খ্রীষ্টীয় গানের বই- পুনরুত্থান



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



পুনরুত্থান

গানের শিরোনাম
MP3 Dwonload

৯৪ কি মহানন্দ উপস্থিত,

কি জয় যীশুর উত্থানে।
পাপ অন্ধকার হয় অন্তর্হিত,
কাল নিশি অবসানে।
ধুয়া - হাল্লিলুয়া, বল জয়।
যীশু হইলেন মৃত্যুঞ্জয়।
পাপীর জন্য ত্রাণোদয়,
ধন্য,ধন্য, ধন্য।
২। প্রভাভী তারা প্রকাশ পায়,
প্রভুর পুনরুত্থানে,
ঐ ত্রাণ- সূর্য দেখা যায়,
তাঁহার স্বর্গারোহণে।
৩। তায় গেল মৃত্যুর অধিকার
কি শান্তি ত্রিভুবনে।
আর খোলা হইল স্বর্গ - দ্বার
আনন্দ পাপীর মনে!
৪। ঐ স্বর্গেমদূতগণে গায়, পুণ্য,পুণ্য,পুণ্য!
--বিজয়নাথ সরকার(১৮০৫)

৯৫ সবে বল যীশু জয়, যত দিন দেহে প্রাণ রয়।

কাঁপায়ে মেদিনী , স্বরগ পাতাল, সুগভীর জয় নাদে,
স্থাবর - ভূধর -সাগর , একতাণে সবে গাও , যীশু জয়।
২। যাঁহার করুণা, স্বরগ- কবাট, দুরন্তকলুষহারী,
ক্রুশ কাঠ যাঁর মহিমা গরিমা , ঘরে ঘরে গাও তাঁরে যীশু জয়।
৩। মরণ - যাতনা পরলোক- ভয় , যে জন সদা সংহারে,
সবে মিলে তাঁরে, মাতি প্রেমানন্দে, প্রশংস ব’লে যীশু মৃত্যুঞ্জয়।
৪। কাঁপুক দেবল,শুনুক বিদল, দেখুক স্বরগ- দূত,
নরক- যোগ্য ,মানব- নিকর গাইছে পেয়ে ত্রাণ যীশু জয়।
- অমৃতলাল নাথ(১১৮৭৫)

৯৬ জয় প্রভু যীশু , জয় তব জয়-

দিগন্তে নবীন অরুণ উদয়।
জয় রথে তব শুভ শঙ্খ বাণী
স্পন্দিত করে আজি অসত্য হানি,
মৃত্যু- বন্ধন করিয়াছ ক্ষয়।
যে জানিল তব প্রেম ভক্তি মর্মে ,
ভক্ত এস নব জাগ্রত প্রাণে ,
লও হে দীক্ষা তারি জয় গানে,
পুণ্য সেবাব্রত লও দেশময়।
- সন্তোষ কুমার পাত্র

৯৭ ১। দেখ ! মরিয়ম কাঁদেন ,

দেখ! মরিয়ম কাঁদেন ,
ঐ যীশুর কবরে
ঐ যীশুর কবরে।
২। ক্রুশে হত হইলেন,
ও প্রেকে বিদ্ধ হন।
৩।যোষেফ চাইলেন দেহ,
ও নিজে কবর দেন।
৪। দূত স্বর্গ হইতে আইলেন,
ও পাথর সরাইলেন।
৫। প্রভু হইলেন জাগ্রৎ
ও মৃত্যুঞ্জয় হইলেন।
৬। প্রভু খুলিয়া দিলেন ,
ঐ স্বর্গের মুক্তার দ্বার।
৭। বল হাল্লিলুয়া
সকলে মিলিয়া।
-ডবলিউ. আর.জেমস(১৮৯৬)

৯৮ মরণজয়ী হে বীর তোমায়

প্রণাম করি প্রণাম করি ।
বিশ্ব ভুবন উঠুক জেগে
অমর প্রেমিক তোমায় স্মরি।
মরণ আজি তোমার কাছে,
জীবন পেয়ে লুুটিয়ে আছে,
তোমার দু’টি চরণ ধরি ॥
তোমার প্রেমের অভয় বাণী
পাঠিয়ে দিও ধরায় আজি,
তাহার মধুর পরশ পেয়ে
সবার হৃদয় উঠুক বাজি।
পাপ অবিচার হিংসা দ্বেষ,
যাতনা আর দুঃখ- ক্লেশ,
যায় যেন আজ সকল মরি ॥

৯৯ ১। দ্য যীশু উঠিলেন, হাল্লিলুয়া!

ইহা কেমন শুভ দিন, হাল্লিলুয়া!
খ্রীষ্টের আত্ম- বলিদান, হাল্লিলুয়া!
সাধে মোদের পরিত্রাণ, হাল্লিলুয়া!
২। আইস আমরা হৃষ্ট হই, হাল্লিলুয়া!
স্বর্গ রাজ্যের কীর্তি গাই, হাল্লিলুয়া!
ক্রুশে যিনি মরিলেন , হাল্লিলুয়া!
তিনি নিত্য জীবন দেন, হাল্লিলুয়া!
৩। আহ্লাদ কর ভক্তগণ , হাল্লিলুয়া!
খ্রীষ্টের নামে সর্বক্ষণ, হাল্লিলুয়া!
মৃত্যুচ্ছায়া হইল নাশ , হাল্লিলুয়া!
জীবন- দীপ্তি পায় প্রকাশ, হাল্লিলুয়া!
৪। আমরা যেন সর্বদাই, হাল্লিলুয়া!
যীশুর অনুগামী রই, হাল্লিলুয়া!
শেষে মৃত্যু করে জয়, হাল্লিলুয়া!
হইয়া উঠি তেজোয়ময়, হাল্লিলুয়া!
জন্ জেম্স উইট্ব্রেট

১০০ জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যীশু হে, পতিত- পাবন।

পতিত- পাবন, অধম-তারণ, পতিত -পাবন, কাঙ্গাল- শরণ।
১। তুমি পাপীকূলে উদ্ধারিতে, সহিলে মরণ,( দয়াময় হে)
তুমি কন্টক-মুকুট শিরে করেছ ধারণ।
২। তুমি অপার পাপ- সাগরে ,পাপীর তরে,(প্রেমময় হে)
তুমি প্রায়শ্চিত্ত পুণ্য - সেতু ক’রেছ স্থাপন।
৩। তুমি প্রেম -ধন বিতরণে, দীনগণে, (দীননাথ হে)
তুমি চিরসুখী করিয়াছ ওহে নারায়ণ।
৫। তুমি বলিরূপ উপহারে ক্রুশোপরে ( প্রেমময় হে)
তুমি পাপী - ত্রাণ হেতু রক্ত ক’রেছ সেচন।
-লক্ষ¥ীনারায়ণ দাস(১৮৯০)

১০১ আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পিরত্রাণ

যীশু উঠেছেন ধেখ পাপীরে করিতে ত্রাণ।
১। চেয়ে দেখ কবর পানে যীশুর দেহ নাই সেখানে,
(শুধু ) বস্ত্রগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্যদান।
২। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে,
(ও ভাই) মৃত্যুঞ্জয়ী যীশু সেই সত্যের চির প্রমাণ।
৩। যীশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গ দুয়ার দিলেন খুলে,
(আমরা ) যাব যাব স্বর্গে যাব যীশু- রক্তে পেয়ে ত্রাণ।
৪। নেচে নেচে তালে তালে ,সবে মিলে বাহু তুলে;
(এখন) জয় যীশু জয় যীশু বলে কর তাঁহার গুণকীর্তন।
-ইউসুফ বিশ্বস

১০২ সবে বল আনন্দে

যীশু জয়
যীশু করেছেন মৃত্যুঞ্জয়।
১। পাপ অন্ধকারে
ছিলেন মৃত্যুর হুল, করি নির্মূল,
হয়েছেন উদয় - বল জয়।
২। যত প্রহরী দল, সবে হল দুর্বল,
বল জয়।
তারা আচম্বিতে, দেখে দূতে,
পড়িল ধরায় - বল জয়।
৩। মরিয়ম ধ্বনি,কুত’হল মানি
বল জয়!
ও সে যীশুর মুখে চেয়ে দেখে
এই কি দয়াময়? বল জয়।
৪। যীশুর সুহৃদগণ, ছিল শোকে
মগন, বল জয়!
তারা আবার দেখে , শ্রীযীশুকে
প্রফুল্ল হৃদয় - বল জয়।
৫। ভ্রাতা ভগ্নীগণ, চিন্তা কি কারণ?
বল জয়!
যীশুর উত্থানেতে , কবর হতে,
উঠিবে নিশ্চয় - বল জয়।
-বিজয় নাথ সরকার

১০৩ মোদের প্রভু আর কবরে নাই উঠিয়াছেন ভাই,

মোরা জয়ী প্রভুর ধ্বজা তুলি মহানন্দে গাই।
১। মৃত্যু কোথায় তোমার হুল,
তোমার ভেঙ্গে গেছে ভুল;
সর্বশক্তি যীশুর শক্তির কাছে নাহি তুল,
(আজি) দিয়াবল পরাভ’ত সর্বভাবে সর্ব ঠাঁই।
২। যীশুর গৌরব উত্থাপন,
পাপীর মরণে জীবন
নিরাশায় জাগল আশা , নূতন স্পন্দন,
(দেখ) নকেভীতি দূরে গেল, ভাবনা ভয়,
আর কিছু নাই।
৩। এস পাপী- তাপী জন
লহ যীশুর শরণ,
কোথা পাবে হেন বন্ধু প্রেমিক সুজন,
(এস ) পরিশ্রান্ত ভারাক্রান্ত সর্বজনে ভাই।
-বিপিন বিহারী সাংমা

১০৪ কাঁপায়ে মেদিনী , কর জয় ধ্বনি,

মাতিয়া উেঠুক যতেক প্রাণ;
মৃত্যুকে করিয়া জয় , হইলেন মৃত্যুঞ্জয়,
গাও সবে তাঁর গুন গান।
১। তাঁহার উত্থানে, পাপীরা এক্ষণে,
পাইল অনন্ত জীবন,
মৃত্যুঞ্জয়ী হইলেন, স্বর্গ - দ্বার খুলিলেন ,
পরাহিত হইল শয়তান।
২। ধন্য আত্ম- বলিদান দিয়ে ক্রুশে নিজ - প্রাণ,
মৃত্যু জিনি ত্রাতা উঠিলেন,
দিয়ে শেষে নারায়ণ , শিষ্যগণে দরশন,
করিলেন স্বরগে প্রয়াণ।
৩। ভাই ভগ্নী মিলি , মন - প্রাণ খুলি,
গাই সবে ঈশ গুন গান,
কৃতজ্ঞ অন্তরে ,সঁপি তাঁর করে,
নিজ নিজ দেহ - মন - প্রাণ।
- বিনয় ভূষণ সাংমা

১০৫ এস সবে গাহি বিজয় গান,

মরণ জয়ী যীশু রাজার জয় জয় গান।
১। মৃত্যুর বাঁধন ছিন্ন হ’ল
রুদ্ধ কবর খুলে গেল
যীশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি,
জয়োল্লাসে গাহি জয় গান,
যীশু রাজার জয় জয় গান।
২। মুক্তি সাধন পূর্ণ হ’ল
পাপী মানব মুক্তি পেল,
মৃত্যু পরাভূত স্বর্গ দ্বারমুক্ত
পেয়ে অভয় তাই গাহি গান,
যীশু রাজার জয় জয় গান।
৩। বাজিয়ে তুরী মোরে নিতে ,
আসবেন পুনঃ ধরা মাঝে,
পূজিতে এস তাঁরে , ভক্ত গন সাথে,
স্তুতি প্রতাপের গাহিক গান,
যীশু রাজার জয় জয় গান।
-বীণা দত্ত

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews