নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন
গানের শিরোনাম
MP3 Dwonload
১৭৬ রেখ এ নবীন দাসে ও চরণ-তলে,
নিবেদন করি প্রভু, ভকত সকলে।
১। শুনেছি মানস হ্রদে, কি বসন্তে কি শরদে,
নিয়ত বিরাজ করে ফুল-শতদলে।
২। যেন শতদলরূপে, এ দাসের মন কাঁপে,
বিরাজি পবিত্র আত্মা অন্তর উজলে।
৩। নিজ বর বিতরণে, তব মনোনীত জনে,
দয়া করি কর বলী, প্রভু নিজ বলে।
৪। কুসুম - সৌরভ ধন, ল’য়ে মলয় পবন,
আনন্দে বিলায় যথা ভ্রমি নানা স্থলে।
৫। তব বাক্য শিরে ক’রে, এ দেশের ঘরে ঘরে,
কহিয়া বেড়ায় যেন (ইনি) অবিশ্বাসী দলে।
-হারাণচন্দ্র সাহা(১৮৭৩)
১৭৭ নাথ! মোর জীবন তব পায়,
সঁপিতেছি প্রেমময়,
লও মোর দিন ও দন্ড, ক্ষণ,
তব স্তবে হোক যাপন।
২। মম এই যে দু’টি হাত,
হোক তোমারই প্রিয় নাথ!
যেন মম হস্তদ্বয়;
তব প্রেমে চালিত হয়।
৩। লও মোর এই যে পদদ্বয়,
রাখ প্রভু স্ব-সেবায়,
তব তরে মোর চরণ,
দ্রুত রাখ সর্বক্ষণ।
৪। লও মোর কণ্ঠ লও মোর রব,
যেন গাই মোর নাথের স্তব;
মম জিহবা প্রেম তোমার
গাবে প্রভু অনিবার।
৫। লও হে মম ইচ্ছাধন,
অর্পি তোমায় প্রাণ-মন;
ধর মম হৃদাসন,
কর নিজ সিংহাসন
-মথুরানাথ নাথ
১৭৮ ১। এখন তোমারই, হইলাম, তোমারই
২। কেবল তোমারই, যীশু তোমারই
মোর দেহ, প্রাণ ও আত্মা সকল-তোমারই।
৩। আমি তোমারই, হইলাম তোমারই।
নিজ ইচ্ছা চাই না প্রভু - কেবল তোমারই।
৪। হইলাম তোমারই, প্রভু তোমারই
সর্বতোভাবে রক্ষা কর- তোমারই।