৮ জীবন্ত জীবন্ত জীবন্ত চিরদিন আমার যীশু জীবন্ত জীবন্ত চিরদিন
জীবন্ত জীবন্ত জীবন্ত চিরদিন, আমার যীশু জীবন্ত।
গাও হাল্লেলূইয়া গাও, হাল্লেলূইয়া, আমার যীশু জীবন্ত চিরদিন
গাও হাল্লেলূইয়া গাও হাল্লেলূইয়া, আমার যীশু জীবন্ত।
৯ এ মন প্রভুরই গান গায় সুখে দুখে গান গায়।
১। প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচেরে
যীশু ও যীশু আনন্দ কি আনন্দ।
২। ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু এ চেতনায়
যীশু ও যীশু , আনন্দ কি আনন্দ!
৩। স্বীধীন জীবন পূর্ণ জীবন যীশুতে শুধু পাওয়া যায়।
যীশু ও যীশু আনন্দ কি আনন্দ।
কথা ও সুরঃ পাঃ এডওয়ার্ড অপু
১০ আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশে এক নতুন গান শোনবো
১। আমি তাঁহার প্রশংসা করবো কারণ তিনি আমায় ভালবেসেছেন।
২। আমি তাঁহার প্রশংসা করবো কারণ তিনি আমায় ক্ষমা করেছেন।
৩। আমি তাঁহার প্রশংসা করবো কারণ তিনি আমায় বিজয়ী করেছেন।
৪। আমি তাঁহার প্রশংসা করবো কারণ তিনি আমায় নিতে আসিবেন।
১১ ১। মোদের প্রভু আছেন বাংলাদেশে, মোদের প্রভু আছেন বাংলাদেশে
ঐ তাঁর রব শোনা যায়, শয়তান দূরে পালায়, প্রভু আছেন বাংলাদেশে।
২। মোদের প্রভু আছেন অন্তরেতে (২)
৩। মোদের প্রভু আছেন সবার মাঝে (২)
১২ ১। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে প্রভুর প্রশংসা করি
১৩ ঈশ্বর মঙ্গলময় তিনি যে সব সময় (২) ঈশ্বর মঙ্গলময়।
ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময়।
তিনি যে মহান, তাঁর দয়া অনন্তকাল (২) তিনি যে মহান।
তিনি যে মহান, তিনি যে মহান, তিনি যে মহান, তিনি যে মহান।
কথা ও সুর ঃ ডেভিড রয়
১৪. ভ্রমণে যাচ্ছে একটি নৌকা ,যীশু আছেন সঙ্গে সাগরে
তুমিও যেতে পার আমিও যেতে পারি
যীশুর শিষ্য সবাই যেতে পারে(২)
হেই ও মারো টান হে ও.....
১৪. ভ্রমণে যাচ্ছে একটি নৌকা ,যীশু আছেন সঙ্গে সাগরে
তুমিও যেতে পার আমিও যেতে পারি
যীশুর শিষ্য সবাই যেতে পারে(২)
হেই ও মারো টান হে ও.....
১৫. যীশুর নামের প্রশংসা গাই(২)
পর্বতের মতো আমার আশ্রয়স্থল
আমার মুক্তিদাতা , বিশ্বাস করি তাই
ঐীশুর নামের প্রশংসা গাই।
১৮ ১। যীশু তুমি পুনরুত্থান, তুমি জীবনে, তুমি আলো সত্য পথ
হাল্লেলূ হাল্লেল্ইুয়া।
২। যীশু তুমি ত্রাতা, তুমি অনন্ত জীবন
হাল্লেলূ হাল্লেলূ হাল্লেলূইয়া।
কথা ও সুর ঃ পাঃ এডওয়ার্ড অপু
১৯ আমি ছোট ফুল হাসবো এ আমি পৃথিবীর বাগানে
নাচবো এ আমি যীশুরই লাগি পৃথিবীর বাগানে
১। মা শিখান আমায় শাস্ত্ররই কথা, রাখবো সদা মানেতে
বাবা যে শিখান বড়দের সম্মান করতে, ছোটদের ভালোবাসতে।
২। সান্ডে স্কুলেতে যাব নিয়ত, কখনও যাব না ভুলে
ঈশ্বরের কথা রাখবো মনেরতে, বলবো প্রিয়জনে
কথা ও সুরঃ সাঁওতালী, অনুঃ মৃদুল সরকার
২০ পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে,মৃত জীবন পাবে
দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে ,বেদনা তেমে যাবে।
যদি ভালোবাসি আমার যীশুকে, যদি ভালোবাসি প্রিয় যীশুকে(২)
পাথরের ঝরনা নামে ,মরুতে তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে
জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে।
২১ মা কিনে দিলো বাইবেল পুঁথি, বাবা কিনে দিলো বেহালা
আমি ঘরেতে বসে বাইবেল পড়ি
আমি বন্ধুর কাছে যাই যীশুর গান গাই
ঊাহারে বাহ্, বাহারে বাহ্, হায়রে মন আমার কি আনন্দ!
২২ এই সময় এখন প্রশংসার, এই সময় এখানে হৃদয় দেবার
এই যে ভাব আসে প্রশংসায়, এই যে ভাবে আছে সম্মুখে তাঁর
এই...
একদিন সবাই যে প্রভু বলিবে, একদিন যে জানু পতিবে
এখনও যে সময় আছে সবারে স্বর্গের আবাস নেবার।
সুর ঃ ঈড়সব হড়ি রং ঃযব
২৩ সিদ্ধ হোক ইচ্ছা নাথ, তোমারি তুমিতো কুমোর আমি মাটি
গঠ আমাকে তোমার নকশায় আছি অপেক্ষায় নত হৃদয়।
২৪ যীশু অনন্ত অসীম প্রভুদের প্রভু রাজাদের রাজা
ইম্মানূয়েল, পিবিত্র সেই মেষ, উজ্জ্ব জ্যোতি তারা, ঈশ্বর মহান।
২৫ এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসার গান গাই
এমনই সময়ে হাত উপরে উঠাই, প্রভুর জন্য হাত উপরে উঠাই।
প্রভু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি, প্রভু ভালোবাসি।
জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন
আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা
আর তুমি আমার অর্চণা, এসো যীশু হে, প্রেম আমার।
অনুঃ পাঃ এডওয়ার্ড অপু
২৮ আমার যীশু আমার ত্রাতা, প্রভু তোমার তুল্য নাই।
সর্ব সময় এ মনে চায, তোমার আশ্চার্য প্রেম ধ্যান করি।
আমার সন্ত¦না আমার অন্তরাল আশ্রয় দুর্গ ও শক্তি,
প্রত্যেক নিঃশ্বাসে এই আমি চাই করবো তোমার প্রশংসা।
জয়ধ্বনি কর সব জগতবাসী, শক্তি ও সম্মান গৌরব রাজষী
পর্বতগণ কম্পিত , সমুদ্রের গর্জন তোমার নামের ধ্বনিতে
উল্লাস করে তোমারই , হস্তের কার্যে যথায় যাইব তোমায় ভালবাসিব
তুলনাহীন তোমারই প্রতিজ্ঞা আমাতে।
অনুঃ দোলা মুন্সি।
২৯ হরিণী যেমন জলের জন্য ব্যাকুল
তেমনি প্রাণ আমার তোমায় চায়,
তুমি আমার অন্তরের বাসনা, আমার প্রাণের আরাধনায়।
তুমি আমার শক্তি সাধনা আমার আত্মা তাই করে তোমার ভজনা
তুমি আমার হৃদয়ের বাসনা তোমার আরাধনা করি।
অনুঃ দোলা মুন্সি
৩০ আমি ভোর বেলা দেব প্রশংসা, আমি গাব গান , তোমার গুণগান
প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে
দিয়েছি যে আমার জীবন তোমাতে
গৌরব প্রশংসা তোমারই
গৌরব প্রশংসা তোমারই।
কথা ও সুরঃ ডেভিড রয়
৩১ আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে, আমরা এক প্রেমের বন্ধনে
এস প্রভুর আত্মাতে আত্মায় মিলি একসাথে।
আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে।
এসো সবে মিলে করি প্রভুর গান এসো বলি যে প্রেম দিয়েছেন তিনি
এসো সবে মিলাই হাত যাতে জগত জানতে পাক
আমরা এক প্রভুর প্রেমের বন্দনে।
অনুঃ মৃদুল সরকার
৩২ আর কোন নাম নাই যে নামে জীবন পাই
আত্মার দানে হয় ভরপুর (২) সেই যীশু নাম কত সুমধুর (২)
আত্মার দানে হয় ভরপুর (২)।
১। এসো যীশুর কাছে হেথা শান্তি আছে,
হেথা শান্তি নদে বহে ত্রাণ,
তাঁর কাছে আছে আছে সব সমাধান (২)
২। লহ ক্রুশ তুলে সম্মুখ পানে, তাঁর বাক্যেতে কর অবধান।
তাঁর কাছে আছে সব সমাধান। (২)
৩৩ ধন্যবাদ দেই কৃতজ্ঞ হৃদে ধন্যবাদ দেই পবিত্রময়
ধন্যবাদ দেই তাঁর পুত্র যীশু খ্রীষ্টের জন্যে
আর এখন দুর্বল বলো আমি সবল
দরিদ্র বলো আমি ধনী কারণ প্রভু যা করেছেন মোর জন্যে।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ।
অনুঃ ববি সজ্জ্বন
৩৪ ১ আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় জানা
আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় জানা
আমি তোমায় আরো জানতে চাই, আমি তোমায় আরো জানতে চাই(২)
২ আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় ভালোবাসা(২)
আমি তোমায় ভালোবাসতে চাই(৪)
৩ আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ তোমায় সেবা করা(২)
আমি তোমার সেবা করতে চাই।(৪)
৩৫ ধন্য হোক প্রভু যীশুর নাম
সকল আরাধনা প্রশংসা তাঁহার,
এস সবে মিলে তুলে ধরি হাত
গেয়ে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম
ধন্য হোক প্রভু যীশুর নাম।
অনু:ববি সরকার
৩৬ কি অসীম প্রেম কি মধুর তান রক্ষে এ দীনের প্রান
হারানো মন অন্ধ এ জন পাই তবে পরিত্রণ।
হাল্লেলূইয়া হাল্লেলূইয়া হাল্লেলূইয়া আমেন
হাল্লেলূইয়া হাল্লেলূইয়া হাল্লেলূইয়া আমেন।
সে অসীম প্রেম শিখায় ভক্তি দূর করে সব ভীতি
কি মহাক্ষণ হয় প্রকাশন বিশ্বাসী হই সেদিন।
অনু:মৃৃদুল সরকার
সুর:অসধুরহম মৎধপব
৩৭ মোর জীবনের পালক তুমি আমারই চালক
যেখানে তুমি চালাও সেথা চলবো।
আমার ইচ্ছা এই শুধু তোমার আজ্ঞাতেই
যেখানে তুমি চালাও,চলবো।
সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারা
মোর জীবনের পালক থাকেন সাথে
যদি পাহাড় সম হয় কোন গভীর মৃত্যুভয়
মোর জীবনের পালক রবেন পাশে।
অনু: মৃদুল সরকার
৩৮ ১বিশ্বাস যদি করি মোরা, ত্রাণ পাইবে বাংলাদেশ।
ত্রাণ পাইবে বাংলাদেশ, ত্রাণ পাইবে বাংলাদেশ
ত্রাণ পাইবে বাংলাদেশ, ত্রাণ পাইবে বাংলাদেশ।
২তাঁর আত্মায় যদি পূর্ণ হই, ত্রাণ পাইবে বাংলাদেশ
ত্রাণ পাইবে বাংলাদেশ(৪)
৩আনন্দ করিব অশেষ, ত্রাণ পাইবে বাংলাদেশ
ত্রাণ পাইবে বাংলাদেশ(৪)
৪০ প্রভু এই যে আছি আমি আমাকে তুমি পাঠাও
আমার দেহ মন সব তোমাকে দেই তুমি গ্রহন কর।
প্রভু এই যে আছি আমি আমাকে নিয়োগ কর
আমার আছে যা সব তোমাকে দেই তুমি গ্রহন কর।
হাল্লেলূইয়া হাল্লেলূইয়া
হাল্লেলূইয়া আ আ আ আ হা হাল্লেলূইয়া।
আমাকে গ্রহন কর, আমাকে গ্রহন কর, আমাকে গ্রহন কর।
অনু:জেরাল্ড রিপন দাস
সুর:সংগ্রহ
৪১ আমি আছি যীশুর রক্তের নীচে(৩)
কোন হানি শয়তান পারবে না করতে।
১ক্ষতি নাই ক্ষতি নাই,ক্ষতি নাই।(৩)
২আমি যীশুতে বিশ্বাস করি(৩)
৩আমি যীশুতে নির্ভর করি(৩)
৪আমি যীশুকে বালোবাসি(৩)
৫যীশুর জয়, যীশুর জয়, যীশুর জয়(৩)
৬ হাল্লেলূইয়া হাল্লেলূইয়া হাল্লেলূইয়া(৩)
৪২ যীশু বল, যীশু শক্তি,যীশু বিনে নাই মুক্তি,
যীশু আমার প্রাণের শান্তি(২) যীশু বিনে নাই মুক্তি।
হাল্লেলু হাল্লেলু হাল্লেলুইয়া আমেন।
কথা ও সুর:কল্লোল চৌধুরি
তুমি যে অসীম তোমার মহিমা তাই।
যেদিকে চাই দেখি তোমায়
তোমার তুলনা নাই(২)
তোমার মহিমা নাই(২)
কথা ও সুর:কল্লোল চৌধুরী
৪৫ হাল্লেলূইয়া বল সবে
প্রেমানন্দে বাহু তুলে
ধন্য ধন্য বলে তাঁর প্রশংসা গাই
প্রশংসা গাই প্রশংসা গাই
যীশু রাজার প্রশংসা গাই।
জানু পেতে সেবা করে
ভালোবেসে আপন করে
যীশু যীশু বলে তাঁর প্রশংসা গাই
প্রশংসা গাই, প্রশংসা গাই,
যীশু রাজার প্রশংসা গাই।
---- কথা ও সুরঃ কল্লোল চৌধুরী
৪৬ আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে,
প্রভুরই আনন্দে হৃদয় নাচে।
পাপভার হতে , মুক্তির কি আনন্দে
আত্মার বরষণে হৃদয় নাচে।
আছ তুমি নাই, হৃদয় নাচে।
আছ তুমি প্রভু হৃদয় আসনে।
কথা ও সুর ঃমৃদুল সরকার ও কল্লোল
৪৭ প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো
আমার জীবন পূর্ণ কর।
হাল্লেলূয়অ হাল্লোলূয়া হাল্লেলূয়া আমেন ।
প্রভু তুমিই আশা আমার ভালবাসা
তোমার ইচ্ছা পুর্ণ কর।
কথা ও সুরঃ ডেভিড রয়
৪৮ আমার হৃদয় ভরে নতুন গানে
আমার হৃদয় নাচে নতুন তালে,
¥ার হৃদয়ে বাজে নব নব সুর
যদি হয় সেই গান যীশুর ।
আমি গাইতে পারি আমি নাচতে পারি
ধন্যবাদের হৃদয় জাগে নতুন আশা,
আঁধারের মাঝে পাই আলোর দিশা ,
মধুর থেকেও লাগে আরো মধুর ।
কথা ও সুর ঃ মিল্টন আলফা
৪৯ সুন্দর পৃথিবী দেয় ভালোবাসা
প্রশংসা করে মন যীশুর বিশালতায়
এসো হারাই গান উঠাই।
সাগর ডাকে নদীকে , তোমার গান গাই।
কথা ও সুর ঃ কল্লোল চৌধুরী
৫০ যীশুর আমার মুক্তিদাতা, যীশুর আমার প্রাণ
যীশুর আমার পথের আলো, যীশুর আমার গান।
আমার হৃদয় জুড়ে আছেন যীশু জড়িয়ে
তাই আমি যেখানে যাই
নাই আমার কোন ভয় নাই।
যীশু আমার যীশু আমার
যীশু আমার যীশু আমার
যীশু আমার যীশু আমার।
কথা ও সুর ঃ গাব্রিয়েল বাড়ৈ ডালিম
৫২ প্রভু তোমার মহিমা আমি গাব চিরকাল
আজ এই সকালে/সন্ধ্যাতে দিতে চাই
আমার এই দেহ মন প্রাণ।
হাল্লেলূয়া আমি গাই তোমার গান
গৌরব হোক যীশু নাম।
কথা ও সুর ঃডেভিড রয়
৫৩ আমার হৃদয় খুলে দেই এসো তুমি প্রভু ্
আমার জীবন সঁপে দেই গ্রহন কর প্রভু।
তোমার রক্তে আমার মুক্ত কর
তোমার রক্তে আমার ধৌত কর
তোমার রক্তে আমার শুচি কর
তোমার রক্তে আমাকে অভিষিক্ত কর।
কথা ও সুর ঃ কল্লোল চৌধুরী
৫৪ প্রশংসা করি তাঁর নামে
যে নামে আছে পরিত্রাণ
প্রশংসা করি তাঁর নামে
যে নামে পাপী পায় ত্রাণ
প্রশংসা করি তাঁর নামে
যে নামে আছে স্বর্গধাম।
সেই নাম নাম নাম যীশু নাম
সেই নাম নাম নাম মধুর নাম।
এসো আজ নাচি তালে তালে
হৃদয় খুলে দুই বাহু গানে
যীশু আছেন আমার হৃদয় জুড়ে
এসো আজ প্রশংসায় মেতে।
কথা ও সুর ঃওনিষিম ও পিয়া
৫৫ আমার হৃদয় তোমাকে চায় প্রভু
আমার ডাক শোনো
তোমায় ডাক শোনা
তোমায় চালিত হতে চাই আমি
আমার ডাক শোনো।
পরিষ্কার কর আমারই মন শুচি কর আমায়
পবিত্র আত্মার পূর্ণ করে পবিত্র কর আমায়।
তুমি ছাড়া নিঃস্ব যে মোর একাকী জীবন
তুমি ছাড়া শূন্য যে মোরা হৃদয়হীন এ প্রাণ।
কথা ও সুর ঃ ওনিষিম ও পিয়া
৫৬ আরাধনা করি তোমায়
আমার দেহ মন তোমাকে দেই
তুমি ইলোহিম ইয়াওয়ে
প্রণাম করি তোমায়।
তুমি এসে বস হৃদে
এই জীবনে আলো হয়ে
তোমার আলোয় জীবন পেয়ে
সুখ শান্তি পাই।
কথা ও সুর ঃ কল্লোস চৌধুরী
৫৭ দেক ক্রুশীয় মহিমা দেখালেন প্রাণের যীশু
প্রকাশিলেন আজি স্বর্গীয় মহিমা।
দেখ ক্রুশীয় যাতনা দেখালেন প্রাণের বেদনা।
যীশু আমার কেঁদো না।
আমার এ হৃদয় দেখো না।
কথা ও সুর ঃ বুলবুল গোস্বামী ও রিচার্ড হালদার
৫৮ তুমি উচ্চ উন্নত প্রভু
তুমি অনন্তকাল নিবাসী
তুমি উচ্চ উন্নত প্রভু
তুমি অনন্তকাল নিবাসী।
তোমার নাম পবিত্র , তোমার নাম পবিত্র।
করি চূর্ণ বিচূর্ণ হৃদয়
কর সঞ্জীবিত ভগ্ন এ প্রাণ,
তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র।
কথা ও সুর ঃ সৃদুল সরকার ও ডেভিড রয়
৫৯ স্বর্গস্থ পিতা তুমি তোমার পবিত্র আত্মার পরিপূর্ণ কর আমায়।
স্বর্গস্থ পিতা তুমি তোমার পবিত্র আত্মায় অভিষিক্ত কর আমায়।
অভিষিক্ত কর আমায়।
আমি সন্তান তোমারই
তুমি পিতা আমারই
এ বাঁধন দাও দৃঢ় করে।
কথা ও সুর ঃ জেমস অসিত বিশ্বাস ও কল্লোল