২২৬ ১। এক ¯্রােত ঃ আছে শোণিতের , ৩। শোণিতের শক্তি, হত মেষ
তায় পাপী ডুবিলে ফুরায় না কিছুতে ,
যায় সব কলঙ্ক পাতকের যাবৎ হয় শেষ ভক্তের প্রবেশ
সেই ¯্রােত ইম্মনূয়েলে। স্বর্গ মন্ডলীতে ।
ধূয়া - মোর বিশ্বাস , যীশু ক্রুশেতে ৪। সেই ¯্রােতঃ হেরি বিশ্বাসে,
করিলেন রক্ত দান , তুলেছি প্রেমের গান ,
পাপী যে আমি শোণিতে আজীবন গাইব হরষে
পাই যেন পরিত্রাণ । তোমারেই কৃত ত্রাণ ।
২। সেই ¯্রােতঃ দেখি , দস্যুর মন ৫। যাক্ এই নিস্তেজ রসনা
মরণে শান্তি পাই ; বাক শূন্য করবে
হইলেও মোর সেই পাপজীবন তুলব সেই গান , এই বাসনা
পবিত্র হব তায় । স¦র্গের মধুর স্বরে ।
- ডবলিউ, কেরী (১৯১১)
২২৭ ১। যে দশা মোর নাই কোন গুণ , ২। যে দশা মোর পারি না আর ,
দিলে শোণিত আমার কারণ, পাপ দাগ দূর করিতে আমার
ডাকছ আমায় তুমি এখন ধুুতে চাই সব রক্তে তোমার
তাই যীশু আসিলাম । তাই আসিলাম ।
৩। যে দশা মোর – গভীর সংশয় ৪। যে দশা মোর অন্ধ দীনহীন
ভীষণ সমলে কত ভয় ধন , বল , জ্ঞান , হৃদয় নবীন ,
অন্তরে বাহিরে উদয় তোমাতে সব পাবে এ দীন
তাই যীশু আসিলেন । তাই যীশু আসিলেন ।
৫। যে দশা মোর করবে গ্রহণ ৬। যে দশা মোর প্রেমে তোমার
পাপ সব মোর করে প্রক্ষালন বাঁধ সকল ছিড়িল এবার ,
তোমায় করি বিশ্বাস এখন হই যেন তোমার অনিবার
তাই যীশু আসিলাম । তাই যীশু আসিলাম।
- বিমলানন্দ নাগ (১৯১১)