নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন
গানের শিরোনাম
MP3 Dwonload
৩১২ ক্রুশের সৈনিক, তব এ ভাব কেমন,
বহিতে চাহ না ক্রুশ, এ কি মহা বিড়ম্বন!
১। বিনা যুদ্ধে অকাতরে, ফুলশয্যায় শয়ন করে,
কে কবে স্বরগপুরে, পেয়েছে জয়পত্র দান?
২। কাঁটার মুকুট না পরিলে, সুবর্ণ মুকুট ভালে,
পায় কি কেউ কোন কালে, শুনিয়াছ কি কখন?
৩। ক্রুশের সৈনিক যারা, নিজ রুধিরেতে তারা,
করেছে প্লাবিত ধরা, হেসে দিয়েছে জীবন।
৪। যীশু-ক্রুশ পানে চেয়ে, ত্যজ মান লাজ ভয়ে,
নিজ ক্রুশ স্কন্ধে লয়ে, আনন্দে কর বহন।
অমৃতলাল নাথ
৩১৩ মনে কি ভেবেছ ভাই, বিনা যুদ্ধে স্বর্গে যাবে,
অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টে শিরে পাবে।
১। যাইতে স্বরগপুরী, নাহি কি রে পথে অরি,
দ্যাবল কি গেছে মরি, নাহি কি বিপদ ভবে?
২। অবাধ্যতা অবিশ্বাস, অহস্কার কি নৈরাশ্য,
সব কি হয়েছে নাশ, লজ্জা বা মরিল কবে?
৩। তব প্রভু ত্রাতা যিনি, সমরে দিন যামিনী,
যাপন করেছেন তিনি, ছিলেন এ ভবে যবে।
৪। দাস হয়ে তুমি তাঁর, বিনা যুদ্ধে কি প্রকার,
প্রবেশিবে স্বর্গ-দ্বার, তাল পত্র হাতে লয়ে?
৫। না, না, ভাই, ভ্রান্তি ত্যজ, ধর্মযুদ্ধের সাজে সাজ,
যীশু খ্রীষ্টের প্রেমে মজ, যুদ্ধে জয় হবেই হবে।
অমৃতলাল নাথ