খ্রীষ্টীয় গানের বই - স্বর্গারোহণ



নিচে আপনার পছন্দের লেখকের নাম বা গানের শিরোনাম টাইপ করুন



স্বর্গারোহণ

গানের শিরোনাম
MP3 Dwonload

১০৬ এস সবে মিলি বলি যীশুর জয়,

জয় জয় যীশু মৃত্যুঞ্জয়!
সহসা বিমানপথে , আরোহিয়া মেঘ - রথে
ক্রুশোপরি মানবারি করি পরাজয়।
১। অক্ষয় অমরপুরে, তেজস্পুঞ্জ কলেবরে,
অক্ষয় মুকুট যাঁর শিরে শোভা পায়।
সহ¯্র সহ¯্র দূত শির করি অবনত,
প্রশংসার ধ্বনি যারা সদা মুখে গায়।
-লক্ষীনারায়ণ দাস(১৮৮০)

১০৭ স্বরগে চলিছে, দেখ স্বরগ - কুমার!

গাহি জয় যীশু মশীহ,
মাতিছে স্বরগবাসী,
সোপান যোগায় তার সমীর- তরঙ্গ
ছাতা ধরে নিজে জলধর ।
১। স্বর্গীয় সাধুমুখে জয়ের প্রসঙ্গ,
দূতগণ লয়ে মধুর সঙ্গ
এক সনে সবে দায় মুখে ধ্বনি জয় জয়,
জয়- মালা গলে দিতে তাঁর।
২। প্রেম - ধারা বহিছে পিতার নয়নে,
দেখিবারে তনয় - রতনে
হাতে পায়ে বিদ্ধ তাঁর , শেল - বিদ্ধ কলেবর,
দেখিব সে কেমন প্রহর।
৩। দুই বাহু ঊর্ধ্বদিকে, মুখে আশিস্ - ধ্বনি,
ক্রমে নাথ ছাড়িলেন অবনী;
বায়ুভরে উড়ে যান , শিষ্যগণ চাহিয়া র’ন,
চক্ষে ধারা বহে অনিবার।
৪। দীনহীন দাস কহে ,প্রভু গো আমার,
কবে নাথ আসিবে আবার ?
দাসেরে মনে রাখিও,
সাতে করে নিয়ে যেও;
তাই নাথ ,সাধি বারে বার।
-বিন্দুনাথ সরকার(১৯০৪)

প্রিয়জনের জন্য প্রিয় উপহার !

গানগুলো ভাল লাগলে লাইক ও শেয়ার করুন

Total Pageviews