খ্রীষ্টীয় গানের বই- বাংলা কোরাস্ গান

বাংলা কোরাস্ - সূচীপত্র

57

আকাশে চন্দ্র তার, বন-গিরি-নদী-ধারা
তোমার মহিমা গায় প্রভু
তোমার মহিমা গা।
তুমি যে বিশ্বজুড়ে
রয়েছে সবার সুরে
নিখিল মানব সবে
নিখিল মানব সবে
তোমার শরণ লয়।
তোমার মহিমা গায়...।
তুমি অনন্ত তবু তুমি ধরা দাও
প্রেমের আসনে চরণ ফেলিয়াও
তোমার করুণা লভি
পেয়েছি মোরা যে সবই
অলখ হ’তে গো তুমি
জীবন ভরো সুধায়।
তোমার মহিমা গায়..।

1

আছে বল, বল, অদ্ভুত কার্যে বল
শোণিতে , শোণিতে;
আছে বল, বল, অদ্ভুত কার্যে বল
হত- মেষের শোণিতে বল।

2

আনন্দ, আনন্দ, আনন্দ রে,
আনন্দ, আনন্দ, আনন্দ রে,
যীশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে,
আনন্দ, আনন্দ, আনন্দ রে,
এই সংসার ছেড়ে আনন্দ নগরে
চলে যাব রে,
আনন্দ, আনন্দ, আনন্দ রে,

3

আনন্দে মোর হৃদয় নেচে ওঠে,
আনন্দে তাঁর প্রেমের ভাগী হই;
সব পাপের ক্ষমা পেলাম,
আর স্বর্গের পথে এলাম,
মোর মন উত্থলে ওঠে
যীশুর আনন্দে।

4

আমরা চলি আনন্দে, আনন্দে, আনন্দে,
আমরা চলি আনন্দে, যীশুর আনন্দে।
আমি তাঁহার , তিনি আমার।
সেই জন্য আমরা চলি আনন্দে।

5

আমায় ডাক, ডাক যীশু হে
ক্রুশের আরও সন্নিধান;
দেহ আমায়,আমায় প্রভু হে
তব কুক্ষিদেশে স্থান।

6

১। আমার এ ছোট দীপ, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।

২। কাঠার নীচে রাখব না, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।

৩। শয়তানকে ফুঁ দিতে দিব না, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।

৪। পৃথিবীতে আমার দীপ, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।

৫। যীশুর জন্য আমার দীপ, উজ্জ্বল রাখিব (২),
রাখিব, রাখিব, রাখিব।

61

আমরা প্রভুর উপরে নির্ভর করি
প্রভু মোদের ভরসা
যতই জীবনের ঝড় আসুক বিপদ আসুক
কেটে যাবে সহসা।
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব
কোথা হইতে আমার সাহায্য আসিবে
সদাপ্রভু হইতে সাহায্য আইসে
তিনি পৃথিবীর নির্মাণকর্তা।।

7

আমি জীবন - ভক্ষ্য খাইতেছি
ঐ উনুয়ে পান করতেছি,
কারণ যীশু বলেন যে পান করে,
সে কভু তৃষিত হয় না।

প্রশ্নঃ কি তৃষিত হইবে না?
উত্তরঃ না, তৃষিত হইব না (২)

কারণ যীশু বলেন, যে পান করে
সে কভু তৃষিত হইবে না।

63

আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসব,
আমি প্রশংসার ধ্বনি উঠাব,
আমি গাইব এই দিন প্রভুর কৃত দিন,
তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন,
( হৃদয় ভরেছেন, হৃদয় ভরেছেন,
উল্লাসে মোর হৃদয় ভরেছেন। ) - (২)


-পিটার পি. সরকার

64
আমি ধন্যবাদের হৃদয় দিয়ে
প্রাঙ্গণে আসবো
আমি প্রশংসার ধ্বনি উঠাবো
আমি গাইব এই দিন
প্রভুর কৃত দিন
তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন
হৃদয় ভরেছেন, হৃদয় ভরেছেন
উল্লাসে মোর হৃদয় ভরেছেন ( 2)।।


-পিটার পি. সরকার

65

১।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত গান গাই ) - (২)
গান গাই, গান গাই (২),
আমি দায়ূদের মত গান গাই।

২।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত নাচি ) - (২)
আমি নাচি, আমি নাচি (২),
আমি দায়ূদের মত নাচি।

৩।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি দায়ূদের মত স্তুতি গাই ) - (২)
স্তুতি গাই, স্তুতি গাই (২),
আমি দায়ূদের মত স্তুতি গাই।
৪।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি পিতরের মত বলি ) - (২)
আমি বলি, আমি বলি (২),
আমি পিতরের মত বলি।

৫।( ঈশ্বরের আত্মা আমায় যখন চালান,
আমি পৌলের মত চলি ) - (২)
আমি চলি, আমি চলি (২),
আমি পৌলের মত চলি।

8

ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরি লও
খ্রীষ্ট সেনা দল
চলরে চলরে চল।।

ধূয়া- স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি
খ্রীষ্ট সেনা দল
চলরে চলরে চল।।

১। সত্যের কটি বন্ধনীতে বদ্ধ কটি হও
সত্য সেনা দল,
চলরে চলরে চল।।
২। ধার্মিকতার বুকপাটা পরিধান করি লও,
ধার্মিক সেনা দল,
চলরে চলরে চল।
৩। সুসমাচাররূপ পাদুকায় পা দিয়ে দাঁড়াও
শান্তি সেনা দল,
৪। পাপাত্মার বাণ নির্বাণার্থে বিশ্বাসের ঢাল লও,
বিশ্বাসে বীর দল,
চলরে চলরে চল।।
৫। পরিত্রাণের শিরস্ত্রাণ মাথায় পরি লও,
মক্তি সেনা দল।
চলরে চলরে চল।
৬। শয়তান শত্রুকে তাড়াতে আত্মার খড়গ লও,
খড়গধারী দল,
চলরে চলরে চল।।

9

১। ওহে পিতঃ! প্রাতে খুঁজি তোমাকে,
তোমার ইচ্ছামতে চালাও আমাকে।

২। পাপ ও শয়তান হইতে রক্ষ আমাকে;
তোমার দয়া লইতে শিখাও আমাকে।

৩। আজি তব সেবায় রত থাক মন,
আশীষ দেহ আমায় পূজিতে চরণ।

৪। তব প্রেমের কথা বলি যাকে পাই,
শক্তি দিও তথা যখন যেথা যাই।

10

কালভেরী পরে...
মোর পাপ, বোঝা হারায়
যথায় মম প্রাণ যীশু করেন ত্রাণ
সব দুঃখ দুরে যায়
প্রাণে অসীম শান্তি পাই।
মোর পাপ বোঝা হারায়..

11

কালভেরী পাহাড়ে যীশু আমার তরে
ক্রুশোপরে দিলেন আত্মা বলিদান।
যীশুর মরণে বাঁচিলাম এই জীবনে
পেলাম শান্তি , পেলাম পরিত্রাণ
আ- আ- আ- গাহি তাঁহার জয়গান।

12

কেননা পাপের বেতন মৃত্যু
হায়! পাপী আজও জান না?
কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান
প্রভু খ্রীষ্টে অনন্ত জীবন।

13

ক্রশেতে ক্রশেতে ক্রশেতে হবে জয়
ওরে ভাই নাহি ভয়..
ক্রুশেতেই পাপক্ষয় ক্রুশেতেই রোগ জয়।
মৃত্যুরে করিয়া জয়, যীশু দেন বরাভয়
হবে জয়, হবে জয়, নাহি ভয়।

14

খ্রীষ্ট নাম গাও রে
খ্রীষ্ট আছে তোমার কাছে
তাঁহার পানে চাও রে।
খ্রীষ্ট যীশু মুক্তিদাতা,
সত্য গুরু বিশ্ব ত্রাতা,
ক্লান্ত জন ভ্রান্ত মন শান্তি ধন পাও রে।
দাও দাও প্রেম দান চিত্ত প্রাণ দাও রে।।

15

খ্রীষ্টের পক্ষে আমরা তরুণ দল
সব দলাদলি ভুলি গড়িয়া তুলেছি,
নূতন জীবনের দল।
রাখি খ্রীষ্টেরে মনের মাঝারে,
সেবিব যত অনাথ দীনেরে,
তৃষ্ণাতুরে মোরা পান করাব
খ্রীষ্টের শান্তি জল।
মোরা প্রচারিব ক্রুশের বাণী
শত্রুরে মিত্র করি লব বুকে টানি
অশান্তির মাঝে সেই বাণী
করিব পুণ্য ধরাতল।


-সমর বৈরাগী

16
গাও মঙ্গলময় ঈশ্বরের গুণ
গাও সূর্যের নীচে যত জন;
গাও ঊর্ধ্বে, স্বর্গের সেনা সব,
গাও পিতা, পুত্র, আত্মার স্তব।

54

গানে গানে প্রভু সবার মাঝারে
তোমারে প্রচার করিব
জীবন ভরিয়া তব প্রেমবাণী
সকলেরেই আমি বলিব।।
দিকে দিকে দেশে দেশে
এ গীতিকা যাবে ভেসে।
তটিনির মত কল কল তানে;
তব নাম নিয়ে চলিব।।
প্রভাতে প্রদোষে পাখীর কুঞ্জন
তোমার মহিমা স্মরিয়া
তেমনি আমিও কন্ঠে আমার
তোমাকে রাখিব ধরিয়া।।
সুরে সুরে- নীতি নীতি
রচিয়া এমন গীতি
ঝর্ণা সম ঝর ঝর ঝরে
তোমারই কথাটি কহিব।

55

গৌরব গৌরব গৌরব যীশুর গৌরব
স্বর্গীয় দূতগণে গায়
গৌরব গৌরব গৌরব যীশুর গৌরব
যীশুরই গৌরব সদাই।
সকার দুপুর সাজে, সারা বিশ্বামাঝে,
প্রভুর গৌরব বীণায় গৌরব গীতি বাজে।
যীশুর মন্ডলী আমরা সকলি,
তাহাদের সঙ্গে মিলি যীশুর গৌরব গাই।

17

গিয়াছে, গিয়াছে, গিয়াছে---
আমার পাপের বোঝা চলে গিয়েছে
আমার পাপ গিয়াছে,
কালভেরি স্রোত নীচে---
গিয়াছে, গিয়াছে, গিয়াছে---
আমার পাপের বোঝা চলে গিয়েছে
ধন্য যীশুর নাম।

18

চল চল চল ভাই সত্য পথে সবে যাই,
সত্যময় ঈশ্বরের চালনায়,
বিশ্বাসে হইয়া বীর, উন্নত রাখিয়া শির;
কর জয়, দুঃখ ভয় ভাবনায়।
মহীয়ান রাখ প্রাণ, পুণ্য প্রেম কর দান;
দীপ্তি দাও, মুক্তি দাও, শান্তি দাও এ ধরায়,
লক্ষ্যে দাও অগ্রে যাও মহিমায়।

19

জয় জয়! জয় জয়! শিরোনাম
যীশুর রক্তে জয় হোক,
জয় জয়! জয় জয়!
জয় জয় সব সময়;
কারণ যীশু আমাকে
ঐশিক শক্তি দিয়াছেন
জয় জয়! সব সময়।

20

তোমার প্রশংসা, তোমার প্রশংসা,
তোমার প্রশংসা করি,
হে যীশু ত্রাণকারী, হে যীশু ত্রাণকারী
....তোমার প্রশংসা
১। তুমি হে ত্রাণধন, তুমি হে জীবন,
তুমিই ঈশ্বর নন্দন।
২।তুমি হে আমার , আমি হে তোমার
তুমি মুক্তিদাতা হে।
হাল্লিলুয়া।

21

তুমি চেষ্টা কর আমার ধার্মিকতা
আমার রাজ্যের বিষয়....
আমি করব পূরণ, তোমার যত প্রয়োজন
জীবনের উপচয়।


-পিটার পি. সরকার

62

তাঁহার ক্ষত সকল দ্বারা
আমার আরোগ্য হয়(৩)
১। তিনি আমাকে ভালবাসেন
ভালবেসে জীবন দিলেন
তাঁহারই রক্তে শুচি হলাম
তাঁহারই করুণায় জীবন পেলাম।।
২। যখন আমি পাপী ছিলাম
পাপের আঁধারে বন্দি ছিলাম
তখনও তিনি আমার তরে
প্রাণ দিলেন ক্রুশ পরে।।


-পিটার পি. সরকার

22

দিয়াছ আহার দয়াতে
পিতঃ আশিস দেও সঙ্গেতে;
আধ্যাত্মিক খাদ্য প্রভু দেও,
হৃদে কৃতজ্ঞতা জন্মাও।

23
দেখ প্রেমের মহাসাগর, দয়ার মহাপ্লাবন হয়।
এসে, জীবন দাতা মরেন, মোদের জীবন করতে ক্রয়,
তাঁহার কথা কে না বলে? তাঁর প্রশংসা কে না গায়?
এমন অসীম প্রেম কি কেহ, চিরকাল ভুলিয়া রয়?

56

ধন্য তোমার প্রেম(৮)
১। সবার মহা পাপের তরে
প্রাণ সঁপিলে ক্রুশের পরে
ধন্য তোমার প্রেম—

২। মোরা মলিন ছিলাম, ধৌত হলাম
তোমার রক্তে জীবন পেলাম
ধন্য তোমার প্রেম—

৩। তুমি ভক্ত জনের আনন্দধন
দুঃখী জনের চির আপন
ধন্য তোমার প্রেম—

৪। তুমি সবহারাদের ধন্য করে
রেখছ প্রেমের ডোরে
ধন্য তোমার প্রেম—

24

ধন্য যীশু নাম, ধন্য যীশু নাম।
ধন্য প্রভু যীশুর নাম (২)
হাল্লেলুয়া, হাল্লেলুয়া,
ধন্য প্রভু যীশু নাম।

25

না কখন ও না, না কখনও না,
প্রতিজ্ঞা করেছেন যীশু, আমাকে ছাড়িবেন না;
না কখনও না, না কখনও না,
প্রতিজ্ঞা করেছি আমি যীশুকে ছাড়িব না।

26

পরিবর্তন নূতন জন্মের পরে (৩)
আমার পরিবর্তন হয়েছে।
১। আগে যে গান গাইতাম এখন গাই না(৩)
আমার পরিবর্তন হয়েছে।
২। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই (৩)
আমার পরিবর্তন হয়েছে।
৩। যীশু আমার পাপের জন্য (৩)
ক্রুশে মরণ ভুগেছেন।
৪। যীশুর জন্য আমি সাক্ষ্য দিব (৩)
আমার পরিবর্তন হয়েছে।
৫। যীশু খ্রীষ্ট শীঘ্র আসছেন (৩)

27

পাছে আমি ভুলে যাই,
পাছে আমি দুরে যাই (৩)
রাখ মোদের তব পাশে
ক্রুশের কাছে সর্বদাই (২)
তব প্রেম তব ব্যথা রহুক
প্রাণে সদা গাঁথা (২)
আমি যেন সর্বদাই,
তোমার প্রেমের ডুবে রই।
পাছে আমি ডুবে যাই...(৩)

28

পাপাত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ, কর নাশ,
পাপাত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ, কর নাশ,
শক্তি ও রাজ্য তার, কর হে চুরমার,
পাপত্মা দুর্গ ভেঙ্গে কর নাশ।
গৌরব স্তুতি প্রভু যীশুর--
সম্মান শক্তি প্রভু যীশুর—
গৌরব স্তুতি, সম্মান শক্তি
চিরতরে প্রভু যীশুর।

29

প্রভু প্রকাশ আজ তুমি আমাতে
তব আর্শ্চয দয়া ও পুণ্যেতে,
তব আত্মা দানে, শোধি অধম জনে
যীশুর সৌন্দর্য প্রকাশ আমাতে।

30

প্রভু তোমার মহিমা
বর্ণনা করা নাহি যায়,
আলোকে আঁধারে, ভুবন মাঝারে
পাই তব কত পরিচয়।
যদি দিবানিশি ভরি প্রশংসা করি
শেষ কভু হবে নাকো আর।–

31

প্রভু আসি আমি---- (৩) তব ঠাঁই
কর দয়া মোরে---(৩) এ সময়।
তব গুণ গাব---(৩) দয়াময়।
কর ধৌত মোরে...(৩) এ সময়।

58

প্রভু যীশুর গৌরব প্রভু যীশুর গৌরব
প্রভুর যীশুর গৌরব হোক।
তাঁহার দয়ায় আমি
আশীর্বাদ পেয়েছি
প্রভুর যীশুর গৌরব হোক।
প্রভু যীশুর গৌরব প্রভু যীশুর গৌরব
প্রভুর যীশুর গৌরব হোক।
জয় যীশু বলি, দিই করতালি
প্রশংসায় ভরে উঠে মুখ।।

32

প্রিয় যীশু শুধিলেন
আহা মম ঋণ ও দায়
পাপের সিন্দুর কলঙ্ক
তাঁর রক্তে ধুয়ে যায়।

60

প্রেমী পিতা তুমি অন্তরযামী, তোমার সম্মুখে আসি আমি
তুমি প্রভু সবল , আমি দুর্বল, সবলে মোর হৃদে এস নামি।
পাপীর বন্ধু, কৃপা সিন্ধু, দাও মোরে শান্তি পাপ ক্ষমি,
কর তব আত্মায়, পূর্ণ আমায়, তব গুণ গাব দিনযামী।

33
বল জয় যীশু খ্রীষ্টের জয় (৩)
জয় হোক অন্তরে, জয় হোক বাহিরে
মানব সমাজে, বিশ্বের মাঝে---
হোক জয় পূর্ণ বিজয়;
খ্রীষ্টের নাম হোক গৌরবময় (৩)

34

বল হাল্লিলুয়া (৩) সকলে মিলিয়া,
সকলে মিলিয়া (২)
বল হাল্লিলুয়া সকলে মিলিয়া (২)

35

মনস্থ করেছি যীশুতে চলিব---(৩)
ফিরিব না, ফিরিব না;
জগৎ পশ্চাতে, ক্রুশ সম্মুখে---(৩)
ফিরিব না, ফিরিব না।
যদিও কেহ না থাকে সঙ্গে---(৩)
ফিরিব না, ফিরিব না।

36

মনুষ্যধারী করব তোমায়
করব তোমায় (৩)
মনুষ্যধারী করব তোমায়
যদি পশ্চাৎ রও (৩)
মনুষ্যধারী করব তোমায়
যদি পশ্চাৎ রও।

37

মহানন্দে শুন সবে মঙ্গলবারতা
যীশু ত্রাতা, মুক্তিদাতা, পরমত্রাতা, শান্তিকর্তা।।

১। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যীশু মশীহ
প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি।।

২। যীশুই পথ, সত্য, জীবন জগতের জ্যোতি,
আর কোন নামে নাই পাপের মুক্তি।।

৩। সঙ্কটকালে তিনি সুপ্রাপ্য সহায়
যীশুতে বিশ্বাসিলে করিবে না হায় হায।।

৪। এই অলীক জগৎ চিরস্থায়ী নহে
যীশুতে প্রবেশিবে অনন্ত জীবনে।।

38

মোর অন্তরে, মোর অন্তরে
মোর অন্তরে এস যীশু;
মোর অন্তরে এস যীশু।

39

মোর পাপ গিয়েছে ধুয়ে
যীশুর ক্রুশ রুধির দিয়ে,
তিনি লিখবেন মোর নাম
আমি যাব সেই ধাম
ধন্য তাঁর নাম, আমি তাঁর।

40

মোর পাপের কারণ (৩) ---- যীশু মরিলেন।
মোর ত্রাণের জন্য (৩) ---- ক্রুশে মরিলেন।
মোর কুশল হেতু (৩) ---- কষ্টে মরিরেন।
মোর স্থানে যীশু (৩) ---- দন্ড সহিলেন।
মোর জীবন তরে (৩) ---- মৃত্যু ভুগিলেন।
প্রাণ দানে যীশু (৩) ---- আমায় তারিলেন।

41

যীশু আমায় ভুলবেন না,
ভুলবেন না, ভুলবেন না,
যীশু আমায় ভুলবেন না-না, না, না।
যীশু আমায় ছাড়বেন না,
ছাড়বেন না, ছাড়বেন না,
যীশু আমায় ভুলবেন না-না, না, না।
যীশু আমার প্রার্থনা শুনেছেন।
শুনেছেন, শুনেছেন;
যীশু প্রার্থনা শুণেছেন----এক্ষণে।

42

যীশু আমার আমি তাঁহার,
তিনি আমায় কিনিলেন।
আমি আমার নই, আমি তাঁর ক্রীতদাস (২)
তাঁর তরে বাঁচিব, তাঁর কাহিনী গাব,
তাঁর তরে বাঁচিব, তাঁর কাহিনী গাব,
তাঁর ধন্যবাদ করিব।
তাঁর ধন্যবাদ করিব।
তাঁর রক্তের গুণে মহাপাপী সুপরিস্কার হয় (২)
তাই আমি সাক্ষ্য দিই (৩)

43

যীশু আসিবেন আসিবেন আমায় নিতে আসিবেন।
হালেলুইয়া হালেলুইয়া শিঘ্র আসিবেন।

44

যীশু এমন জল দেন যা কূপে ছিল না (২)
সে গাইতে গাইতে গেল
অন্যদের নিয়ে এল
সে জল পাইবার জন্য যা কূপে ছিল না।
যীশু সুশান্তি দেন যা জগৎ দিবে না।(২)
তিনি ক্রুশে জীবন দিলেন
মুক্তির উপায় করলেন
পাপী, যীশুর এই শান্তি কেন গ্রহণ কর না (২)

45

যীশু চরণে প্রণমি সকলে
প্রেম ভক্তি ফুলে পূজি এস তাঁহারে।
করিবারে মোরে ত্রাণ, যীশু দিলেন নিজ প্রাণ
অসীম যাতনা ভোগী অবনত শিরে।

59

যীশুর জয় জয় জয় অন্তরেতে হয়,
অন্তরেতে হয়----2
যীশুর জয় জয় জয় অন্তরেতে হয়,
ধন্য তাহার নাম।

46

যীশুর নামেতে , যীশুর নামেতে,
মোরা বিজয়ী হই- হাল্লিলুয়া
যীশুর নামেতে, যীশুর নামেতে,
শয়তান দূরে পলায়।
প্রভু যীশুর বিজয়ী নামে,
প্রতিরোধ করতে পারে কে?
প্রভু যীশুর বিজয়ী নামে
মোরা বিজয় হই।

47

রক্ত দিয়ে যীশু কিনেছেন আমায়
দাবী নেই কারো আর--(২)
আমি যে তাঁর (৩)
অন্ধকারে চলতে পথ
ভয় হবে না আর --- (২)
আমি যে তাঁর (৩)

48

সুখ ও শান্তি কেমন করে পাই
যীশু আমার বোঝা নিয়ে যান।
নিজের পাপের ভারও নিতে পারি নি
যীশু নিলেন ভার ও দিলেন সুখ-শান্তি,
এখন তাঁর প্রশংসা গাহিব
যীশু আমার বোঝা নিয়ে যান।

49

স্থির রাখ, হে যীশু, স্থির রাখ,
স্থির রাখ, হে যীশু, স্থির রাখ,
ধাবন ক্ষেত্রে দৌড়িব,
প্রতিদিন জয় করিব
শক্তি দাও, সব সময় স্থির রাখ।

50

সিদ্ধ হোক ইচ্ছা নাথ তোমারই,
তুমি তো কুমোর আমি মাটি,
গঠ আমাকে তোমার নক্সায়।
আমি অপেক্ষায় নত হৃদয়।

51

হাল্লেলুয়া হাল্লেলুয়া, হাল্লেলুয়া--- (৩)
মোর প্রিয় যীশু শীঘ্র আসিবেন।
প্রস্তুত হও, প্রস্তুত হও, সব খ্রীষ্টীয়ান-- (৩)
মোর প্রিয় যীশু শীঘ্র আসিবেন।
পূর্ণ হও, পূর্ণ হও, পুণ্য আত্মায়---(৩)
মোর প্রিয় যীশু শীঘ্র আসিবেন।

52

হে যীশু আমার, মুছে পাপের আঁধার
কোলে তুলে নাও পাপীরে।

১। পাপে আমি মৃত, সদাই পীড়িত
জীবনের আশা নাই আমার।

২। শয়তানকে জয় করতে, তোমার পথে চলতে
নাই কোন সাধ্য আমার।

৩। স্ত্রী-পুত্র পরিবার, ধনদৌলত অহঙ্কার
কিছুই সঙ্গে যাবে না আমার।

৪। পথ চলে ক্লান্ত, অতি পরিশ্রান্ত
বোঝা নেবার কেহ নাই আমার।

53

হৃদেতে শান্তি, হৃদেতে শান্তি,
(আমার) হৃদেতে শান্তি
নদীর ন্যায়।
আমার মনে আনন্দ, মনে আনন্দ,
আমার মনে আনন্দ
ঝরণার ন্যায়।

Total Pageviews