খ্রীষ্টীয় গানের বই - পরীক্ষা ও যুদ্ধ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

৩১২ ক্রুশের সৈনিক, তব এ ভাব কেমন,

বহিতে চাহ না ক্রুশ, এ কি মহা বিড়ম্বন!
১। বিনা যুদ্ধে অকাতরে, ফুলশয্যায় শয়ন করে,
কে কবে স্বরগপুরে, পেয়েছে জয়পত্র দান?
২। কাঁটার মুকুট না পরিলে, সুবর্ণ মুকুট ভালে,
পায় কি কেউ কোন কালে, শুনিয়াছ কি কখন?
৩। ক্রুশের সৈনিক যারা, নিজ রুধিরেতে তারা,
করেছে প্লাবিত ধরা, হেসে দিয়েছে জীবন।
৪। যীশু-ক্রুশ পানে চেয়ে, ত্যজ মান লাজ ভয়ে,
নিজ ক্রুশ স্কন্ধে লয়ে, আনন্দে কর বহন।
অমৃতলাল নাথ

৩১৩ মনে কি ভেবেছ ভাই, বিনা যুদ্ধে স্বর্গে যাবে,

অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টে শিরে পাবে।
১। যাইতে স্বরগপুরী, নাহি কি রে পথে অরি,
দ্যাবল কি গেছে মরি, নাহি কি বিপদ ভবে?
২। অবাধ্যতা অবিশ্বাস, অহস্কার কি নৈরাশ্য,
সব কি হয়েছে নাশ, লজ্জা বা মরিল কবে?
৩। তব প্রভু ত্রাতা যিনি, সমরে দিন যামিনী,
যাপন করেছেন তিনি, ছিলেন এ ভবে যবে।
৪। দাস হয়ে তুমি তাঁর, বিনা যুদ্ধে কি প্রকার,
প্রবেশিবে স্বর্গ-দ্বার, তাল পত্র হাতে লয়ে?
৫। না, না, ভাই, ভ্রান্তি ত্যজ, ধর্মযুদ্ধের সাজে সাজ,
যীশু খ্রীষ্টের প্রেমে মজ, যুদ্ধে জয় হবেই হবে।
অমৃতলাল নাথ

৩১৪ উঠ উঠ খ্রীষ্টীয় ভাই-আর রাতি নাই,

খ্রীষ্টীয় -ভানু উদয় গগনে!
(তোমরা) দিবস তনয়-হইয়া সবায়
কি হেতু রয়েছ শয়নে।
১। দেখ আঁখি মেলি- মানব মন্ডলী
রত নিজ কার্য সাধনে---
দীপ্তির সন্তান-পাইয়া আখ্যান
নিদ্রিত রয়েছে কেমনে?
২। ওই শুন শুন নাগ সেনাগণ
গর্জিছে চৌদিকে সঘনে---
এ হেন সময়ে -অস্ত্র হস্তে ল’য়ে
নিদ্রায় আকুল কেমনে?
৩। ঘুমাইও না আর দেখ না সংসার অসার
শৈতান বন্ধনে- হে
হইয়া চেতন-নাশ সে বন্ধন
স্মরিয়া যীশুর চরণে।
৪। নিদ্রা পরিহারি - হৃদি দৃঢ় করি
গাহিয়া যীশুর মরণে - হে
হও অগ্রসর - ঊর্ধ্বে দৃষ্টি কর
অনন্ত মুকুট গগনে।
কৈলাশচন্দ্র সরকার

৩১৫ এখন যীশু বলেতে আমি দিয়াছি নির্ভর,

শয়তান - আদি বৈরিদলে, কি করবে আমার?
১। যীশু মোর সেনাপতি, অরিন্দম মহামতি,
তাঁরে পারে কার শকতি, ভাবনা কি আর।
২। যুদ্ধ সজ্জা যাহা চাই, সেনাপতির কাছে পাই,
তাঁহাতে অভাব নাই, জানিয়াছি সার।
৩। শুন শুন রে শয়তান, কু জগৎ ও রিপুগণ,
ভীত নহি দিব রণ, প্রতিজ্ঞা আমার।
৪। যাবৎ জগতে রব, রণে সম্মুখীন হব,
অন্তে জীবন মুকুট পাব, ভরসা আমার।
৫। শুন খ্রীষ্টের সেনাদল, যীশুকে করিয়া বল,
রণক্ষেত্রে হও সবল, হটিও না আর।
মথুরানাথ নাথ

৩১৬ ১। অগ্রসর হও আজি খ্রীষ্ট সেনা সব,

সবে মিলে আইস করি বিজয় রব,
কর খ্রীষ্টের নামে গৌরব সংঘোষণ,
দূত ও নরে সবে মিলে কর সষ্কীর্তন!
ধূয়াঃ অগ্রসর হও আজি খ্রীষ্ট-সেনা সব,
সবে মিলে আইস করি বিজয় রব,
২। প্রবল সেনা তুল্য খ্রীষ্টের মন্ডলী;
ত্রাতার পদ - চিহ্নে সকরে চলি;
কেহ পৃথক নহি একাঙ্গ সকল,
একই আশা, একই সত্য, একই প্রেম সম্বল।
৩। রাজ্য সম্রাট কিরীট কত আসে যায়,
খ্রীষ্টের মন্ডলী চির বৃদ্ধি পায়,
নরক দ্বার না পারে পরাজিতে তায়,
খ্রীষ্টের এ প্রতিজ্ঞা দেখ মানে না বাধায়।
যাকোব কান্তিনাথ বিশ্বাস

৩১৭ রণে না করিও ভয়,

যীশু নামে মার ডষ্কা, হবে তোমার জয়।
১। পাপ অরি প্রবল, হেরিছ মহাবল;
হইবে সে সকল, যীশুর বলে ক্ষম।
২। সত্যতায় কোমর কসি, করে ধরি বাক্য-অসি,
নিরভয়ে রণে পশি, অরি করি জয়।
৩। পরিত্রাণ- শিরস্ত্রাণে প্রত্যয়-ঢাল, সযতনে,
ল’য়ে আজি প্রাণপণে রোধ রিপুচয়।
৪। ক্লেশ-ভয় অপমান, যে সব শক্রুর বাণ,
করিবেন দয়াবান নিমিষেতে ক্ষয়।
ত্রিভঙ্গচাঁদ মুখোপাধ্যায়

৩১৮. ওরে অভিযাত্রী দল

পিছন পানে তাকাসনে আর
সম্মুখ পানে এগিয়ে চল।
বিজয় কেতন তোদের হাতে
অভয় বাণী তোদের সাথে,
ভয় করা কি তোদের সাজে
হোস কেন বৃথা চঞ্চল।
পথের বাধা আসে আসুক
নামুক অন্ধকার,
স্মরণ রাখিস খ্রীষ্ট যীশু
তোদের কর্ণধার।
তাঁর প্রেম নাম সুধা নিয়ে
বিশ্বমাঝে যা এগিয়ে;
সেই সুধা¯্রােতে ভাসিয়ে নে যাক
এই শ্যাম ধরণীতল।
নির্মল পান্ডে

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews