খ্রীষ্টীয় গানের বই - যীশুর পার্থিক জীবন ও শিক্ষা



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



যীশুর পার্থিক জীবন ও শিক্ষা(67-75)

গানের শিরোনাম
MP3 Dwonload

67. পর্বতে বসিয়া যীশু শিক্ষা দেন -২

শিষ্যগণকে শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন,
শিক্ষা দেন, শিক্ষা দেন, যীশু শিক্ষা দেন,
শিষ্যগণকে শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
১।‘ দীনাত্মা লোকের ধন্য’ শিক্ষা দেন -২
স্বর্গ তাদের’ শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
২।‘ শোকার্ত লোকেরা ধন্য,’শিক্ষা দেন-২
‘শান্তি তাদের,’শিক্ষা দেন,সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৩।‘ মৃদুশীল লোকেরা ধন্য’ শিক্ষা দেন-২
‘দেশটি তাদের ,’শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৪। ‘ধর্ম-ক্ষুধিতেরা ধন্য,’শিক্ষা দেন-২
‘তৃপ্তি তাদের,’শিক্ষা দেন,সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৫। ‘দয়ালু লোকেরা ধন্য,’শিক্ষা দেন-২
‘দয়া পাইবে,’শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৬। ‘নির্মল চিত্তেরা’ধন্য, শিক্ষা দেন -২
‘দর্শন পাইবে’ শিক্ষা দেন,সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৭। ‘মিলনকারীরা ধন্য’শিক্ষা দেন-২
‘সন্তান তারা ’শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
৮। ‘ধর্মে তাড়িতেরা ধন্য’ শিক্ষা দেন-২
‘স্বর্গ তাদের’ শিক্ষা দেন, সুমিষ্ট স্বরে শিক্ষা দেন।
-বিজয় নাথ সরকার

68.কত অপরুপ কার্য, যীশু কৈলেন এ জগতে।

¯্রষ্টারুপে,অবতার নর-দেহেতে।
¯্রষ্টা হয়ে সৃষ্টারুপে, অবতার নর- দেহেতে।
১। অন্ধ-খঞ্জ-নুলা যত,আর যত ভূতাশ্রিত,
কুষ্ঠ রোগী কত শত, মুক্ত কৈলেন নিজ বলেতে।
২। বোবা-বধির যত ছিল,বলতে শক্তি পেল,
পঞ্চ রুটির ভোজ হইল,খাইল পঞ্চ সহ¯্রেেত।
৩। সমুদ্রে জলোপরি,পদব্রজে গমন করি,
ধমকে বায়ু নিবারি,শকতি দেখান জগতে।
৪। মৃতে জীবন দান করি, হইলেন মৃত্যুহারী,
এ প্রকার ভুরি ভুরি লিখিত আছে শাস্ত্রেতে!
-বেণীমোহন বিশ্বাস(১৮৭৭)

69.ধন্য পরম আরাধ্য যীশু , সত্য সনাতন,

ঈশ্বর-নন্দন,পতিত-পাবন।
১ । সৃষ্টির পূর্বে ছিলে অনাদিকালে,
বাক্য-ব্রহ্মরূপে পিতার কোলে;
তুমি স্বয়ং ঈশ্বর,তুমি নিত্য পরাৎপর,
তুমি নিখিল এই ব্রহ্মন্ডের সৃজন কারণ।
২। পতিত মানবে করিতে উদ্ধার ,
মানবরূপে হলে ভবে অবতার;
প্রভু তোমার কৃপায়,যত পাপী মুক্তি পায়,
করলে পাপীর পাপের তরে প্রায়শ্চিত্ত সাধন।
৩। দীনহীনের দুঃখী সয়েছ প্রাণে,
দরিদ্র হয়ে তুমি ছিলে ভুবনে
দুঃখী কাঙ্গাল যত প্রভু তোমার আশ্রিত,
যত দীনাত্মা জনে পায় তোমার চরণ।
৪। পাপীর পাপো দ- নিয়েছ শিরে,
দিয়েছ নিজ প্রাণ ক্রুশোপরে;
নিলাম শরণ তোমার, ওহে যীশু ত্রাণেশ্বর,
তুমি সত্য,সুপথ,তুমি অনন্ত জীবন।
-প্রিয়নাথ বৈরাগী

70. ক্রুশ যাহার সুপরিচয় সত্য সাধন সার;

প্রেমের যীশু ত্যাগের গুরু বন্ধু এ যাত্রার।
১। অঙ্গে যাহার রিক্ত পথিা চির দৈন্য বেশ-
দীনের সেবায় বিলাল তাই ভুলে দুঃখ-ক্লেশ রে (ও ভাই)
সদাই সে যে ব্যাকুল রে ভাই নিতে বোঝার ভার।
২। অন্তর যার পূর্ণ সুধায় পুণ্য পরশ গন্ধ-
সুন্দর তাঁর শ্রীমুখখানি ধেয়ানের আনন্দ রে ভাই,
জীবন-মরণ সার্থক রে ভাই সঙ্গ লভি তাঁর।
-সন্তোষ কুমার পাত্র

71. অপূর্ব প্রেমে প্রভু এ জগৎ মাতালে,

তুমি প্রেম-বলে,ধরাতলে বিজয়ী হইলে।
১। তুমি প্রেম ক’রে
(যীশু হে, ও আমার দয়াল যীশু)
তুমি প্রেম ক’রে নরের তরে, এ ভবে আইলে।
২। তুমি ভবে এসে, (যীশু হে ,ও আমার দয়াল যীশু)
তুমি ভবে এসে,কত ক্লেশে,জীবন যাপিাল।
৩। তুমি পাপীর তরে, (যীশু হে,ও আমার দয়াল যীশু)
তুমি পাপীর তরে, ক্রুশোপরে, মরণ ভুগিলে।
৪। আমার প্রেম-তরি,(যীশু হে,ও আমার দয়াল যীশু)
তুমি প্রেম তরি প্রেম করি,পাপী পার করিলে।
৫। আমার প্রেম-রতন, (যীশু হে,ও আমার দয়াল যীশু)
তুমি প্রেম-রতন,তোমায় যতন, করব সর্বকালে।
৬। তোমার প্রেম-রসে,(যীশু হে,ও আমার দয়াল)
তোমার প্রেম-রসে,সর্ব দেশে,মাতাও সকলে।
-রামচরণ ঘোষ(১৮৩৩)

72. যীশু গালীল সাগরে,আদেশ দিলেন শিষ্যেরে,

ছোট নৌকা দেও মোরে-হইল ডিঙ্গী তাঁর।
ধূয়া- এস যীশুর সেবক হই, হৃদয় মাঝে তাঁরে লই,
এমন সুখী আছে কই? এমন শান্তি কার?
২। ডিঙ্গী বাঁধা আছিল,প্রভুর কথায় খুুুুুলিল;
বিশ্রাম দিয়া সেবিল-ক্লান্ত দেহ তাঁর।
৩। উঠলো যখন ঝড় ¬-তুফান ,কাঁপলো সকল শিষ্যের প্রাণ,
যীশু করেন শান্তি দান,কেমন শক্তি তাঁর।
৪। মাছ না পেয়ে রাত্রিতে, ফেলে জাল তাঁর কথাতে,
ভরল ডিঙ্গী মাছেতে - আর্শীবাদে তাঁর।
৫। নর – ডিঙ্গী কিনেছেন, ভাঙ্গা ছিল – তুলেছেন,
পাপ-ময়লা -ধুয়েছেন, কারণ ডিঙ্গী তাঁর।
৬। দোলে আমার ডিঙ্গী - প্রাণ, যখন নদীতে তুফান,
তবু নিত্য করি গান- ভয় কি, আমি তাঁর।
৭। শেষে ওপারে গেলে পর,নূতনভাবে, নিরন্তর,
তুষিব মোর ত্রাণেশ্বর - স্বর্গে রব তাঁর।
-ডব্লিউ, কেরী

73. সাতটি বাক্য দীপ

যখন প্রিয় যীশু দিলেন প্রাণ,
সাতটি কথা তখন বলে যান,
প্রিয়জনের মরণ- কথা, ভাই,
স্মরণ ক’রে কেমন দুঃখ পাই।
১। যখন লোকে তাঁর ক্রুশে দেয়,
প্রেমে ডেকে বলিলেন পিতায়,
‘ক্ষমা কর পিতঃ এদের,
জানে না তারা কি করে।’
২। চোর একজন বলে এর পরে,
‘মনে করিবেন কি আমারে?
যীশু বলেন ‘সঙ্গে আজ আমার,
পরম দেশে পাবে অধিকার।’
৩। শোকাতুরা মাতা আর যোহন,
যীশু দেখে কহিলেন তখন-
দাঁড়ায়ে আছে মাতঃ দেখ যে,
আমি গেলে তোমার ছেলে সে।
৪। ‘ঈশ্বর’ বলে করিলেন চীৎকার,
‘কেন ত্যজিলে আমায় এবার?
ভীষণ বাণী হইল আঁধারে-
‘তৃষিত হইলাম ’ বলিলেন পরে।
৫। শেষে সিদ্ধ করি প্রায়শ্চিত্ত,
এই ডাক দিলেন ‘হইল সমাপ্ত।’
‘পিতঃ ! তোমার হাতে সমর্পণ,
করি আত্মা করহ গ্রহণ!’

74. ১। গাহি যীশুর জয়, সবে যীশুর জয়-

আনন্দে গাই সবে যীশুর জয়।
ধূয়া ঃ বল হাল্লেলুয়া, বল হাল্লেলুয়া -
হাল্লেলুয়া,বল হাল্লেলুয়া।
২। দেখ ঈশ-নন্দন যীশু দয়াময়-
পতিত পাবন যীশুর জয়।
৩। হলেন মৃত্যুঞ্জয় যীশুর যীশু প্রেমময়,
নরের কারণে এলেন ধরায়!
৪। মোদের ত্রাণের রাজন যীশু দীননাথ,
যীশুর জয় বল, যীশুর জয়!
৫। সবে ঘুুরিয়া ফিরিয়া জগতময়,
যীশুর জয় সবে বল যীশুর জয়।
৬। বল জয় হোক তোমার যীশু, জয় হোক তোমার।
জয় হোক তোমার যীশু, জয় হোক তোমার।

75. যীশু, নম্রতা দেও মোরে!

যেন মাটি হ’য়ে, পাই তোমারে!
ক’রে যতন তোমার মতন হব নত,
বাসনা মম অন্তরে।
১। স্বর্গের ঈশ্বর হ’য়ে তুমি ,এসেছিলে মর্তভূমি,
ক্রুশোপরে, হ’লে নত, জগৎ স্বামী,
প্রাণ দিলে পাপীর তরে।
২। আমি কিন্তু ধূলিজাত, তবু গর্বিত সতত,
প্রাণ মোর ওষ্ঠাগত ,তবু স্ফীত চিত মম অহঙ্কারে।
৩। একি দেখি কুলক্ষণ ,সতত উদ্ধত মন,
অসার তৃণ সমান,তুচ্ছজ্ঞান করি সতত অপরে।
৪। নিবেদি তব-চরণে ,আমা চেয়ে অন্য জনে,
উংকৃষ্ট জ্ঞান করি দেও কিঙ্করে।
৫। তব পদে এই ভিক্ষা, দেহ দাসে হেন শিক্ষা,
নম্রতায় যার হয় দীক্ষা, সে প্রকৃত উন্নত ধরা মাঝারে।
-পরেমনাথ বিশ্বাস

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews