৩০১ ১। যীশুর সঙ্গে, ক্ষুধা তৃষ্ণা সহিব,
‘গুপ্ত মান্না’ জল অমৃত’ পেয়ে সবই ভুলিব।
ধূয়া-যীশুর সঙ্গে, যীশুর সঙ্গে, যাই ঘটুক, যাইব।
প্রভুর পেছন, প্রভুর পেছন, পদে পদে চলিব।
২। যীশুর সঙ্গে, যীশুর সঙ্গে, বিদ্রƒপ ঠাট্রা সহিব,
পালক প্রভুর, প্রেম আড়ালে, সে সব কেন মানিব?
৩। যীশুর সঙ্গে, যীশুর সঙ্গে, ক্রুশ তলে যাইব,
কাঁটার মুকুট, প্রভুর মাথায়, দেখে সাহস করিব।
৪। যীশুর সঙ্গে, যীশুর সঙ্গে, যখন ক্রুশে মরিব,
আমি পাপী তিনি নিম্পাপ, তাঁরই গুণে বাঁচিব।
৫। যীশুর সঙ্গে, যীশুর সঙ্গে,‘পরম দেশে যাইব।
নেত্র-বারি, সব নিবারি সদানন্দে থাকিব।
উইলিয়াম কেরী
ডাউনলোড
৩০২ আমি দুখে-সুখে সদা তাঁরি মুখ চেয়ে রই,
এ সংসারে কেবা আমার প্রিয় যীশু বই।
১। দুখের সময় হ’লে, তাঁরি কাছে যাই চলে,
চক্ষু দুটি মুছে দিলে, সবই ভুলে রই।
২। হয়ে সুখী সুখকালে, ডাকি তাঁরে যীশু বলে,
মন কথা তাঁরে বলে, আরও সুখী হই।
৩। যীশু আমার সুখে সুখী, যীশু আমার দুখে দুখী,
যীশুর কাছে যত থাকি, তত সুখ পাই।
কে আর আছে নাথ, (আমার) তোমা বই
স্বর্গ কি ধরায় প্রাণ কারে চায়?
আমার হৃদয়ের সুখ-দুখ তোমা বই আর কারে কই।
১। (আমি) কি সম্পদে কি বিপদে, ভাবি বল কার পদে,
জাগে কার রূপরাশি এ হৃদে;
পাতকী- জীবন, নরের তারণ;
(আমি) কার ক্রুশ পানে চেয়ে, এ পোড়া আঁখি জুড়াই?
২। (নাথ) যারে সবে ঘৃণা করে, হেন অধম পাতকীরে,
কে বল গো রাখে সদা অন্তরে;
আমার কারণ , কাঁদে কার মন,
(আমি) কার কোলে মাথা রেখে, কেঁদে সদা সুখী হই?
৩। (আমার) হৃদয় জ্বলিলে পরে, ডাকি কার নাম ধরে,
কে তোষে গো মধুর রবে আমারে;
বিপদ সময়, উদ্ধারে আমায়
(আমি) কার বরে অনিবার, রণ মাঝে জয়ী হই?
অমৃতলাল নাথ
ডাউনলোড
৩০৪ যীশু, তোমা সহ বেড়াব,
নয়ন ভ’রে হেরিব।
১। তোমার দক্ষিণ হাত, ধরে সদা প্রাণনাথ
করি ভয় দূরীভূত, স্বর্গ- পথে হাঁটিব।
২। দুর্দান্ত দুষ্ট সিংহেতে, চাহে প্রাণ বিদারিতে,
তব দত্ত অস্ত্রাঘাতে, দুরাত্মা দল মারিব।
৩। বেড়াইলে তব সঙ্গে, করবে কি পাপতরঙ্গে,
প্রেম-শান্তি ঢেউ সঙ্গে, স্বর্গ দিকে উঠিবে।
৪। সদা তব সঙ্গে রব, উন্মুক্ত স্বর্গ দেখিব,
ধন্য ধন্য ধন্য গাব, মহানন্দে নাচিব।
বেঞ্জামিন বাড়ৈ
ডাউনলোড
৩০৫ ভুলিতে কি পারি তাঁরে,
যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে।
১। সেই নাথ মহীয়ান, মম চিন্তা মম ধ্যান,
জীবন থাকিতে আমি, ভুলিতে কি পারি তাঁরে।
২। অপূর্ব করুণা তাঁর, নাহিক তুলনা যাঁর,
খুঁজিলে এমন প্রেম, কোথা পাব এ সংসারে।
৩। নাহি চাহি কোন ধন, পেয়েছি যে প্রিয় জন,
কন্ঠহার করি আমি, রাখিব নিয়ত তাঁরে।
যাকোব কান্তিনাথ বিশ্বাস
ডাউনলোড
৩০৬ আমার প্রাণ তাঁরে চায়,
লৌহ-শলাকার চিহ্ন যাঁর হাতে পায়।
১। যাঁর বিম্ব ওষ্ঠাধরে ত্রাণ-মধু সদা ক্ষরে,
পাপীর প্রাণ ¯িœগ্ধ করে, যাহার প্রণয়।
২। যাঁহার প্রেম-সলিলে, কঠোর অন্তর গলে,
পাপীর কারণে জ্বলে, যাঁহার হৃদয়।
৩। যাঁর আলিঙ্গন পেয়ে, ভক্তগণ নিরভয়ে,
প্রেমে পুলকিত হয়ে, সঁপেছিল কায়।
৪। যীশু তরে মম প্রাণ, কাঁদিতেছে অনুক্ষণ,
প্রেমেতে পীড়িত মন, ব্যাকুল হৃদয়।
অমৃতলাল নাথ
ডাউনলোড
৩০৭ যীশু-প্রেম সরোবরে, ডুবলে পরে, রতœ নিধি মিলতে পারে।
১। ঐশ্বরিক প্রেমের নদী, নিরবধি, যীশুর নামে উনুই ঝরে,
তৃষিত তাই বিশ্বাস ক’রে, ভক্তির জোরে, নামামৃত পান করে।
২। যার আছে সরল মতি, নিষ্ঠা ভক্তি , সেই সে বারি পান করে,
আমি তাই বাঞ্ছা করি, মীনরূপ ধরি, তলিয়ে থাকি প্রেম সাগরে।
৩। কিবা তাঁর সোনার বরণ কমল লোচন, বদন দেখে মন হরে,
আমি বিনতি করি, চরণ ধরি, দর্শন দেও হে এ কিস্করে।
সিকান্দর সরকার
ডাউনলোড
৩০৮ সদা তুমি আছ কাছে, এ বিশ্বাস দেহ দাসে,
কি আলোকে কি আঁধারে, কি রজনী কি দিবসে।
১। পাপ চিন্তা এলে মনে, যেন প্রভু সেই ক্ষণে,
তোমায় উপস্থিত জেনে , হৃদয়েরে রাখি বশে।
২। পাপাত্মা যখন মোরে, ফেলাইতে চায় ফেরে,
যেন তোমা পানে ফিরে, রাখি দৃষ্টি তব ক্রুশে।
৩। একা হলেও একা নহি,এ বিশ্বাস আমি চাহি,
থাক ওহে ক্রুশবাহী, এ পাপীর হৃদয়াকাশে।
কালীপ্রসন্ন মুখোপাধ্যায়
ডাউনলোড
৩০৯ প্রভু যীশু তুমি আমার, আমি হে তোমার;
কি হবে জগৎ আর!
১। তুমি হে জীবন, তুমি হে ত্রাণধন,
দৃঢ় কর আমার এ মন, তোমার উপর।
২। তোমার দাসে, প্রতি নিমিষে,
বাড়াও প্রেম বিশ্বাসে, লয়ে সকল ভার।
৩। আমি হে তোমার, দেখ নিরন্তর,
জগতে সকলই অসার, বুঝেছি এবার।
রাজেন্দ্রলাল মুখোপাধ্যায়
ডাউনলোড
৩১০ ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যীশু, তোমার চরণ দু’খানি,
আমি রাখব সদা হৃদমন্দিরে, পূঁজব দিবা-রজনী।
১। ঐ চরণের সুশীতল ছায়ায়, আমার তাপিত এ অঙ্গ জুড়ায়,
জুড়ায় আমার তাপিত্ পরাণী;
বসে ঐ চরণে পড়ে মনে স্বর্গের সুখের কাহিনী।
২। বসে আছি সেই দিনের আশায়, দয়াল যেদিন তুমি
ডাকবে আমার, ওপার হ’তে আসবে তরণী,
ছেড়ে অসার সংসার যাব ওপার, যথায় তোমার রাজধানী।
প্রিয়নাথ বৈরাগী
ডাউনলোড
৩১১ আমি রব তোমার চরণ তলে;
তব করে সঁপে প্রাণ, আছি আমি কুতুহলে।
১। জীবনে-মরণে নাথ, থাকিব তোমারই সাথ,
তোমা বিনে প্রাণ বাঁচে না, কেমনে থাকিব ভুলে?
২। ডরি না নাথ, বিপদে, রেখ মতি এ শ্রীপদে,
গণি সম্পদ আপদে,তোমার আশিস পেলে।
৩। দাও হে বিশ্বাস বল, হৃদয় কর বিমল,
দয়া ক’রে এ অন্তরে, জ্বালাও প্রেম অনলে।
৪। দাও তব অনুরাগ, পাপে কর বীতরাগ,
ও চরণে, দয়াগুণে, রাখ নাথ, দাস ব’লে।
মধুসূদন সরকার
ডাউনলোড