৩৪৭ শেসের দিবস ভয়ঙ্কর, ভেবে দেখ একবার ,
(দূরগণ সাথে, যীশু মেঘ-রথে,
আসিয়া মর্ত্যেেত করিবেন বিচার)
১। স্মরণ- পুস্তক তখন খোলা যাবে ,
গুপ্ত বিষয় তখন প্রকাশিত হবে, (সকালে দেখিবে)
(তখন) ভন্ড সাধু যত, হইবে দূূষিত,
(ও পাপী ) আজন্মের মত, করবে হাহাকার।
২। গত পাপ যত হইবে স্মরণ,
পাপনলে হৃদি জ্বলিবে তখন (অনিবার হতাশন )
(বলবেন) যাও নরকেতে, শয়তানের সাথে,
(ও পাপী) তোমার জন্যেতে এই অধিকার।
৩। এস আমার ভক্ত বস আমার দলে ,
দুঃখের শান্তি ভোগ কর এই স্থলে, তোমরা সকলে
দূরে গেছে, ক্লেশ, নাহি দুঃখ লেশ,
(আমার) আঙ্গীকৃত দেশ, কর অধিকার ।
-মধুসূদন সরকার (১৮৯৬)
|
|