৩। শয়তানকে ফুঁ দিতে দিব না, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।
৪। পৃথিবীতে আমার দীপ, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।
৫। যীশুর জন্য আমার দীপ, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।
61
আমরা প্রভুর উপরে নির্ভর করি
প্রভু মোদের ভরসা
যতই জীবনের ঝড় আসুক বিপদ আসুক
কেটে যাবে সহসা।
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব
কোথা হইতে আমার সাহায্য আসিবে
সদাপ্রভু হইতে সাহায্য আইসে
তিনি পৃথিবীর নির্মাণকর্তা।।
7
আমি জীবন - ভক্ষ্য খাইতেছি
ঐ উনুয়ে পান করতেছি,
কারণ যীশু বলেন যে পান করে,
সে কভু তৃষিত হয় না।
প্রশ্নঃ কি তৃষিত হইবে না?
উত্তরঃ না, তৃষিত হইব না (২)
কারণ যীশু বলেন, যে পান করে
সে কভু তৃষিত হইবে না।
63
আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসব,
আমি প্রশংসার ধ্বনি উঠাব,
আমি গাইব এই দিন প্রভুর কৃত দিন,
তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন,
( হৃদয় ভরেছেন, হৃদয় ভরেছেন,
উল্লাসে মোর হৃদয় ভরেছেন। ) - (২)
-পিটার পি. সরকার
64
আমি ধন্যবাদের হৃদয় দিয়ে
প্রাঙ্গণে আসবো
আমি প্রশংসার ধ্বনি উঠাবো
আমি গাইব এই দিন
প্রভুর কৃত দিন
তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন
হৃদয় ভরেছেন, হৃদয় ভরেছেন
উল্লাসে মোর হৃদয় ভরেছেন ( 2)।।
-পিটার পি. সরকার
65
১।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত গান গাই ) - (২)
গান গাই, গান গাই (২),
আমি দায়ূদের মত গান গাই।
২।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত নাচি ) - (২)
আমি নাচি, আমি নাচি (২),
আমি দায়ূদের মত নাচি।
৩।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত স্তুতি গাই ) - (২)
স্তুতি গাই, স্তুতি গাই (২),
আমি দায়ূদের মত স্তুতি গাই।
৪।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি পিতরের মত বলি ) - (২)
আমি বলি, আমি বলি (২),
আমি পিতরের মত বলি।
৫।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি পৌলের মত চলি ) - (২)
আমি চলি, আমি চলি (২),
আমি পৌলের মত চলি।
8
ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরি লও
খ্রীষ্ট সেনা দল
চলরে চলরে চল।।
ধূয়া- স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি
খ্রীষ্ট সেনা দল
চলরে চলরে চল।।
গিয়াছে, গিয়াছে, গিয়াছে---
আমার পাপের বোঝা চলে গিয়েছে
আমার পাপ গিয়াছে,
কালভেরি স্রোত নীচে---
গিয়াছে, গিয়াছে, গিয়াছে---
আমার পাপের বোঝা চলে গিয়েছে
ধন্য যীশুর নাম।
তুমি চেষ্টা কর আমার ধার্মিকতা
আমার রাজ্যের বিষয়....
আমি করব পূরণ, তোমার যত প্রয়োজন
জীবনের উপচয়।
-পিটার পি. সরকার
62
তাঁহার ক্ষত সকল দ্বারা
আমার আরোগ্য হয়(৩)
১। তিনি আমাকে ভালবাসেন
ভালবেসে জীবন দিলেন
তাঁহারই রক্তে শুচি হলাম
তাঁহারই করুণায় জীবন পেলাম।।
২। যখন আমি পাপী ছিলাম
পাপের আঁধারে বন্দি ছিলাম
তখনও তিনি আমার তরে
প্রাণ দিলেন ক্রুশ পরে।।
23
দেখ প্রেমের মহাসাগর, দয়ার মহাপ্লাবন হয়।
এসে, জীবন দাতা মরেন, মোদের জীবন করতে ক্রয়,
তাঁহার কথা কে না বলে? তাঁর প্রশংসা কে না গায়?
এমন অসীম প্রেম কি কেহ, চিরকাল ভুলিয়া রয়?
না কখন ও না, না কখনও না,
প্রতিজ্ঞা করেছেন যীশু, আমাকে ছাড়িবেন না;
না কখনও না, না কখনও না,
প্রতিজ্ঞা করেছি আমি যীশুকে ছাড়িব না।
26
পরিবর্তন নূতন জন্মের পরে (৩)
আমার পরিবর্তন হয়েছে।
১। আগে যে গান গাইতাম এখন গাই না(৩)
আমার পরিবর্তন হয়েছে।
২। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই (৩)
আমার পরিবর্তন হয়েছে।
৩। যীশু আমার পাপের জন্য (৩)
ক্রুশে মরণ ভুগেছেন।
৪। যীশুর জন্য আমি সাক্ষ্য দিব (৩)
আমার পরিবর্তন হয়েছে।
৫। যীশু খ্রীষ্ট শীঘ্র আসছেন (৩)
27
পাছে আমি ভুলে যাই,
পাছে আমি দুরে যাই (৩)
রাখ মোদের তব পাশে
ক্রুশের কাছে সর্বদাই (২)
তব প্রেম তব ব্যথা রহুক
প্রাণে সদা গাঁথা (২)
আমি যেন সর্বদাই,
তোমার প্রেমের ডুবে রই।
পাছে আমি ডুবে যাই...(৩)
28
পাপাত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ, কর নাশ,
পাপাত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ, কর নাশ,
শক্তি ও রাজ্য তার, কর হে চুরমার,
পাপত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ।
গৌরব স্তুতি প্রভু যীশুর--
সম্মান শক্তি প্রভু যীশুর—
গৌরব স্তুতি, সম্মান শক্তি
চিরতরে প্রভু যীশুর।
29
প্রভু প্রকাশ আজ তুমি আমাতে
তব আর্শ্চয দয়া ও পুণ্যেতে,
তব আত্মা দানে, শোধি অধম জনে
যীশুর সৌন্দর্য প্রকাশ আমাতে।
30
প্রভু তোমার মহিমা
বর্ণনা করা নাহি যায়,
আলোকে আঁধারে, ভুবন মাঝারে
পাই তব কত পরিচয়।
যদি দিবানিশি ভরি প্রশংসা করি
শেষ কভু হবে নাকো আর।–
31
প্রভু আসি আমি---- (৩) তব ঠাঁই
কর দয়া মোরে---(৩) এ সময়।
তব গুণ গাব---(৩) দয়াময়।
কর ধৌত মোরে...(৩) এ সময়।
মনস্থ করেছি যীশুতে চলিব---(৩)
ফিরিব না, ফিরিব না;
জগৎ পশ্চাতে, ক্রুশ সম্মুখে---(৩)
ফিরিব না, ফিরিব না।
যদিও কেহ না থাকে সঙ্গে---(৩)
ফিরিব না, ফিরিব না।
36
মনুষ্যধারী করব তোমায়
করব তোমায় (৩)
মনুষ্যধারী করব তোমায়
যদি পশ্চাৎ রও (৩)
মনুষ্যধারী করব তোমায়
যদি পশ্চাৎ রও।
মোর পাপ গিয়েছে ধুয়ে
যীশুর ক্রুশ রুধির দিয়ে,
তিনি লিখবেন মোর নাম
আমি যাব সেই ধাম
ধন্য তাঁর নাম, আমি তাঁর।
40
মোর পাপের কারণ (৩) ---- যীশু মরিলেন।
মোর ত্রাণের জন্য (৩) ---- ক্রুশে মরিলেন।
মোর কুশল হেতু (৩) ---- কষ্টে মরিরেন।
মোর স্থানে যীশু (৩) ---- দন্ড সহিলেন।
মোর জীবন তরে (৩) ---- মৃত্যু ভুগিলেন।
প্রাণ দানে যীশু (৩) ---- আমায় তারিলেন।
41
যীশু আমায় ভুলবেন না,
ভুলবেন না, ভুলবেন না,
যীশু আমায় ভুলবেন না-না, না, না।
যীশু আমায় ছাড়বেন না,
ছাড়বেন না, ছাড়বেন না,
যীশু আমায় ভুলবেন না-না, না, না।
যীশু আমার প্রার্থনা শুনেছেন।
শুনেছেন, শুনেছেন;
যীশু প্রার্থনা শুণেছেন----এক্ষণে।
42
যীশু আমার আমি তাঁহার,
তিনি আমায় কিনিলেন।
আমি আমার নই, আমি তাঁর ক্রীতদাস (২)
তাঁর তরে বাঁচিব, তাঁর কাহিনী গাব,
তাঁর তরে বাঁচিব, তাঁর কাহিনী গাব,
তাঁর ধন্যবাদ করিব।
তাঁর ধন্যবাদ করিব।
তাঁর রক্তের গুণে মহাপাপী সুপরিস্কার হয় (২)
তাই আমি সাক্ষ্য দিই (৩)
43
যীশু আসিবেন আসিবেন আমায় নিতে আসিবেন।
হালেলুইয়া হালেলুইয়া শিঘ্র আসিবেন।
44
যীশু এমন জল দেন যা কূপে ছিল না (২)
সে গাইতে গাইতে গেল
অন্যদের নিয়ে এল
সে জল পাইবার জন্য যা কূপে ছিল না।
যীশু সুশান্তি দেন যা জগৎ দিবে না।(২)
তিনি ক্রুশে জীবন দিলেন
মুক্তির উপায় করলেন
পাপী, যীশুর এই শান্তি কেন গ্রহণ কর না (২)
যীশুর নামেতে , যীশুর নামেতে,
মোরা বিজয়ী হই- হাল্লিলুয়া
যীশুর নামেতে, যীশুর নামেতে,
শয়তান দূরে পলায়।
প্রভু যীশুর বিজয়ী নামে,
প্রতিরোধ করতে পারে কে?
প্রভু যীশুর বিজয়ী নামে
মোরা বিজয় হই।
47
রক্ত দিয়ে যীশু কিনেছেন আমায়
দাবী নেই কারো আর--(২)
আমি যে তাঁর (৩)
অন্ধকারে চলতে পথ
ভয় হবে না আর --- (২)
আমি যে তাঁর (৩)
48
সুখ ও শান্তি কেমন করে পাই
যীশু আমার বোঝা নিয়ে যান।
নিজের পাপের ভারও নিতে পারি নি
যীশু নিলেন ভার ও দিলেন সুখ-শান্তি,
এখন তাঁর প্রশংসা গাহিব
যীশু আমার বোঝা নিয়ে যান।
49
স্থির রাখ, হে যীশু, স্থির রাখ,
স্থির রাখ, হে যীশু, স্থির রাখ,
ধাবন ক্ষেত্রে দৌড়িব,
প্রতিদিন জয় করিব
শক্তি দাও, সব সময় স্থির রাখ।
50
সিদ্ধ হোক ইচ্ছা নাথ তোমারই,
তুমি তো কুমোর আমি মাটি,
গঠ আমাকে তোমার নক্সায়।
আমি অপেক্ষায় নত হৃদয়।