About Us

প্রিয় শ্রোতা,
বাংলা খ্রীষ্টিয়ান গান এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম ! 
আমাদের অতি প্রয়োজনীয় কিছু গান ও তথ্য বিশেষ করে আমাদের খ্রীষ্টিয় উপাসনালয়ে গাওয়া গান আজও কাগজের পাতায় ও CD তে বন্দী, যার প্রচার ও প্রসার বা যথাযথ সংরক্ষনের অভাবে হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি অতি ব্যবহৃত ও সর্বজন স্বীকৃত আধুনিক মাধ্যম। আমি আমার সামান্য জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন প্রকাশিত ধর্মীও অডিও এবং গান বইগুলো থেকে কিছু অংশ গান বাংলা খ্রীষ্টিয়ান গান ওয়েব সাইটে ও অ্যাপস্ এর প্রচারের চেষ্টা করছি। কারও বিনা প্ররোচনায় বা কোন আর্থিক সুবিধা পাবার চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত না রেখে আমি আমার সাধ্যমত বাংলা খ্রীষ্টিয়ান গানের মা্ধ্যমে খ্রীষ্টও সঙ্গীত প্রচারের চেষ্টা করছি।আপনাদের ভালবাসায় আজ ইতিমধ্যে অনেক দুর এসেছি। আশা করি এভাবেই আগামী দিন গুলোতে আপনাদের পাশে পাবো। বাংলা খ্রীষ্টিয়ান গানের শ্রুতি মধুর গান উপস্থাপন করা

আমাদের লক্ষ্যঃ  খ্রীষ্ট ধর্মীয় গান একটি খ্রীষ্টও সমাজে জন্য গুরুত্বপূর্ণ । খ্রীষ্টিয় বা ঈসায়ী জীবনের জন্য খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গান গুলোর জন্য যারা সহযোগিতা দিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং যাদের গান আমরা এই বাংলা খ্রীষ্টিয়ান গানে সংযুক্ত করেছি তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ করা না থাকলে উদ্ধৃত গানগুলো ইন্টারনেট ও বিভিন্ন গান বই থেকে নেওয়া হয়েছে তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আধুনিক ইন্টারনেট জগতের কোন ব্যবহারকারী ও আত্মিক ক্ষুধার তৃপ্তি ও আধ্যত্মিক জীবনে শান্তি বয়ে আনতে সক্ষম হয় এবং বর্তমান উদীয়মান খ্রীষ্ট বিশ্বাসীদের বিন্দুমাত্র উপকারে আসলে আমার প্রচেষ্টা ও পরিশ্রম স্বার্থক হয়েছে বলে নিজেকে ধন্য মনে করব।

এই গানগুলো সম্পর্কে  ভুল সংশোধনের জন্য আপনাদের যে কোন পরামর্শ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।আপনাদের মূল্যবান মতামত প্রদানের জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।প্রভু সকলকে আর্শিবাদ করুক।


SELF - INTRODUCTION

PASTOR MASUD RANA: My father was a son of high class Muslim family. He (my father) heard the good news of Jesus Christ from a man of our locality. After hearing the good news of Jesus Christ,my father established his faith in Jesus Christ. Then,he lead his life according to principle,rules and regulations of Holy Bible...........


ইমেইলঃ banglachristiansongs@gmail.com



Total Pageviews