প্রাতঃকালের প্রার্থনা । খ্রীষ্ট সঙ্গীত বই । Free Christian Songs
খ্রীষ্ট সঙ্গীত বই । Free Christian Songs । প্রাতঃকালের প্রার্থনা (29-35)
29.প্রাতে দরশন দেও হে ত্রাণ-নাথ,
প্রাতে দরশন দেও।১। কাল নিশি পোহাইল, আকাশে ভানু উদিল,
হৃদাকাশে হও আসি উদয় হে ত্রাণনাথ।
২। জাগিতেছে জীব সব, করিতেছে নানা রব,
এ হৃদে ভক্তি-প্রীতি জাগাও হে ত্রাণনাথ।
৩। আহা কি মধুর স্বরে, পাখিগণ গান করে,
এ হৃদে তব রব শুনাও হে ত্রাণনাথ।
৪। প্রাতের শিশির মত, কর নাথ আর্শীবাদ,
বিন্দু বিন্দু অবিরত দেও হে ত্রাণনাথ।
-রামচরণ ঘোষ (১৮৯২)
30. ভোর হইল ভানু প্রকাশিল
উঠ যীশু গুণ গাও রেজোড়-করে, যীশু পদে ধ’রে,
সঙ্গীতে পূজহ তাঁহারে।
১। মধুর স্বরে পাখী শাখী পরে,
আনন্দে বিভুগুণ গায় রে;
উঠ উঠ সব, অলস মানব,
স্তব কর ত্রাণ-নাথ যীশুর রে।
২। মুদিয়া নয়ন, পাপে অচেতন,
থাকিবে কত কাল হায় রে
অন্তর আঁধার, করহ অন্তর,
যীশু সত্য ভানু হেরে।
-গগনচন্দ্র দত্ত (১৮৯৯)
31. গাও রে প্রভাতে যীশু সষ্কীর্তন,
রসনাতে যীশু নাম কর উচ্চারণ(হৃদয় খুলে ডাক রে রসনাতে, দয়াল নাম নাম রে)।
১। জ্বলন্ত অনল প্রায়,
রাঙ্গা রবি ঐ উদয়,
অন্ধকার ভয়েতে পলায় হে;
উঠ ভ্রাতা-ভগ্নী সব,
দেখা স্বর্গীয় গৌরব,
হৃদয় আকাশে উদয়, স্বর্গীয় তপন,
(দিব্যচক্ষে দেখ রে,-
হৃদয়েতে - যীশুরূপ রে)।
২। জয় যীশু জয় জয়,
সৃজন - পালন - লয়,
সর্বমূলাধার যীশু নাথ হে;
ভ্রাতা, ভগ্নী, সবে মিলে
উল্লাসে হৃদয় খুলে
যীশু যীশু বলে, সবে কর আবাহন
(মনের ক্ষুধা যাবে রে-
যীশু বলে, - প্রাণ শীতল হবে রে।
- বিন্দুনাথ সরকার( ১৮৯২)
32. ১। পুণ্য, পুণ্য, পুণ্য! সর্বশক্তিমান!
প্রাতঃ স্তবে গাই সবে তব গুণচয়;পুণ্য, পুণ্য, পুণ্য, সর্ব জ্যোতিষ্মান,
পিতা, পুত্র, আত্মা, ঈশ্বর দয়াময়।
২। পুণ্য, পুণ্য, পুণ্য! স্বর্গে সাধু যত,
সুখে গৌরব-মুকুট রাখে চরণেণ তোমারে-
করূব, সরাফ সর্বে বন্দে, অবিরত,
ধরণী পূর্ণ গৌরবে অপার।
৩। পুণ্য, পুণ্য, পুণ্য! অন্ধকারাবৃত,
প্রভা যাঁহার, মানব- চক্ষে সহ্য নাহি হয়;
তুমি মাত্র পুণ্য. তুমি অবিকৃত,
তুমি সর্বদর্শী সর্বপ্রেমময়।
৪। পুণ্য, পুণ্য, পুণ্য! সর্বশক্তিমান!
প্রাণী মাত্রে গাহে সদা তব গুণচয়,
তব দাস ও দাসী মিলায় স্তুতি গান,
পিতা, পুত্র, আত্মা, ত্রিত্ব দয়াময়।
জে .এ.ডি ম্যাকডোনাল্ড (১৮৮৬)
33. উদিল তপন তমোবিনাশন;
জাগ, জাগ ওরে মন।১। আঁধার ঘুঁচিল, আলোক ব্যাপিল,
পুলকিত হইল ভুবন।
২। বৃক্ষে পাখী সব করে বিভু-স্তব;
সে ধ্বনিতে জুড়ায় শ্রবণ।
৩। তুমিও, হে মন, কর সষ্কীর্তন,
ভক্তি-পুষ্পে সেব সে চরণ।
৪। নিদ্রা-নিমগন থাক যবে মন,
যীশু করেন তোমায় সুরক্ষণ।
৫। ওহে প্রেমাকর, স্বর্গ-দিবাকর,
মম সহ রহ অনুক্ষণ।
৬। স্বর্গীয় কিরণেণ, আত্মা বরিষণে
দীপ্ত কর দাসের জীবন।
-যাকোব বিশ্বাস
34. তুমি নিশি ভোরে এস প্রভু মোর প্রাণে,
এস মোর প্রাণে, নিশি অবসানে।১। সুখ-শয্যায় তব চরণে, ছিলাম ঘুমে অচেতনে,
তুমি হয়ে প্রহরী
সারা নিশি ভরি,
প্রভু, রক্ষা করেছ এই দীনহীনে।
২। প্রতি ভোরে, তোমার করুণা, নিত্য নূতন তার নাই তুলনা
পেয়ে তোমার দয়া, আমার চিত্ত কায়া,
উঠুক আনন্দে মাতিয়া গুণ গানে।
-প্রিয়নাথ বৈরাগী