আমি এই শিশুকালে করব ভজনা, ভজনা, ভজনা হে।
১। ওহে প্রিয় যীশু মোর ,
আমি ক্ষুদ্র মেষ তোমার ,
নাথ সহায় হও মোর,
তোমায় ভূলবো না, ভূলবো না হে।
২। ভালোবাসিব তোমারে ,
পাপ হতে থঅকিব দূরে ,
কভু তব প্রেম ছেড়ে,
আমি যাবনা , যাব না হে।
৩। আমার এই ক্ষুদ্র মন,
করি তোমায় সমর্পন ,
বাধ্য, রেখে সর্বক্ষন,
কর সান্ত¦না, সান্ত¦না, সান্ত¦না হে।
-প্রভাতচন্দ্র দাস (১৮৯৫)
৩৫০ ১। হে যীশু শুন ২। আমার কি আছে ৩। মোর সঙ্গে থাক
এই প্রার্থনা, দিবার তোমায় যীমু আমার
মোরমনে শান্তি দাও ক্ষুদ্র ভক্তি ও প্রেম হৃদয়ের রাজা হও
করে দয়া। দিও তব পায় রাজা নাই আর
-মিসেস ক্রফট্স
৩৫১ যীশুর মত হইতে চাই,
সকল স্থানে,সর্বদাই,
ঘরে, স্কুলে,কাজে তাই--
যীশুর মত হতে চাই।
মিসেস ক্রফট্স
৩৫২ ১। ঈশ্বর মোরে সৃষ্টি ¯েœহ-চোখে দেখিলেন;
¯েœহ করে মোরে ধরে, ¯েœহ-মূর্তি আঁকিলেন;
কি আশ্চর্য! তাঁর সৌন্দর্য, মম মুখে রাখিলেন।
২। ফুলের চেয়ে ছেলে-মেয়ে সৃষ্টিকতাঁর প্রীতিকর
তাঁর এই আশা-ভালোবাসা, পূর্ণ হোক সবার অন্তর,
ফুল বলে শিশুদলের, প্রেমী থাক নিরন্তর।
-ডবলিউ, কেরী
৩৫৩ ১। ছোট ফুল, ছোট ফুল ২। ছোট ফুল, ছোট ফুল
৩৫৩ ১। ছোট ফুল, ছোট ফুল ২। ছোট ফুল, ছোট ফুল
তুমি কেমন সুন্দর, তোমারে কে রাখেন?
তোমারে দেখিলে ফুলে কয়, প্রেমময়
সুখে নাচে অন্তর। আমায় দেখে থাকেন।
ধূয়া :পিতা ফুকে ভালোবাসেন ৩। ছোট ফুল, ছোট ফুল
যতœ করে রং সাজান তোমার কাছে শিখি,
আমাদেরও তিনি রাখেন বেশ সুখে পিতাকে
তাঁর প্রশংসা করি গান। (তুষতে) চেষ্টায় থাকি।
-মিসেস্
৩৫৪ ১। বৈৎলেহমে গোয়াল ঘরে
যাবপাএে শুয়ে
ছোট শিশু মোর যীশু
জন্ন লয় শান্তিতে,
আকাশে তারা হাসে
প্রভুকে দেখিয়ে,
ছোট শিশু মোর যীশু
খড়েতে ঘুমায়ে।
৩৫৫ ১। ছোট পাখী আলোতে ,
গাহে উড়ি বায়ুতে ;
আমি যীশুর পাখী
প্রেম – আনন্দে কাল
কাটাই।
২। ছোট পাখী রাত্রিতে,
বাসাই ঘুমাই শান্তিতে;
আমি যীশুর পাখি তাই
আঁধারেও অভয় পাই।
৩।ছোট পাখী পিঞ্জরে,
পালক পাইলে গান করে;
আমি যীশুর পাখি তাই
দুঃখতেও শান্তি পাই।
৪।ছোট পাখি ভাবেনা
তবু খাইতে পাই কি না
আমি যীশুর পাখি তাই
তাঁরই হাতে সবই পাই।
৫।ছোট পাখি ফাঁদেতে,
ডাকে রক্ষক বাঁচাতে;
আমি যীশুর পাখি, তাই
পাপের ফাঁদে রক্ষা পাই।
৬।ছোট পাখি অনুক্ষণ,
তুষে যখন যীশুর মন;
কত অধিক, আমাতে,
তারই পাওনা প্রেমেতে।
৭।ছোট পাখি বাসা পায়,
যীশু পান নাহি এ ধরায়;
ভেবে সকল কষ্ট তাঁর,
দিব নাকি প্রেম আমার ?
৮।ছোট পাখি জানে বেশ;
কোন পথে যায় দূর দেশ;
আমি যীশুর পাখি তাই
স¦র্গের দিকে চলে যাই।
-ডবলিউ, কেরী (১৮৯৫)
৩৫৬ ১।মধুর সুরে শিশু গাহে
শুনে তাদের মিষ্টি স্বর;
তারা কেমন মধুর রবে
গাহে যীশু মিত্রবর—
ধূয়া – হাল্লিলুয়া!
গাইও যীশুর নামে গাইও,
প্রিয় শিশু,
গাইও সদা গাইও ,
ঐ শুন সুধাস্বর
হাল্লিলুয়া!
২।সুখী অতি পৃথ্বীভূমি,
শুনে ওই সমষ্টি স্বর,
হর্ষপূর্ণ সঙ্গীত ধ্বনি
তৃপÍ করে সব অন্তর ।
৩।মোদের অন্তঃকরণ তখন,
দুঃখ চিন্তা করে না ,
ঐ সঙ্গীতের ধ্বনি যখন
স্পরূপে যায় শুনা।
৪।তখন যীশু নামটি আসি
হৃদি-মাঝে পশিবে;
দুঃখ,কষ্ট,চিন্তা নাশি
শান্তি প্রদান করিবে।
৩৫৭। ১।মোর প্রভুর প্রেমে সুখী হই,
যেমন মৎস সলিলে
তাঁর কোমল শিক্ষা মধু লই,
যেমন ভৃঙ্গ কমলে।
ধূয়া- আমি যীশুকে ভালবাসিব
প্রভূর সঙ্গে সদা থাকিব,
তাঁর বিশ্বস্ত শিষ্য হইব।
২।মোর প্রভূর বাক্যে চলিতে হয়,
যেমন বাদাম বায়ুতে;
কজ্বা বিনা দ্বার কিছু নয়,
তরি ফিরে হালেতে।
৩।মোর প্রভুর শান্তি নিরমল,
মম মনে বহিলে,
সে কেমন শোভা! নদীর জলে
যেমন জ্যোৎ¯œা হিল্লোলে।
৪।চাই যীশুর ক্রুশের ভাগী হই,
তাঁরই প্রেমে ধরি প্রান,
নিজ হাতে ‘প্রেকের চিহ্ন’ লই,
ভাবি পরের পরিত্রাণ।
-ডবলিউ, কেরী (১৮৩৯)
৩৫৯ ১।প্রেম থাকিলে ঘর বাড়ীতে, কি মধুর ভাব হয় দেখিতে,
আঁধারে প্রদীপ জ্বালিলে, ঠিক সেরূপ হয়- প্রেম থাকিলে।
২।প্রেম থাকিলে শয়তান পলায়, ক্রোধ ঝগড়া বিবাদ চলে যায়,
আর দূতগন, শূন্যস্থান পাইলে , অতিথি হয় প্রেম থাকিলে।
৩।প্রেম থাকিলে , কি মিষ্ট স্বর! কি দয়া দৃষ্টি পরস্পর,
বিরক্তির কারণ হইলে, রাগ উঠেনা- প্রেম থাকিলে।
৪।প্রেম থাকিলে কি ন¤্রতা! মা বাপের প্রতি বাধ্যতা;
ফুল ফিরে ভানু দেখিলে; সেই বাধ্যতা প্রেম থাকিলে।
৫। থাকিলে কি সুন্দর ফল ! ভাই বো ন মিলে, এক সেবক -দল
সানহায্যের সুযো গ পাইলে, খুব সুখি হই- প্রেম থাকিলে।
৬। প্রেম থাকিলে, হ্যাঁ! কথা তাই, মোর মনে কিন্তু নাই,
হে যীশু! দাও, ভান্ডার খুলে। তোমারই দান প্রেম থাকিলে।
-ডবলিউ কেরী (১৯০২)
৩৬০ ১।আমি যীশুর ছোট শিশু, তাঁর কোলে থাকিতে চাই,
প্রভাতে ডাকি – যীশু! ও যখন শুইতে যাই;
কি খেয়াল কিম্বা স্কুলে, তাঁর প্রেে ম সুখী রই,
চাই , নিত্য সুযোগ পেলে , তাঁর সেবায় রত হই।
ধূয়া-যীশু তোমার শক্তি চাই, অতি দূর্বল আমি,
রক্ষা কর সর্বদাই- তোমার অনুগামী।
২।আমি যীশুর ছোট শিষ্য, তাঁর পদে শিক্ষা পাই,
তাঁর মুখে ষন্তোষ-হাস্য , সবকালে দেখতে চাই;
তাঁর বাক্য যদি ভুলি, মোর গুরু দুাখত হন ,
তাঁর আজ্ঞায় যেন চলি, আজ ন¤্র করি মন।
৩।আমি যীশুর ছোট সাক্ষী, যেকোন স্থানে হয়,
সে স্থানে সাক্ষ্য দেওয়া, কি মেরি কর্তব্য নয়?
আজ হৃদয় দ্বার খুলি, আর গুপ্ত প্রার্থনায়,
প্রে ম ব্যবহারে বলি., যে ভালোবাসি তায়।
৪।আমি যীশুর ছোট সৈন্য, খুব সাহস করিব,
সে উত্তর যুদ্ধের জন্য প্রস্তুত থাকিব;
বিক্ষপ অনেক আছে, এ যুদ্ধ সহজ নয়,
মোর সেনাপতি কাছে, আর আমার কীসের ভয়?
৩৬১ ১। যীশু সঙ্গে থাক, দয়া চাই;
পাশে পাশে রাখ----
সর্বদাই।
২। ছোট ছেলের পক্ষে,
পথ দুর্গম;
দৃশ্য কিন্তু চোখে ---
৩। ধর, হস্ত দিয়া ,
শক্তি নাই,
পাছে পড়ে গিয়া ---
ব্যথা পাই।
৪। নানা বিপদ আছে,
যথায় পথ;
পদে পদে কাছে---
রাক নাথ।
৫। যত দূরে যাত্রা ,
এ ধরায়;
রেখ, প্রিয় ত্রাতা ----
স্ব-ইচ্ছায় ।
৬। সূর্য যেমন ফুরে দীপ্ত দেয়;
উজ্জ্বল আলো ঢেলে----
দেও আমায়।
৭। তোমার সঙ্গ পেলে,
চলে যাই,
শেষে যেন কোনে---
বিশ্রাম পাই।
----ডবলিউ ,কেরী (১৯০৫)
৩৬২ ১। যীশু যদি বলেন , যাইতে ---সেখানে,
যেখানেই বলেন , যাব সেখানে।
২। যীশু যদি বলেন, থাকিতে ---সেখানে,
যেখানেই বলেন , বর সেখানে।
৩। যীশু যদি বলেন করিতে --- সেখানে,
যেই কার্য বলেন ,করব সেখানে।
৪। যীশু যদি বলেন , সহিতে --- সেখানে।
যেই কষ্ট বলেন ,যাইতে ----সেখানে,
বলেন ,আমি সঙ্গে যাব সেখানে।
----ডবলিউ,কেরী (১৮৯৬)
৩৬৩ বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর(৩)
বৃষ্টি নামিল ঝম ঝম
বৃষ্টি নামিল , বান আসিল(৩)
কিন্তু সেই ঘর নড়িল না।।
বোক বাঁধিল বালুচরে ঘরে(৩)
বৃষ্টি নমিল ঝম ঝম
বৃষ্টি নামিল ,বান আসিল(৩)
কিন্তু সেই ঘর রহির ন॥
যীশুতে আমি বাঁধিব মোর ঘর(৩)
বৃষ্টি নমিবে ঝম ঝম
বৃষ্টি নামিবে , ঢল আসিবে(৩)
কিন্তু সেই ঘর ভাঙ্গিবে না ॥
৩৬৪ আমরা যাইব ,স্বর্গে যাইব, কোন বাধা মানব না;
কআমরা যাইব ,শীঘ্র যাইব , সেথায় তুফান হইবে না।
১। যাত্রি তুমি কোথায় যাইবে? দেখ তুফান আসিবে,
----ঝড় ও তুফান ভাই কি করিবে? স্বর্গে যাইতে হইবে।
২। যাত্রি তুমি কি বিদেশী, ঝড়ের বিপদ জান না?
-----বিপদ -আপদ ভাই কি করবে ,আমি হেতায় রব না।
৩। যাত্রি ,অল্পক্ষণ থাক , ব্যস্ত কেন অকারন?
----না ভাই চলিতেছি ,পেয়ে প্রভু যীশুর নিমন্ত্রণ।
৪। যাত্রি ,আমায় লইয়া যাও না ,স্বর্গে যেতে পারি কি?
----হাঁ ভাই ,এস , সঙ্গে এস ,যীশু ডাকেন তোমাকে।
-----জন পেঙ্গওয়ের্ণ জোন্স
৩৬৫ ১। যীশুর প্রোমে, যীশুর প্রেমে সুখ ও শান্তি পাই;
পাশে থাকেন ,দৃষ্টি রাখেন,
জানি সর্বদাই।
ধূয়া-ভাল বাসেন ,যীশু নাথ আমায়,
মনে মনে ,প্রতিক্ষণে ,গাইলে প্রাণ জুড়ায়।
২। যীশুর বরে, যীশুর বলে,
হৃদয় রক্ষা পায়;
তাঁরে যখন ডাকি ,তখন দুঃখ দূরে যায়।
৩। যীশুর দয়া ,যীশুর দয়া,
তার তো সীমা নাই;
পড়ে গেরে ,ধরেন তুলে,
পাপের ক্ষমা পাই।
৪। যীশুর ইচ্ছা ,যীশুর ইচ্ছা ,
পালন করতে চাই;
প্রিয় ত্রাতা ,জ্যেষ্ট ভ্রাতা,
ভালবাসি, তাই।
৫। যীশুর সেবা ,যীশুর সেবা ,
ভাল লাগে ভাই;
সুযোগ পেয়ে , সুখী হয়ে,
কার্যে কাল কাটাই।
৬। যীশুর হৃদয় ,যীশুর হৃদয় ,
ধারণ করতে চাই, প্রার্থনাতে , শাস্ত্র পাঠে
রত থাকি, তাই।
-----ডবলিউ,কেরী(১৮৯৬)
৩৬৬ প্রভু রেখ মতি তোমার চরণে
১। অজ্ঞান বালিকা মতি, কিবা জানি স্তব স্তুতি,
নাহি জানি ডাকিব কেমনে---২।
২। শত্রু আদি মোহ মায়া অনিত্য জীবন কায়া,
এ কথাটি থাকে যেন মনে ----২।
৩। সকলের মূলে তুমি ,তোমার প্রেরিত আমি,
ভাবি যেন শয়নে স্বপনে----২।
৩৬৭। নয়ন যুগল ঈশ্বরকে দেখিতে,
কর্ণ দুটি বচন তাঁর শুনিতে;
পদদ্বয় যেন তাঁর কাজে লাগাই;
জিভ্ আছে এক সত্য বলিতে,
হৃদয়, সবে প্রেম করিতে,
লও এখন , নাথ --- এ সবই আমার ,
সদাই হোক --তোমার।
-----ডবলিউ,কেরী(১৯০৫)
৩৬৮ ১। তব মুখে রাগ বাক্য এনো না মোর এ বিনয়,
মনের মধ্যে চেপে রাখ, পাছে জিভ অশুচি হয়।
ধূয়া-সকলে কর প্রেম
‘পরস্পর প্রেম’
যীশুর নতুন আজ্ঞা পালিও;
সকলে কর প্রেম ,
পরস্পর প্রেম
---স্বর্গ পিতার সন্তান হও।
২। প্রেম পবিত্র ,অতি নির্মল, বন্ধুভাব কি মিষ্ট নয়?
কিন্তু ক্রেুাধানলে সকল এক নিমিষে নষ্ট হয়।
৩। কত রুটি নিয়ে চলে এলো হেথায়;
দেখে দূর হতে, যীশুর সাথে অনাহারে,
কত নরে ,ক্লান্তি ভারে, যে পাহাড়ে যায়।
১। সঙ্গে যবের রুটি ,ভাজা মৎস্যা দু’টি,
মনে ইচ্ছা করে ,ক্ষণ পরে কুটি ছিঁড়ে,
উদর পুরে, ধীরে ধীরে ,মৎস্য দিয়ে খায়।
২। শিষ্য কয় যীশুকে বিদায় কর লোকে,
যীশু কহেন ফিরে শিষ্যদেরে ,তোমরাই নরে
পানাহারে,শান্ত করে , করহ বিদায়।
৩। শুনে শিষ্যর কথা, বালক পেল ব্যথা ,
নিয়ে পঞ্চরুটি ,মৎস্য দুটি ,যীশুর কাছে
গিয়ে ছুটি ,ভক্তি ভরে যীশুর হাতে দেয়।
৪। যীশু আশিস করে ,দিলেন রুটি ছিঁড়ে,
করে বিতরণ , শিষ্যগণ ,যে যেমন করে ভোজন ,
ক্লান্ত দেহে কত আরাম পায়।
৫। ওহে প্রভু যীশু ,আমি ছোট শিশু,
আমার ছোট শক্তি ,ক্ষুদ্র ভক্তি ,
কাজের প্রতি অল্পাসক্তি ,
আশিস কর, যেন বৃদ্ধি পায়।
-----বিজয়নাথ সরকার
৩৭০ ১। পুত্র - হায়! দুষ্ট ছেলে আমি জনকের জনকের;
সব নাশিয়াছি আমি জনকের ।
কেবল আমার জন্য, কার হৃদয় শান্তি শূন্য?
সর্বদা মন ক্ষুণœ জনকের জনকের !----
এখন ধরি চরণ জনকের।
২। পিতঃ গো দয়া ক্ষমা দেও ,ক্ষমা দেও;
স্বর্গের বিরুদ্ধে পিতঃ, তোমার সাক্ষাতে কত,
যে পাপ করেছি ক্ষমা দেও , ক্ষমা দেও।’
৩। পিতা ---ঐ কেরে নত হয়ে পড়ে যায় ,পড়ে যায়
বাতাসে আছাড় খেয়ে পড়ে যায়।
পাপ রূপ কর্দম মেখে, দুঃখ --- শেল বিন্ধ বুকে,
ক্ষমা দেও , বলে ডেকে, পড়ে যায়, পড়ে যায়----
আমার চরণের দিকে পড়ে যায়্
৪। বাপরে কি এলি ফিরে ? কোরে আয়, কোলে আয়;
ক্ষমা করিলাম তোরে, কোলে আয়
অক্ষয় আনন্দ পাবে কোলে আয়।
---বিজয়নাথ সরকার
বাইবেলে তা জানা যায়;
তাঁহার শিশু কোমন প্রাণ,
কিন্তু তিনি শক্তিমান !
ধূয়া-হ্যাঁ, ভালোবাসেন ,হ্যাঁ ভালোবাসেন;
হ্যাঁ ভালোবাসেন ,বাইবেল জানা যায়।
২। ভালোবাসেন ,প্রাণ দিলেন ,
স্বর্গের দ্বার ও খুলিলেন ,
তিনি ধুইবেন পাপ আমার
দিবেন স্বর্গের অধিকার।
৩। অশেষ ভালোবাসা তাঁর ,
থাকেন নিকটে আমার;
ছাড়ব না , গেলেও প্রাণ,
আমায় লইবেন স্বর্গ ধাম।
------------মদনমোহন বিশ্বাস
৩৭৩ ধূয়া-উঠ সৈন্য ! সাহস করে দাঁড়াও ,
]
সোজা দাঁড়াও সজ্জা পরে লও;
চল শীঘ্র অগ্রসর হও ----
সেনাপতি যীশুর সঙ্গে যাও।
১। যুদ্ধ হইবে,
শত্রু আসিবে,
এস সৈন্য হে
প্রস্তুত হও;
সজ্জা পর,
ত্রাতায় হের ,
বিশ্বাস কর
ও শক্তি লও।
২। যদি শক্তি চাও ,
যীশু শক্তি চাও,
যীশুর সঙ্গে যাও;
নির্ভয়ের সবে গাও;
‘যীশুর জয়’;
এক সাথ চলিও,
আজ্ঞা পালিও,
স্তব গান করিও,
যীশুর জয়’।
৩। সেনাপতি হে! তব শক্তিতে
সৈন্য দাঁড়াবে সাহসে;
যুদ্ধ জিতিবে, মুকুট পাইবে,
স্বর্গে থাকিবে - হরষে।
জন পেঙ্গওয়ের্ণ জোন্স
৩৭৪ ১। যীশুর কাছে যাইব, --- আলোতে আলোতে
তাহার সঙ্গে চলিব, --- উজ্জ¦ল আলোতে,
পাপের ক্ষমা পাইব, ---আলোতে আলোতে,
পাপ সমস্ত ছাড়িব, --- প্রভুর আলোতে।
ধূয়া- আমরা চলি আলোতে , আলোতে, আলোতে,
আমরা চলি আলোতে , প্রভুর আলোতে।
২। যীশুর কার্য করতে চাই, ---আলোতে, আলোতে,
বল ও শক্তি আমি পাই, --প্রভুর আলোতে,
শয়তান কি আর করিবে?--আলোতে, আলোতে,
মোর কি নিকট আসিবে? --প্রভুর আলোতে।
৩। যখন মৃত্যু আসিবে,-- আলোতে, আলোতে,
আমার ভয় না হইবে, -- প্রভুর আলোতে,
স্বর্গে প্রবেশ করিব,-- আলোতে, আলোতে,
চিরকাল থাকিব-- প্রভুর আলোতে।
জন পেঙ্গওয়ের্ণ জোন্স
তোমার ইচ্ছায় মিলায়ে ইচ্ছা, চলবো বলে সভায় আসি।
১। শাস্ত্র- পাঠে, সভাস্থলে, উপাসনায় , সান্ডে - স্কুলে,
নিত্য তোমায় , দেখতে সেথায়, মনে মনে হই প্রয়াসী।
২। সন্ধ্যা কিম্বা প্রাতঃকালে, বসবো তোমার চরণ তলে,
এই প্রতিজ্ঞা, যীশুর আজ্ঞা, রক্ষা করব সুখে ভাসি।
৩। সভায় তোমার রব শুনিব, প্রার্থনা ও গান করিব,
ইহা ছাড়া, কার্য দ্বারা, তোমার সাক্ষী হব আসি।
বিজয়নাথ সরকার
৩৭৭ ১। বিন্দু বিন্দু জলে,
মহাসাগর হয়
বালু- কণা মিলে
করে ক্ষেত্রোদয়।
২। তদ্রƒপ এক এক মিনিট
গণ্য বটে নয়
কিন্তু তাদের যোগে
অনন্ত কাল হয়।
৩। তদ্রƒপ ক্ষুদ্র ভ্রমে
বিপথে যায় মন,
পাপের গভীর পাঁকে
ডুবায় চিরন্তন।
৪। ক্ষুদ্র সর্প কভু
তুচ্ছ বিষয় নয়,
দংশন করে যদি,
প্রাণের হানি হয়।
৫। তদ্রƒপ ক্ষুদ্র দোষে
মহা ক্ষতি হয়,
দেহ আত্মার করে
চির দুঃখময়।
৬। প্রেমের ক্ষুদ্র কথা
দয়ার ক্ষুদ্র কাজ
পরায় পৃথিবীকে
স্বর্গের সুন্দর সাজ।
নৃপালচন্দ্র বিশ্বাস
৩৭৮ প্রঃ ১। কি দিব যীশুর জন্যে উঃ প্রেম দিও যীশুর জন্যে
কি সব দিব আমার রাজাকে? যাও পদে পদে তাঁর পিছনে
সোনা ও রূপা মোর কিছু নাই সর্বদা থাক তাঁর নিকটে
কি দিব যীশুর জন্যে? প্রেমী হও যীশুর জন্যে।
প্রঃ ২। কি পারি যীশুর জন্যে? উঃ গান কর যীশুর জন্যে,
আমার যে শক্তি ও গুণ ধন; সকলের সেবাতে রত হও;
বালকের বুদ্ধি বালিকার মন, ধীর ও সুখী সর্বদাই হও
কি পারে যীশুর জন্যে? সুখী হও যীশুর জন্যে।
প্রঃ৩। ইচ্ছা হয় যীশুর জন্যে উঃ বেশ পার যীশুর জন্যে
প্রেমী ও সুখী ও ন¤্র হই-- প্রতি মুহূর্তে তাঁর শক্তি লও
কায়মনোবাক্যে চেষ্টা করতে অন্তরে থাকেন- সাহসী হও।
পারি কি যীশুর জন্যে? জীবন দাও যীশুর জন্যে।
ডবলিউ. কেরী
৩৭৯ ১। আমি যীশুর ছোট মেষ
প্রতিদিন মোর সুখ অশেষ
তিনি রক্ষা করেন বেশ - তাঁর ছোট মেষ!
ধূয়া - ভালবাসেন আমারে, শুচি করেন অন্তরে,
কোলে রাখেন আদরে, ---তাঁর ছোট মেষ।
২। পাঁচনি সুপথ দেখায়,
বাহু প্রেমের চৌকী দেয়,
সদানন্দে থাকি তায়-- তাঁর ছোট মেষ!
৩। থাকি যীশুর খোঁয়াড়ে,
পূর্বে ছিলাম বাহিরে,
শান্তি পাই অন্তরে-- তাঁর ছোট মেষ!
৪। যীশুর পালে চরিব,
পালক ভালবাসিব,
পদে পদে চলিব-- তাঁর ছোট মেষ!
ডবলিউ .কেরী
৩৮০ নির্ভর কর তাঁয়, প্রেমে থাক তাঁর,
নির্ভর কর তাঁয়, লইবেন তিনি ভার,
নির্ভর কর তাঁয়, কত সুখ অপার
তাঁহারি আলিঙ্গনে।
১। কর ভরসা খ্রীষ্ট যীশুরে
তোমার বন্ধু তিনি ২
তাঁহারি হাতে সঁপিলে জীবন
পাবে পরশমণি।
২। কর ভরসা খ্রীষ্ট যীশুরে
উজ্জ্বল হইবে পথ (২)
যে পথে তিনি নিবেন তোমায়
হও তারি অনুগত।
৩। কর ভরসা খ্রীষ্ট যীশুরে
দুর কর চিন্তা (২)
সমস্ত ভার তাঁয় অর্পণ কর
প্রভু জগৎ কর্তা।
৪। কর ভরসা খ্রীষ্ট যীশুরে
প্রেম করেন তিনি ২
তাঁর ভালবাসা কভু শিথিল নয়
মহৎ হৃদয়খানি।
৩৮১ ১। আমার কেন সুখী হইলাম তুমি জানতে চাহ ভাই?
আমরা যীশুর ছোট বন্ধু সদাই অতি সুখী তাই।
ধূয়া- আমরা ছোট বন্ধু, আমরা প্রিয় বন্ধু,
আমরা যীশুর সুখী, সুখী ছোট বন্ধু,
আমরা ছোট বন্ধু, আমরা প্রিয় বন্ধু,
আমরা বড় সুখী তাই।
২। যীশু শিশুগণকে চাহেন, তিনি ভালবাসতেছেন,
একদা আর্শীবাদের জন্য তিনি কোলে লইলেন।
৩। যীশু মোদের প্রিয় পালক, আমরা তাঁহার ছোট মেষ,
মোদের যতœ করতেছেন, দূর করেন দুঃখ- ক্লেশ।
৩৮২ ১। আমার মনে আর আনন্দ ধরে না (২)
যীশু আমারই.. আমি তাঁহারই,
আমার মনে আর আনন্দ ধরে না ।
২। প্রেম ও ভক্তি দিলাম যীশুর চরণে।
৩।আমার জীবন যীশুর জন্য যাপিব
পরের সেবাতে..প্রভুর কার্যেতে
আমার জীবন যীশুর জন্য যাপিব।
৪। যীশুর মত হইতে যতœ করিব
বাসনা তাঁহার ...পূর্ণ করিবার।
যীশুর মত হইতে যতœ করিব
মিসেস ক্রফটস
৩৮৩
আমরা প্রভু যীশু খ্রীষ্টের উদযোগী দল।
১। যদি জিজ্ঞাস করে কেহ - কারা এ সকল?
বল - উদযোগী দল।
২। যীশুর সেবায় সুখী থাকি, সবই প্রেমের ফল,
বল- উদযোগী দল।
৩। জানি, যীশুর রক্তে হৃদয় হয়েছে অমল;
বল- উদযোগী দল।
৪। জ্যোতির্ময় জীবন - তেজে মন ও মুখ উজ্জ্বল,
বল- উদযোগী দল।
৫। জয় হব যীশুর জন্যে- যদিও দুর্বল;
বল- উদযোগী দল।
৬। প্রভু যীশুর কাছে পাব দিনে দিনে বল,
বল- উদযোগী দল।
৭। যীশুর ধ্বজা তুলে চলি জয়ী সেনা-দল;
বল- উদযোগী দল।
ডবলিউ. কেরী
৩৮৪ ১। যীশুতে নির্ভর করি- শক্তি লভিতে;
করি এই প্রতিজ্ঞা আমি -সভাতে।
২। প্রভুর যে সমস্ত ইচ্ছা- করিতে পূরণ,
প্রাণপণে চেষ্টা করব-সর্বক্ষণ।
৩। প্রার্থনা ও শাস্ত্র পাঠ নিত্য করিব;
নিজ মন্ডলীর জন্য খাটিব।
৪। ধন্য, প্রভু যীশু ধন্য! দয়াময়!
মম এই প্রতিজ্ঞা যেন সিদ্ধ হয়।
৫। তব শক্তি মম প্রতি - বর্তুক নাথ! এখন,
যেন ধ’রে থাকি তব শ্রীচরণ।
৩৮৫ আমরা স্বর্গের যাত্রিক হই --- জয় হাল্লিলুয়া,
বিজয় গানে দেশ মাতাইÑÑÑজয় জয় হাল্লিলুয়া!
১। তাঁহার কার্য করিব--- জয় হাল্লিলুয়া!
প্রতিদিন জয় করিব --- জয় জয় হাল্লিলুয়া!
২। যীশুর কাছে শক্তি পাই--- জয় হাল্লিলুয়া!
তাঁহার জন্যে জয়ী হই-- জয় জয় হাল্লিলুয়া!
৩। শয়তান কি আর করিবে--- জয় হাল্লিলুয়া!
ক্রুশ দেখিলে পলাবে--- জয় জয় হাল্লিলুয়া!
৪। নূতন সঙ্গীত গাহিব-- জয় হাল্লিলুয়া!
মহানন্দে নাচিব-- জয় জয় হাল্লিলুয়া!
৫। তাঁকে হর্ষে হেরিব-- জয় হাল্লিলুয়া!
তাঁর সদৃশ হইব--- জয় জয় হাল্লিলুয়া!