নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন
গানের শিরোনাম
MP3 Dwonload
১৮২ আসতে শিশুগণকে আমার নিকট বারণ করিও না,
হাস্যমুখে যীশু বলেন, করি করুণা।
১। শালেমস্থ মাতাগণে, আইল যীশুর সন্নিধানে,
লইয়া নিজ সন্তান সনে, মঙ্গল-কামনা।
২। তাহা দেখি শিষ্য সবে, আপন আপন মনের ভাবে,
আজ্ঞা করে ফিরে যাইতে করি ভর্ৎসনা।
৩। ফিরিবার অগ্রে যীশু, দেখিলেন সে সকল শিশু,
মিষ্টিভাবে বলেন, কেন, কর তাড়না?
৪। বলেন যীশু মধুর ভাবে, রেখে তাদের কৃপার পাশে,
রাখ রাখ শিশুগণে, বিদায় দিও না।
৫। শিশুগণকে ক্রোড়ে করি, হস্ত দিয়া শিরোপরি,
আশীর্বাদ অভয় দানে, করেন সান্ত¦না।
৬। আমি তাদের রাখাল হব, বক্ষঃস্থলে স্থান দিব,
মাতা যেমন শিশুগণে, ত্যজ্য করে না।
৭। স্বর্গ-রাজ্যে শিশুবৎ, নিজেকে যে না করে নত,
যীশু বলেন, কোন মতে, গ্রাহ্য হবে না।
জান সরকার