খ্রীষ্টীয় গানের বই - সায়ংকাল



নিচে আপনার পছন্দের গান টাইপ করুন



সায়ংকাল (36-38)

গানের শিরোনাম
MP3 Dwonload

36. মম ত্রাণ-ভানু, যীশু দয়াময় হে,

তুমি যুদ রহ কাছে, নাহি নিশা-ভয় হে।
১। তব মুখ সুধাকর, হেরি যেন নিরন্তর,
দিবানিশি মম হৃদে হইও উদয় হে।
২। পাপ-তমঃ ভ্রান্তি যত, কর নাথ তিরোহিত
তব প্রীতি-করে পূর পাতকি-হৃদয় হে।
৩। যবে মম এ নয়ন, হবে নিদ্রাতে মগন,
তোমাতে বিশ্রাম যেন লাভ মম হয় হে।
৪। নিশি দিন মম সাথ, রহ ওহে ত্রাণনাথ,
জীবনে মরণে যেন পাই শ্রীচরণ হে।
যাকোব কান্তিনাথ বিশ্বাস

37. ১। দিবসের হইল অন্ত, প্রভু হে,

না ছেড়ো তুমি আপন ভৃত্যকে,
যদিও অন্য সঙ্গী নাহি রয়,
মোর সঙ্গে থাক যীশু দয়াময়।
২। এ মর্তজীবন চলে বেগবান,
ও ক্ষণেক পরে হইবে অবসান,
সংসারে দেখি কিছু নিত্য নাই;
মোর সঙ্গে থাক, যীশু নিত্যস্থায়ী।
৩। দুঃখেও আমার হবে না বিষাদ
করিলে তুমি আমায় আশীর্বাদ;
নাই মৃত্যুতে নাই পরলোকে ভয়
তোমাকে পাইলে, যীশু দয়াময়।
৪। পাপিষ্ঠ আমি ধরি তব ক্রুশ,
মার্জনা কর মম পাপ ও দোষ;
দিন যামিনী, হে প্রভু, সঙ্গী হও,
ও শেষে তব স্বর্গ- জ্যোতি দেও।
(আদি) এইচ.এফ লাইট (১৮৫০)
(অনুবাদ) আর.পি.গ্রীভস ( ১৮৬৫)

38. ১। দিবস হইল অবসান, চিন্তা কর, মম প্রাণ

সেই দিবস আমি চাই, যাতে কোন রাত্রি নাই।
২। আকাশ হইল অন্ধকার, দীপ্তি নহে দৃশ্য আর;
যীশু তুমি নিকট হও, তব জীবন-দীপ্তি দেও।
৩। সূর্য হইল অন্তর্হিত, রাত্রি এখন উপস্থিত,
ধর্ম-সূর্য যীশু হে! উঠ আমার অন্তরে!
৪। শ্রমে কøান্ত প্রাণীগণ, করে নিদ্রার অন্বেষণ;
প্রভু, আমি তব ঠাঁই, নিত্য শান্তি যেন পাই।
৫। যখন হবে মৃত্যু-রাত, যীশু থেকো আমার সাথ,
স্বর্গের নিত্য আলোকে, গ্রহণ কর আমাকে।

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews