খ্রীষ্টীয় গানের বই - প্রভুর ভোজ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



খ্রীষ্টীয় গানের বই

গানের শিরোনাম
MP3 Dwonload

১৬৭ ১।আসিয়াছি হেথা আজি ভক্তিভরে প্রিয়ত্রাতা

স্মরিতে মরণ তব, হে মম মুকতি দাতা।
২। দিয়েছ হে প্রেমভরে এ মহা পাতকী তরে
ভক্ষ্যরূপে দেহ তব, অমূল্য শোণিত তথা।
৩। এ মহাদানের তরে স’হেছ গো অকাতরে
নিম্পাপ শরীরে হায়, কতই দারুণ ব্যথা।
৪। তব বলে বলীয়ান কর মোরে দয়াবান,
জীবনে-মরণে সদা, বহিবারে তব ব্যথা।

১৬৮ একচিত্ত হও , আত্মার খাদ্য লও,

ধন্যবাদ দেও ঈশ্বর-কুমারে;
স্বর্গের আহার, শুদ্ধ সুধা-সার
প্রেমের সাগর দেন ভকতেরে।
১। আপন পরীক্ষা কর প্রতিজন,
যেন নাহি হও দন্ডের কারণ;
হ’য়ে সাবধান, কর ভোজন পান,
ভক্তি প্রীতিসহ বিশুদ্ধ অন্তরে।
২।লও রুটি স্মর শরীর ত্রাতার,
ভগ্ন যাহা হলো পাপেতে তোমার;
এ খাদ্য আত্মার, প্রকৃত আহার,
নাশে ভকতের কলুষ বিকারে।
৩। ভুলো না এমন প্রেমিক ত্রাতারে,
নিজ-রক্তে যিনি বাঁচান তোমাকে;
তাঁরই ইচ্ছা পাল, জগতেরে ভুল,
দেখিবে ত্রাতারে হৃদয়-মাঝারে।
প্রেমান্দ সরকার

১৬৯ ১। পবিত্র ভোজে, নাথ! এখন

দেও ভক্তিপূর্ণ শান্ত মন;
স্মরিতে তব প্রেম-মরণ;
হে প্রাণেনর প্রাণ!
২। যে শরীর ছিল ক্রুশেতে
তা স্মরি ভগ্ন রুটিতে;
নিহত মোদের জন্যেতে;
হে প্রাণের প্রাণ!
৩। পানপাত্রে স্মরি শোণিত,
মোদের নিমিত্তে পাতিত,
যার গুণে পাপ হয় মোচিত,
হে প্রাণের প্রাণ।
৪। অদৃশ্য প্রভু! দয়াবান,
তুমি ভোজদাতা, বর্তমান;
সবারে কর তৃপ্তিদান-
হে প্রাণের প্রাণ!
৫। এক আশায় তব ভক্তগণ,
এক প্রেমে হইয়া ভ্রাতৃগণ,
এক সেবায় থেকে, হৃষ্ট-মন,
হে প্রানের প্রাণ্
৬। এই ভোজে, মন্ডলী ধরায়,
সর্বত্র নিত্য সাক্ষ্য দেয়,
যে তোমার মৃত্যু ত্রাণোপায়-
হে প্রাণের প্রাণ!
৭। অপেক্ষা করি, নাথ! ত্বরায়,
এস এ ভবে পুনরায়;
পুরাও আশা নিজ মহিমায়-
হে প্রাণের প্রাণ!
-ডবলিউ,কেরী(১৯০৫)

১৭০ ১। মোর তারক হইলেন বলিদান,

ধন্য প্রিয় হত মেষ!
ভাই আইস করি তাঁহার গান,
ধন্য প্রিয় হত মেষ!
ধূয়া- সেই মেষ, সেই মেষ, সেই হত মেষ,
সেই যীশু নাম মোর প্রিয় নাম;
মোর কেবল তাঁহে মনস্কাম,
ধন্য প্রিয় হত মেষ;
২। পাপ, শাপ, লাজ মোর বহিলেন,
ধন্য প্রিয় হত মেষ;
নিজ রক্তেই আমায় তারিলেন,
ধন্য প্রিয় হত মেষ।
৩। সব পাপ মোর জানি বিমোচন
ধন্য প্রিয় হত মেষ;
আর পাইলাম স্বর্গ সুখ এখন,
ধন্য প্রিয় হত মেষ।
-অক্ষয় কুমার মুখোপাধ্যায় (১৮৭৬)

১৭১ হরষিত মনে, ভক্ত, চল সবে যাই;

কৃতজ্ঞতা পূর্ণ মনে, প্রভুর স্তুতি গাই।
পবিত্রতার দেহরক্ত ভক্তিভাবে খাই।
১। স্বর্গীয় জীবনের রুটি ভাঙ্গিলরে ভাই,
পাপী-তাপী সবাই যেন পরিত্রাণ পাই,
২। যীশুর দেহরক্ত বিনা, আত্মার জীবন নাই,
অনুগ্রহের ভোজে মোরা পাই সবে তাই।
৩। আপনারে পরীক্ষিয়া চল সবে যাই,
স্বর্গ-ভক্ষ্য পেয় দ্বারা জীবন জুড়াই।
৪। এস হে ঈশ-মেষশাবক, তোমায় আমরা চাই,
হৃদে-রাখি সযতনে তাপিতৃ প্রাণ জুড়াই।
-মদনমোহনন বিশ্বাস

১৭২ ১। নাথ! জীবন খাদ্য আজ

দেও আমারে,
যে মত দিলে ভোজ
সাগর-তীরে;
শাস্ত্রের গবেষেণে
খুঁজি তোমায়,
জীবন্ত বাক্য হে,
পুরাও আশায়।
২। নাথ! কর আশিস দান
বাক্য খুলে,
যায় হলো সুকুলান
ঐ গালীলে;
জীবনে মুক্তি চাই,
দেও শান্তমন,
তোমাতে যেন পাই
আজ শান্তি-ধন!
ডবলিউ, কেরী

১৭৩ ১। মোরা যীশুর রক্তে শুচি হলাম,

মোদের ভয় আর নাই,
মোরা প্রভুর মহা দয়া পেলাম,
মোদের ভয় আর নাই।
ধূয়া- ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য (২)
মোদের ভয় আর নাই(২)
২। তাঁহার চরণ সেবিব
সুসমাচার কহিব,
খ্রীষ্ট জীবন যাপিব,
মোদের ভয় আর নাই।
৩। সারা জগৎ মাঝে
মোরা সকল কাজে,
খ্রীষ্ট নাম প্রচারিব,
মোদের ভয় আর নাই।

১৭৪ ১। যীশু ‘আশ্রয়-গিরি’হে,

লুকাও আমায় তোমাতে;
তব পার্শ্ব-নির্গত
বারি বয় আর শোণিত;
ঘুঁচায় পাপের দায় ও বল-
আমায় কর তায় নির্মল!
২। বৃথা শ্রম ও চেষ্টা হে,
তোমার বিধি পালিতে;
হোক মোর যতন অবিরল,
পড়–ক নিত্য নেত্রজল—
তায় না হবে মুক্ত প্রাণ,
তোমা বিনা নাহি ত্রাণ।
৩। হাতে কিছু নাই আমার
ধরি কেবল ক্রুশ তোমার;
বস্ত্রহীনকে দেও বসন,
নিরুপায়কে কৃপা-ধন,
মলিন, আমি স্রোতে ধাই,
ধোয়াও পাছে ম’রে যাই।
৪। এ অস্থায়ী জীবনে;
কাল নিদ্রায় শয়নে;
ছাড়ি যবে এ ভুবন
হেরব তব সিংহাসন,
মম ‘আশ্রয়-গিরি’ হে,
রেখ আমায লুকায়ে।
- ডবলিউ,কেরী (১৯১১)

১৭৫ ১। ক্রুশের কাছে রাখ হে, যীশু নিত্য আমায়,

বহুমূল্য স্বাস্থ্যকর ¯্রােত:বহে তথায়।
ধূয়া- ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার,
তারি গুণে নির্ভয়ে যাব নদীর ওপার।
২। ক্রুশেতে কাছে পাইল, প্রেশ ও দয়া আমায়,
তথায় প্রভাত-তারাটা আলো দিল আমায়।
৩। ক্রুশের কাছে রহিলাম, দেখাও শোভা আমায়,
রাখ তাবৎ পথে নাথ, তার ছায়াতে আমায়।
৪। ক্রশের কাছে জাগিব, বিশ্বাস প্রেম আশায়,
যাবৎ নাহি পৌঁছিব, স্বর্গ কুলে সবায়।
মূল ঃ এফ. জে. ক্রসবী
অনুবাদঃ নৃপালচন্দ্র বিশ্বাস(১৯০৭)

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews