খ্রীষ্টীয় গানের বই - যীশু খ্রীষ্টের বিজয় যাত্রা, দুঃখভোগ ও মৃত্যু
যীশু খ্রীষ্টের বিজয় যাত্রা, দুঃখভোগ ও মৃত্যু
নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন
গানের শিরোনাম
MP3 Dwonload
76. হোশান্না!হোশান্না!এ এলেন শান্তিরাজ।
ধন্য!তিনি ধন্য! পথ খুল যীশুর জন্য;নিজ রাজ্য লইবেন আজ।
১। যিরূশালের দিকে যায়, গাধায় চড়িয়ে কে?
লোক কত আগে পিছে যায়- কি বলে পথিকে?
কি বলে পথিকে?
২। অপূর্ব সাজে সাজিয়ে শ্রীযীশুর সৈনিক যায়,
নিজ বস্ত্র পথে পাতিয়ে -খেজুর পাতা উড়ায়
খেজুর পাতা উড়ায়।
৩। হে সিয়োন কন্যে! পূরিবে আজ শাস্ত্রের এই বচন-
ঐ দীন বেশে হ’বে তোমার রাজার আগমন,
তোমার রাজার আগমন।
৪। নগরে শোভে সন্ধালোক ও চূড়া স্বর্ণময়;
রব শুনি ছাদে উঠে লোক - অপেক্ষা করি রয়,
অপেক্ষা করি রয়।
৫। ত্রাণেশের কিন্তু মন নিরাশ, গ্রহিবে কি আমায়?
কি সত্যের পক্ষে এই উল্লাস - না জগত রাজ্য চায়,
না জগত রাজ্য চায়?
৬। অমায়িক শিশুগণের ভাব নাথ হেরি মন্দিরে,
স্তব - গানে করেন প্রীতি লাভ - তাই মনে রাখ রে
তাই মনে রাখ রে।
-উইলিয়াম কেরী।
77 .১। গেৎশিমানী বনে, নিকুঞ্জ- কাননে, প্রভু কি কারণে
ক্রুশ-ভারে অবনত পথ বহি যাইছে।
১। তিরস্কার অপমান সবে তাঁর করিছে,
সদ্দূকী ফরীশীগণে ব্যঙ্গ করি হাসিছে।
২। যিনি এক নিমিষেতে পারেন সৃষ্টি নাশিতে,
পিতার ইচ্ছা পালিতে, ন¤্রভাবে সহিছে।
-লক্ষীনারায়ণ দাস(১৮৯৬)
করে ক্রুশ ধ্যান।
২। আমি ক্ষুদ্রানুক্ষদ্র, জ্ঞানে হয়েছি আর্দ্র,
আমার ক্ষুদ্র মনে থাকে যেন,
দয়াল যীশুর নাম।
৩। একি শুভ সমাচার, প্রাণের যীশুই আমার ,
প্রিয় যীশুর বরে, পিতার করে
আঁকা আমার নাম।
৪। আমি পাপী নগণ্য, যীশুর হয়েছি গণ্য,
তাই যীশু ধন্য, যীশুর হয়েছি গণ্য,
তাই যীশু ধন্য, যীশু ধন্য
গায় মম প্রাণ।
-বিন্দুনাথ সরকার
85. উদয় হও এই হৃদয় মাঝে , একবার ঐ রুপ দেখি নয়ন ভরে হে।
১। এস ত্রাতার মূর্তি ধরে, তুমি বিদ্ধ আছ ক্রুশোপরে হে,
তোমার মস্তকে কন্টকে রক্তধারা ঝরে রে।
২। শ্রীমুখ তোমার রক্ত মাখা, মুখে প্রহার চিহ্ন আছে আকা হে,
মুকে বিনতি - অগতি পাপীগনের তরে হে।
৩। দুই হাত তুমি বিস্তার করে, বুঝি ডাকিতেছ পাপী নরে হে;
দুই হাত দাঁড়ায়ে আছ ক্রুশোপরে হে।
৪। কোন পাষন্ড দয়াশূন্য,তোমার বক্ষ করেছে বিদীর্ণ হে,
ঝরে রক্তজল অবিরল দর দর ধারে হে।
৫। প্রেকে বিদ্ধ ঐ শ্রীচরণ আমি হৃদ-মন্দিরে করব ধারণ হে,
রব চিরকাল হে দয়াল, ঐ চরণে পড়ে হে!
৬। যতদিন আছে এই জীবন, যেন সদা ঐরুপ করি দর্শন হে,
এসে হও উদয় দয়াময়, হৃদয় মন্দিরে হে।
-প্রিয়নাথ বৈরাগী
আমার ত্রাণ নাথ আজ ক্রুশেতে।
২। পাথ লোক যাচ্ছে সারি সারি হে--
তারা দেখিয়া কেউ দেখে না ।
৩। নিষ্ঠুর সেনাগণে বর্শা হানে হে--
তার কারুর বারণ শুনে না।
৪। প্রভুর পিপামা হয়েছে ভারী হে--
একটু জল চেয়ে তা পেলেন না।
৫। খেদে পর্বতগণ বিদীর্ণ হইল হে--
হেরে ত্রাণনাথের যাতনা।
৬। যীশু তোমার জন্য এত সইলেন হে--
তোমার কঠিন মন কি গলে না?
বিন্দুনাথ সরকার ও কৈলাসচন্দ্র সরকার(১৮৮৯)
যীশু দিলেন প্রাণ।
১। আমার তরে দয়া ক’রে
যীশু ক্রুশে যান,
দুঃখ সইলেন কষ্টে মরলেন,
কত অপমান।
হায় রে আমার জন্য.....
২। প্রেমের বলে এত করলেন,
প্রভু ! দিব কি?
প্রেম ও ভক্তি যত শক্তি
তোমার পায়ে দিই।
হায়রে আমার জন্যে.....
- মিসেস ডবলিউ, জি , ক্রপ্টস্
91.১। যে ক্রুশে গৌরব অধীশ্বর
বিসর্জন করেন কলেবর,
সেই ক্রুশটি যখন করি ধ্যান,
বিস্ময়ে মুগ্ধ হয় এ প্রাণ।
২। মোর পার্থিব লভ্য মহীয়ান
সকল লোষ্ট্রবৎ করি জ্ঞান
সব গর্বের উপর অনুক্ষণ
অবজ্ঞা করি বরিষণ।
৩। হে প্রভু, প্রসাদ কর দান,
খ্রীষ্ট রক্তে শ্লাঘা করুক প্রাণ;
সেই রক্ত বিনা কিছু আর
না শ্লাঘার বিষয় হোক আমার।
৪। ঐ দেখা তাঁহার শির ও হাত,
তাঁর পায়ে কর দৃষ্টিপাত
তা হইতে প্রেম ও দুঃখচয়
মিশ্রিত হইয়া পতিত হয়।
৫। এই প্রেম ও দুঃখের বিমিশ্রণ
হইয়াছে কি আর কদাচন?
এই রূপ অমূল্য কন্টকময়
কিরীট কি কভু, সজ্জিত হয়?
৬। এবিশ্বমন্ডল সমুদয়
যদ্যপি আমার লব্ধ হয়,
তা আমার পক্ষে ক্ষুদ্রতম
উপহার বলি হয় গণন।
মূলঃ আইজ্যাক্ ওয়ট্স
অনুবাদঃ মদন মোহন বিশ্বাস
92.কি অপরূপ রূপ নাথ, ধরেছ আজ ক্রুশোপরে,
এ হেন মোহন মূর্তি দেখেছে কে চরাচরে!
১।ঝরিছে ভালে রুধির,কন্টকে শোভিছে শির,
ভাতিছে সুন্দর কর লোহিত কমলাকারে।
২। জিনি তরুন তপন ও চারু মুখ-বরণ,
হেরে যুগল চরণ রক্ত জবা লাজে মরে।
৩। বহিছে রুধির-স্রোত বক্ষ হ’তে অবিরত,
কৌপীনে বপু ভূষিত, করেছ মন হরিতবারে।
৪। হেরে ও মুখ-সরোজ, দিননাথ পেয়ে লাজ,
লুকায়েছে ঘন মাঝ, শিহরিছে ধরিত্রীরে।
৫। ফেরে না নয়ন মম, হেরে রূপ অনুপম,
হেন স্বার্থহীন প্রেম, কে আর হৃদয়ে ধরে।
-অমৃতলাল নাথ (১৮৮০)