খ্রীষ্টীয় গানের বই - পুনরাগমন



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



পুনরাগমন

গানের শিরোনাম
MP3 Dwonload

১০৮ খ্রীষ্টবর আসছেন ব’লে কুতুহলে, রঙ্গ ফেলে সবাই চল।

১। ঐ শুন গুড় গুড় করি বাজছে তূরী, কি মধুরই শোবে আলো,
অদুরে দিচ্ছেন দেখা প্রাণের সখা, ব’সে থাকা আর কি ভাল?
২। নিভবে না কোন মতে, সধূম শলতে, ভাঙ্গবেন না হে থেৎলা নল,
আর যারা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, বিশ্রাম পাবে আর বল।
৩। ল’য়ে সব তৈল বাতি, দিবারাতি, নিরন্তর অন্তরে জ্বাল;
তবে সেই বরের সাথে, নিয়ম মতে, বিবাহেতে হবে মিল।
৪। খেদেতে চক্ষের ধারা, ফেলছে যারা, মুছবেন তাদের আঁখির জল
অন্তরের ময়লা, ধুয়ে ফেলি, জ্বালিয়ে দিবেন শান্তির আলো।
-শ্রীপৎ বিশ্বাস

১০৯ যীশু- প্রেম রতœ জেনে যতœ ক’রে রাখ সর্বক্ষণ,

কোন্ সময়ে আসবেন প্রভু , থাক সচেতন।
১। বুদ্ধিমতীর মত হয়ে , সদা থাক চৌকি দিয়ে ,
যীশুর প্রেমে মগ্ন হয়ে , করি আত্মাসমর্পণ।
২। দীপের সহিত তৈল ল’য়ে, সদা থাক প্রস্তুত হয়ে,
প্রভুর প্রতি দৃষ্টি রাখ, কোন্ দিনে তাঁর আগমন।
৩। মন, পেয়েছ যে তালস্ত, কভু হইও না ভ্রান্ত,
যেন না যায় ঐ ধন চুরি, চেতন থাক অনুক্ষণ।
৪।অরি তব পিছে ফিরে, সেই ধন লইবারে,
অচেতন পেলে পরে, করবে তোমায় আক্রমণ।
৫।সতীর ভার ধারণ কর, দেখা পাবে সেই বর,
অশুচিতা পরিহর বস্ত্র কর পরিধান।
-জান সরকার

১১০ ভাঙ্গিবে, ভাঙ্গিবে, ভাঙ্গিবে, এবার,

এই শয়তানের দুর্গ ভয়স্কর।
মহাভূমিকম্প হবে ভবে, ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে
পাপ দুর্গ রবে নাকো আর।
১। এই দুর্গে কত শত জন, আবব্ধ মরারি মতন,
সতত করিছে ক্রন্দন, তারা আসিবে বাহির আবার।
২। মুক্তিধন নিয়া দু’হাতে, যীশু ঐ নীলাকাশ পথে,
আসিছেন সোনারি রথে, ঐ যে উড়িছে পতাকা তাঁর্হা
৩। জয়ধ্বনি কর সকলে, অগ্রসর হও সবলে,
ঐ ভেঙ্গে পড়ে ভূতলে, পড়ে শয়তানের দুর্গেরি প্রাকার।
-প্রিয়নাথ বৈরাগী

১১১ ১। জেগে থাক বলেন প্রভু, কর সদা প্রার্থনা,

কেহ জানিবে না কভু, আমার গুপ্ত মন্ত্রণা,
নিশি যোগে চোরে যেমন কাটিবারে ঘরে সিঁধ,
হঠাৎ আইসে, আমি তেমন হঠাৎ হইব উপস্থিত।
২। দশটির মধ্যে পাঁচটির মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান;
সত্য, পাঁচটির ছিল পাত্র, কিন্তু তৈলের অকুলান,
অনেকে আহূত বটে, অল্পই কিন্তু ;মনোনীত,
পাছে সেরূপ দশা ঘটে, প্রদীপ রাখ প্রজ¦লিত,
৩। যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারাই;
অর্ধেক পথে শ্রান্ত-ক্লান্ত, যেন নিদ্রা নাহি যাই;
ওহে প্রভু, সেই কারণ চেতন রাখ আমারে,
আত্মার দ্বারা কর শাসন , অঞ্জন দাও মোর চক্ষুতে।
আর পী, গ্রীভস

১১২ ঐ শুনা যায় ওপারের গান-

সঙ্গীত - ধ্বনি অমর পুরে,
স্বর্গের দূতের বীণার তান উঠেছে ভাই,
মধুর যীশু নামে আকাশ জুড়ে,
১। ছেড়ে ভবের কোলাহল, মুখে বল যীশুর নাম বল,
সুরধুনীর ধারার বেগে ছুটুক দুই নয়নের জল;
মনের আনন্দে আজ গাও রে ঐ নাম ভাই,
একবার মিশায়ে ওপারের সুরে।
২। বুঝি ঐ সেই সোনার রথ, আলো ক’রে আকাশ পথ,
আসিতেছেন ঈশ্বর নন্দন, শত স্বর্গ দূতের সাথ;
এবার ঘুঁচে যাবে ভব- যন্ত্রণা ভাই,
৩। ধুয়ে দেহ-আত্মা-মন, একবার কর আয়োজন,
সাজায়ে সেই মন -মন্দিরে তাঁরে কর অভ্যর্থন;
তোমার ঘরের জঞ্জাল দূর ক’রে দেও ভাই’
সোনার আসন পাত হৃদয় জুড়্
৪ে। ল’য়ে প্রফুল্ল হৃদয়, মুখে বল যীশুর জয়,
ঊর্ধ্বমুখে করজোড়ে থাক তাঁহার অপেক্ষায়;
ও তাঁর মুখের কথা পেয়েছি রে ভাই,
থাকবেন স্বর্গ ছেড়ে তোমার ঘরে।
প্রিয়নাথ বৈরাগী।

১১৩ ১। প্রভু যীশু আমার পালক, আমি তাঁর চরাণীর মেষ,

আমি চলি তাঁহার পশ্চাৎ, আমার সুখের নাহি শেষ।
ধুয়া-চল, চল তাঁহার পশ্চাৎ, তিনি বন্ধু পরমেশ,
পাইবে প্রাণে তৃপ্তি মধুর, পৌঁছে নিবেন স্বর্গদেশ।
২। জগৎ দেখ, পাপ-সন্তাপে, ভগ্নস্বাস্থ্য, জীবন-শেষ,
ভ্রান্তির নানা মিথ্যা পথে, চালিত হচ্ছে অনিমেষ।
৩। শান্তিবিহীন, জীবনবিহীন, এখনি কত দুঃখ-ক্লেশ,
সম্মুখেই আরও ভীষণ সময়, জগৎ হবে ধ্বংসদেশ।
৪। এসব হ’তে রক্ষা করতে আসছেন শীঘ্র ঈশমেষ,
তিনিই আপন মেষগণকে, লইবেন স্বর্গীয় কনান দেশ।
৫। ডাকছেন তিনি প্রেমভরে, এস সকল ভ্রান্ত মেষ,
এস ভ্রান্ত নরনারী ছাড়ি পাপের পরিবেশ।

114 আসবেন প্রভু মেঘরথে

আবার ফিরে ধরাতলে।
মহাতুরি ধ্বনি সহ,
পাঠাবেন দূত দলে দলে।
রবি শশী গ্রহ তারা
নভে হবে জ্যোতি হারা।
বিলাপকারী মানবেরা,
দেখবে তখন কুতূহলে।
হানাহানি হিংসা দ্বেষে,
ভরে যাবে ভুবনখানি।
মহামারী ভূ-কম্পনে,
ধ্বংস হবে জগৎ জানি।
পাপী তাপী ত্রাণকামী,
হওগো প্রভুর অনুগামী।
তাঁরই আগমনের তরে
জেগে থাক প্রতি পলে।
মানিক নাথ

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews