১৩৯.তুমি ধন্য,তুমি ধন্য ,মানব পাপতাপহারী,
মানব তারণ ,করিলে সাধন , বহু দুঃখ ধরি,
তোমায় প্রণিপাত করি।
১। সংসার সম্পদ জন, বিদ্যা বুদ্ধি আদি ধন ,
বিফল সকল , মানব সন্তাপ ,করিতে হরণ,
বিনা তব শান্তি ধন।
২। তব অপার প্রেম প্রেম সলিলে, ভকতি ভরে ডুলিলে,
দুঃখ যায় ,সুখ উপজয় ,নিবায় পাপ অনলে,
তৃপ্ত মন শান্তি জলে।
৩। তুমি পরম সুন্দর , তোমার মহিমা সুন্দর,
প্রেম সুন্দর ,করুণা সুন্দর ,সুন্দর সকলি তোমার,
তোমায় হেরি বারে বার।
--চন্দ্রকুমার সরকার(১৮৯৬) |
|
১৪০.ইমন কল্যাণ ধ্রুুপদ বা পঞ্চম সোয়ারী
ধন্য ঈশ্বর নন্দন ,পাপ বিনাশ কারণ,
অধম তারণ হে যীশু দয়াবান,
সর্বব্যাপী সর্বদর্শী সর্বশক্তিমান;
প্রকাশিয়া নিজ দয়া, নর অবতার হইয়া;
এ জগতে আসিয়া, দিলে দরশন ,
পতিত পাবন হে যীশু হে। |
|
১৪১. কি অপূর্ব প্রেম প্রকাশিলে,
পাপীগণে উদ্ধারণে নিজ প্রাণ দিলে।
১। নর দেহ ধারণ করি, ভূ-মন্ডলে অবতরি,
স্বর্গ-সুখ পরিহরি, হাড়ঙ্গে শুলে,
হায় মরি কি প্রেম,কি বাশ্চর্য প্রেম!
রাজপদ অগ্রাহ্য করি সূত্রধর হইলে।
২। পক্ষী বাসা পায় বৃক্ষে, শৃগাল গর্তে থাকে সুখে,
কিন্তু মস্তক করতে রক্ষে, স্থান না পেলে,
হায় মরি কি প্রেম, কিবাশ্চর্য ,প্রেম!
স্বর্গের ঈশ্বর হয়ে তুমি দাসরূপী হলে।
৩। জ্ঞান দিতে নরগণে , ভ্রমণ কৈলে স্থানে স্থানে,
ক্ষুধায় তৃষ্ণায় নিজ প্রাণে, ব্যাকুল হলে;
হায় মরি কি প্রেম, কিবাশ্চর্য প্রেম!
প্রেম গ্রণে মৃতজনে জীবন দান দিলে।
৪। কিটস্য কীট মর্ত্য নরে, জীবন মুকুট দিবার তরে,
কন্টক মুকুট নিজ শিরে,বহন করিলে,
হায় মরি কি প্রেম, কিবাশ্চর্য প্রেম!
গলগথা হইতে প্রেমের নদী বহালে।
--প্রেমচাঁদ নাথ(১৮৭৭) |
|
১৪২. সব সুন্দর তব সুন্দর হে
হে চিরসুন্দর ! হে চিরসুন্দর ! হৃদয় সখা যীশু হে!
জীবনের সুখে, জীবনের দুঃখ,
আশা নিরাশায়, আঁধারে আলোকে,
তোমার সহাস্য মধুর আস্য সুন্দর বড় সুন্দর হে।
পাপের ভীষণ তরঙ্গ ভঙ্গে
পড়ি’ যবে প্রভু মরি আতঙ্কে,
তোমার চাহনি অভয় বাণী সুন্দর বড় সুন্দর হে।
সুন্দর তব শাসন করুণা,
সুন্দর তব সান্ত¦না তাড়না,
প্রেম উপদেশ, মঙ্গল আদেশ সুন্দর , বড় সুন্দর হে!
-ধীরেন্দ্র লাল পাঁড়ে |
|
১৪৩. গাও জয় জয় যীশু পাপহারী
একতান মনে গাও প্রশংসা তাঁহারি।
১। পাপহারী যীশু ভব কান্ডারী
একতান মনে গাও প্রশংসা তাঁহারি।
২। তারিতে পাতকিকুল ভবে অবতরি,
হরিলেন নর পাপ জিনি নর অরি!
৩। আঁধার ভবেতে প্রভু আগমন করি,
হরিলেন নর আঁধার ধর্মালোক বিস্তারি।
৪। রোগীরে আরোগ্র নাথ, দেন দয়া করি,
মৃতেরে জীবন দেন হয়ে মৃত্যুহারী।
৫। হইয়া নর জামিন নর পাপ ধরি,
ত্যজিলেন নিজ প্রাণ ক্রুশের উপরি।
৬। মৃত্যুরে করিয়া জয় পুনরুত্থান করি,
স্বরগে গেলেন প্রভু পাতকি নিস্তারি।
৭। গাও রে যীশুর গান জয় জয় করি,
শুনাও জগতে আজ দ্বারে দ্বারে ফিরি।
---রামচরণ ঘোষ(১৮০৫) |
|
১৪৪. ও কে মন মাঝে আসি সদা প্রেম প্রকাশে
মজিল মাতিল প্রাণ তাঁহার পরশে।
১। হাসি আসি প্রেম ভরে আলিঙ্গন করি মোরে,
বলেন মধুর স্বরে, এসেছি তব আশে।
২। প্রেমে ত্যজিয়াছি প্রাণ, সাধিবারে তব ত্রাণ;
চাহ নাকি তবু তুমি, থাকিতে মম পাশেধ?
৩। ভুলে যাও মোরে তুমি, ভুলি নাকো, তবু আমি,
ভ্রমণ করেছি কত, তোমার প্রয়াসে।
৪। ঘুঁচাইতে তব পাপ, ক্রুশেতে ভুগেছি শাপ,
লভিলে তোমারে প্রাণ পূরিবে হে উল্লাসে।
--রামচরণ ঘোষ(১৮৮৮) |
|