প্রদর্শন।
৩। সব গৌরব স্তুতি
হত মেষ শাবকের;
লন যিনি শিরে
সব পাপ তাপ মানবের
৪। উজ্জীবিত হোক মন,
হৃদয় প্রেম পূর্ণ হোক;
প্রেম হুতাশনে
সবে উদ্দীপ্ত হোক।
৫। উজ্জীবিত্ হোক মনে
জাগাও, মৃতজনে;
খ্রীষ্ট চরণতলে
সবে আইসুক এক্ষণে।
অনুবাদক ঃ যাকোব বিশ্বাস